ETV Bharat / state

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'যশ', গতিমুখ বাংলাদেশ

23 থেকে 25 মের মধ্যে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে সুপার সাইক্লেন 'যশ' ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সুপার সাইক্লোনের গতিমুখ বাংলাদেশের দিকে থাকবে বলেই জানা গিয়েছে । ওড়িশা থেকে বাংলাদেশের সুন্দরবন ও চট্টগ্রাম এলাকা পর্যন্ত এর প্রভাব থাকবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে আবহাওয়া অফিস ৷

আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস
author img

By

Published : May 18, 2021, 6:09 PM IST

সুন্দরবন, 18 মে : রাজ্যবাসীর মনে এখনও টাটকা আমফানের স্মৃতি ৷ সুপার সাইক্লোনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছিল গোটা রাজ্য ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল উপকূলবর্তী এলাকা ৷ বছর ঘুরতে না ঘুরতেই সেই স্মৃতি উস্কে দিয়ে হাওয়া অফিস জানাল, 23 থেকে 25 মের মধ্যে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে সুপার সাইক্লেন 'যশ' ৷ যার নামকরণ করেছে ওমান ৷

আবহাওয়া অফিস সূত্রে খবর, একসঙ্গে দু’টি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে ৷ একটি বঙ্গোপসাগরে ৷ অন্যটি আরব সাগরে ৷ এই দুই নিম্নচাপের কারণেই এই সুপার সাইক্লোনের তৈরি হবে ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সুপার সাইক্লোনের গতিমুখ বাংলাদেশের দিকে থাকবে বলেই জানা গিয়েছে । ওড়িশা থেকে বাংলাদেশের সুন্দরবন ও চট্টগ্রাম এলাকা পর্যন্ত এর প্রভাব থাকবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে আবহাওয়া অফিস ৷

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'যশ'
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'যশ'

আরও পড়ুন : আজ নয়, আগামীকালই হবে শুনানি; আগের নির্দেশই বহাল হাইকোর্টের

গত কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী । তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ গত 24 ঘণ্টায় এক ধাক্কায় পাঁচ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা । সেই সঙ্গে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ায় ভ্যাপসা গরমও পোয়াতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে ৷ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷

সুন্দরবন, 18 মে : রাজ্যবাসীর মনে এখনও টাটকা আমফানের স্মৃতি ৷ সুপার সাইক্লোনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছিল গোটা রাজ্য ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল উপকূলবর্তী এলাকা ৷ বছর ঘুরতে না ঘুরতেই সেই স্মৃতি উস্কে দিয়ে হাওয়া অফিস জানাল, 23 থেকে 25 মের মধ্যে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে সুপার সাইক্লেন 'যশ' ৷ যার নামকরণ করেছে ওমান ৷

আবহাওয়া অফিস সূত্রে খবর, একসঙ্গে দু’টি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে ৷ একটি বঙ্গোপসাগরে ৷ অন্যটি আরব সাগরে ৷ এই দুই নিম্নচাপের কারণেই এই সুপার সাইক্লোনের তৈরি হবে ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সুপার সাইক্লোনের গতিমুখ বাংলাদেশের দিকে থাকবে বলেই জানা গিয়েছে । ওড়িশা থেকে বাংলাদেশের সুন্দরবন ও চট্টগ্রাম এলাকা পর্যন্ত এর প্রভাব থাকবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে আবহাওয়া অফিস ৷

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'যশ'
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'যশ'

আরও পড়ুন : আজ নয়, আগামীকালই হবে শুনানি; আগের নির্দেশই বহাল হাইকোর্টের

গত কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী । তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ গত 24 ঘণ্টায় এক ধাক্কায় পাঁচ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা । সেই সঙ্গে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ায় ভ্যাপসা গরমও পোয়াতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে ৷ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.