ETV Bharat / state

Sundarbans Tourist Industry: বাড়ছে পর্যটকদের ভিড়, ঘুরে দাঁড়াচ্ছে সুন্দরবনের পর্যটন শিল্প - Sundarbans Deputy Field Director

গত 2 বছরে করোনা অতিমারি কাটিয়ে এবছর শুরুতেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন সুন্দরবনে (Sundarbans)। এতেই আশার আলো দেখছে ট্যুর অপারেটররা(Sundarbans Tourist Industry) ৷

Sundarbans Tourist Industry
সুন্দরবনের পর্যটক শিল্প ঘুরে দাঁড়াচ্ছে
author img

By

Published : Nov 27, 2022, 10:17 PM IST

Updated : Nov 27, 2022, 10:39 PM IST

সুন্দরবন, 27 নভেম্বর: একটা নয়, একেবারে জোড়া বাঘ । গাছের ফাঁকে প্রথমে দু'জনকে আলাদা দেখা যায় । এরপর দুটোকেই পাশাপাশি বসে থাকতে দেখা যায় । একেবারে রাজকীয় চালে তারা বসে থাকে । এখনও হাড় কাঁপানো ঠান্ডা পড়েনি । তবে এই সময়টাতেই সুন্দরবনে (Sundarbans) উপচে ওঠে ভিড় ।

গত কয়েকবছর করোনা অতিমারির জেরে পর্যটকরা সেভাবে বেড়াতে যেতে পারেননি । তবে এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম । শীতের শুরুতেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন সুন্দরবনে । আর সুন্দরবনের বাঘ মামাও নিরাশ করছেন না পর্যটকদের । একেবারে ফ্য়ামিলি নিয়ে পর্যটকদের দর্শন দিচ্ছে তারা । আর এতেই মন ভরে যাচ্ছে পর্যটকদের ৷

বেশ কয়েক বছর ধরে করোনা মহামারীর কারণে সুন্দরবনের (Sundarbans) পর্যটন কেন্দ্রগুলি বন্ধের মুখে দাড়িয়ে ছিল । কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শীতের মরশুমে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনে । কলকাতা-সহ বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যে বহু পর্যটকেরা ভিড় করেছে সুন্দরবনে । পর্যটকদের মন কেড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য । আশায় বুক বাঁধছে সুন্দরবনের পর্যটক শিল্পের (Sundarbans Tourist Industry)সঙ্গে যুক্ত থাকা ট্যুর অপারেটররা ।

ঘুরে দাঁড়াচ্ছে সুন্দরবনের পর্যটন শিল্প

আরও পড়ুন: সুন্দরবনের জঙ্গলে একসঙ্গে চারটি বাঘ, বিরল দৃশ্য ক্যামেরাবন্দি পর্যটকদের

ট্যুর অপারেটরের মালিক নিউটন সরকার বলেন, "সুন্দরবনের মূল আকর্ষণ হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার ৷ ইতিমধ্যে বহু পর্যটকরা শীতের মরশুমে সুন্দরবনের বাঘের দেখা পেয়েছে । বেশ কয়েক বছর ধরে করোনা মহামারীর জেরে বন্ধ হয়ে গিয়েছিল ব্যবসা । আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল আমাদের । এবছর শীতের মরশুমে ইতিমধ্যে বহু পর্যটকেরা সুন্দরবনে ঘুরতে এসেছে এবং বাঘের দর্শন পেয়েছে । আশা করি এবছর ব্যবসা ভালো হবে আর্থিক ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারব আমরা ।"

সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর(Sundarbans Deputy Field Director)জেমস জাস্টিন জানান, আগের থেকে বাঘের সংখ্যা বেড়েছে ৷ তাই বার বার দেখা যাচ্ছে ৷ বিশেষ করে সজনেখালি রেঞ্জে বেশি বাঘ দেখা যাচ্ছে ৷

আরও পড়ুন: থাবা তুলে তেড়ে গেল ! সুন্দরবনে দোবাঁকির জঙ্গলে 'যুদ্ধে মত্ত' জোড়া বাঘ

সুন্দরবন, 27 নভেম্বর: একটা নয়, একেবারে জোড়া বাঘ । গাছের ফাঁকে প্রথমে দু'জনকে আলাদা দেখা যায় । এরপর দুটোকেই পাশাপাশি বসে থাকতে দেখা যায় । একেবারে রাজকীয় চালে তারা বসে থাকে । এখনও হাড় কাঁপানো ঠান্ডা পড়েনি । তবে এই সময়টাতেই সুন্দরবনে (Sundarbans) উপচে ওঠে ভিড় ।

গত কয়েকবছর করোনা অতিমারির জেরে পর্যটকরা সেভাবে বেড়াতে যেতে পারেননি । তবে এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম । শীতের শুরুতেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন সুন্দরবনে । আর সুন্দরবনের বাঘ মামাও নিরাশ করছেন না পর্যটকদের । একেবারে ফ্য়ামিলি নিয়ে পর্যটকদের দর্শন দিচ্ছে তারা । আর এতেই মন ভরে যাচ্ছে পর্যটকদের ৷

বেশ কয়েক বছর ধরে করোনা মহামারীর কারণে সুন্দরবনের (Sundarbans) পর্যটন কেন্দ্রগুলি বন্ধের মুখে দাড়িয়ে ছিল । কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শীতের মরশুমে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনে । কলকাতা-সহ বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যে বহু পর্যটকেরা ভিড় করেছে সুন্দরবনে । পর্যটকদের মন কেড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য । আশায় বুক বাঁধছে সুন্দরবনের পর্যটক শিল্পের (Sundarbans Tourist Industry)সঙ্গে যুক্ত থাকা ট্যুর অপারেটররা ।

ঘুরে দাঁড়াচ্ছে সুন্দরবনের পর্যটন শিল্প

আরও পড়ুন: সুন্দরবনের জঙ্গলে একসঙ্গে চারটি বাঘ, বিরল দৃশ্য ক্যামেরাবন্দি পর্যটকদের

ট্যুর অপারেটরের মালিক নিউটন সরকার বলেন, "সুন্দরবনের মূল আকর্ষণ হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার ৷ ইতিমধ্যে বহু পর্যটকরা শীতের মরশুমে সুন্দরবনের বাঘের দেখা পেয়েছে । বেশ কয়েক বছর ধরে করোনা মহামারীর জেরে বন্ধ হয়ে গিয়েছিল ব্যবসা । আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল আমাদের । এবছর শীতের মরশুমে ইতিমধ্যে বহু পর্যটকেরা সুন্দরবনে ঘুরতে এসেছে এবং বাঘের দর্শন পেয়েছে । আশা করি এবছর ব্যবসা ভালো হবে আর্থিক ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারব আমরা ।"

সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর(Sundarbans Deputy Field Director)জেমস জাস্টিন জানান, আগের থেকে বাঘের সংখ্যা বেড়েছে ৷ তাই বার বার দেখা যাচ্ছে ৷ বিশেষ করে সজনেখালি রেঞ্জে বেশি বাঘ দেখা যাচ্ছে ৷

আরও পড়ুন: থাবা তুলে তেড়ে গেল ! সুন্দরবনে দোবাঁকির জঙ্গলে 'যুদ্ধে মত্ত' জোড়া বাঘ

Last Updated : Nov 27, 2022, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.