ETV Bharat / state

ইডির উপর হামলা নিয়ে ছেড়ে কথা বলবে না বিজেপি, গঙ্গাসাগর থেকে হুঁশিয়ারি সুকান্তর - সুকান্ত মজুমদার

Sukanta Majumdar: গঙ্গাসাগরে সুকান্ত মজুমদার ৷ সেখানে পুণ্যস্নান সেরে পুজো দিলেন কপিলমুনির আশ্রমে ৷ তার পর সন্দেশখালির ঘটনা নিয়ে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে ৷

Sukanta Majumdar
Sukanta Majumdar
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 5:24 PM IST

গঙ্গাসাগর, 10 জানুয়ারি: এনফোর্সমেন্ট ডিরেক্টেরটের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর সন্দেশখালিতে যে হামলার ঘটনা ঘটেছে, তা নিয়ে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার তিনি বলেন, ‘‘ইডি অফিসারদের ওপর হামলা মানে ভারতের সংবিধানের ওপর হামলা, বিজেপি ছেড়ে কথা বলবে না । ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ রাজ্য সরকারের ভুয়ো কোনও সংস্থা নয় ।’’

এ দিন তিনি হাজির হয়েছিলেন দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে৷ সেখান থেকেই এই হুঁশিয়ারি দেন তিনি ৷ সুকান্ত মজুমদার আরও বলেন, ‘‘আগামিকাল (বৃহস্পতিবার) এই ঘটনাকে কেন্দ্র করে থানা ঘেরাও করার কর্মসূচি রয়েছে রাজ্য বিজেপির । ইডি ভারতীয় সংবিধানের দ্বারা পরিচালিত হয় । লোকসভায় ও রাজ্যসভায় আইন প্রণয়ন করে নিয়োগ করা হয়েছে । এই হামলা ভারতবর্ষের সর্বভৌমত্বের উপর হামলা ।’’

Sukanta Majumdar
গঙ্গাসাগরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

এ দিন গঙ্গাসাগরে স্নান করেন সুকান্ত ৷ কপিলমুনির আশ্রমেও পুজো দেন ৷ পরে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন তিনি ৷ এর পর সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ইডির উপর হামলাকে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা বলে দাবি করেন ৷ তাঁর আরও দাবি, এই ধরনের মানসিকতা পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করতে চায় ৷ বিজেপি এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ৷

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের আরও অভিযোগ, হামলকারীদের গ্রেফতারের বদলে বঙ্গরত্ন দেবে রাজ্য সরকার ৷ কারণ, এরাই ভোটে জেতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ মানুষ এখন আর তৃণমূলকে ভোট দেয় না ৷ এর পর তিনি আরও একবার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘সময় আসছে বিজেপি সরকার তৈরি হবে ৷ যে বাড়ির তালা ভাঙা যায়নি, সেই বাড়িতে তখন বুলডোজার চলবে ৷’’

এছাড়া এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবও দিয়েছেন সুকান্ত মজুমদার ৷ গত সোমবার গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, “কুম্ভ মেলার থেকে বড় মেলা গঙ্গাসাগর । কিন্তু কেন্দ্র এক পয়সাও সাহায্য করে না কেন্দ্র ।” এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, “গঙ্গাসাগর মেলা নিয়ে সাহায্য পেতে গেলে তো প্রধানমন্ত্রীকে বলতে হবে । তাঁকে উদ্বোধনে ডাকতে হবে । প্রধানমন্ত্রীর দু-চারটে ছবিও পেতে হবে ।’’

তিনি আরও বলেন, ‘‘পুরো মেলা প্রাঙ্গন দেখে তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ নেই । পুলিশ মাইকিং করছে, যে সরকার নির্ধারিত ভাড়া দিয়ে আসবেন । কিন্তু সরকারি নির্ধারিত ভাড়া কী, রেট চার্ট কত, তা তো কেউ জানেন না । পুণ্যার্থীদের কাছ থেকে যে যেরকম পাচ্ছেন লুটে নিচ্ছেন ।” সুকান্ত প্রশ্ন তুলেছেন, গঙ্গাসাগর মেলা আয়োজনে 200 কোটি টাকা খরচের হিসেব দেখানো হয়, সেটা কোথায় যায় ৷ তাঁর আরও প্রশ্ন, ‘‘মুখ্যমন্ত্রীর ছবিতেই কি চলে যায় বেশিরভাগ টাকা? গেট করতে কত খরচ হল ?”

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় পুলিশি এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে ইডি
  2. এনকাউন্টার করে দিতে পারে পুলিশ, আশঙ্কা প্রকাশ করে শাহজাহানকে আত্মসমর্পণের পরামর্শ শুভেন্দুর
  3. আগামিদিনে সীমান্তে তল্লাশিতে গেলে ইডিকে কীভাবে সাহায্য? বিএসএফ'কে জিজ্ঞাসা রাহুল নবীনের

গঙ্গাসাগর, 10 জানুয়ারি: এনফোর্সমেন্ট ডিরেক্টেরটের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর সন্দেশখালিতে যে হামলার ঘটনা ঘটেছে, তা নিয়ে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার তিনি বলেন, ‘‘ইডি অফিসারদের ওপর হামলা মানে ভারতের সংবিধানের ওপর হামলা, বিজেপি ছেড়ে কথা বলবে না । ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ রাজ্য সরকারের ভুয়ো কোনও সংস্থা নয় ।’’

এ দিন তিনি হাজির হয়েছিলেন দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে৷ সেখান থেকেই এই হুঁশিয়ারি দেন তিনি ৷ সুকান্ত মজুমদার আরও বলেন, ‘‘আগামিকাল (বৃহস্পতিবার) এই ঘটনাকে কেন্দ্র করে থানা ঘেরাও করার কর্মসূচি রয়েছে রাজ্য বিজেপির । ইডি ভারতীয় সংবিধানের দ্বারা পরিচালিত হয় । লোকসভায় ও রাজ্যসভায় আইন প্রণয়ন করে নিয়োগ করা হয়েছে । এই হামলা ভারতবর্ষের সর্বভৌমত্বের উপর হামলা ।’’

Sukanta Majumdar
গঙ্গাসাগরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

এ দিন গঙ্গাসাগরে স্নান করেন সুকান্ত ৷ কপিলমুনির আশ্রমেও পুজো দেন ৷ পরে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন তিনি ৷ এর পর সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ইডির উপর হামলাকে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা বলে দাবি করেন ৷ তাঁর আরও দাবি, এই ধরনের মানসিকতা পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করতে চায় ৷ বিজেপি এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ৷

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের আরও অভিযোগ, হামলকারীদের গ্রেফতারের বদলে বঙ্গরত্ন দেবে রাজ্য সরকার ৷ কারণ, এরাই ভোটে জেতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ মানুষ এখন আর তৃণমূলকে ভোট দেয় না ৷ এর পর তিনি আরও একবার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘সময় আসছে বিজেপি সরকার তৈরি হবে ৷ যে বাড়ির তালা ভাঙা যায়নি, সেই বাড়িতে তখন বুলডোজার চলবে ৷’’

এছাড়া এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবও দিয়েছেন সুকান্ত মজুমদার ৷ গত সোমবার গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, “কুম্ভ মেলার থেকে বড় মেলা গঙ্গাসাগর । কিন্তু কেন্দ্র এক পয়সাও সাহায্য করে না কেন্দ্র ।” এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, “গঙ্গাসাগর মেলা নিয়ে সাহায্য পেতে গেলে তো প্রধানমন্ত্রীকে বলতে হবে । তাঁকে উদ্বোধনে ডাকতে হবে । প্রধানমন্ত্রীর দু-চারটে ছবিও পেতে হবে ।’’

তিনি আরও বলেন, ‘‘পুরো মেলা প্রাঙ্গন দেখে তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ নেই । পুলিশ মাইকিং করছে, যে সরকার নির্ধারিত ভাড়া দিয়ে আসবেন । কিন্তু সরকারি নির্ধারিত ভাড়া কী, রেট চার্ট কত, তা তো কেউ জানেন না । পুণ্যার্থীদের কাছ থেকে যে যেরকম পাচ্ছেন লুটে নিচ্ছেন ।” সুকান্ত প্রশ্ন তুলেছেন, গঙ্গাসাগর মেলা আয়োজনে 200 কোটি টাকা খরচের হিসেব দেখানো হয়, সেটা কোথায় যায় ৷ তাঁর আরও প্রশ্ন, ‘‘মুখ্যমন্ত্রীর ছবিতেই কি চলে যায় বেশিরভাগ টাকা? গেট করতে কত খরচ হল ?”

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় পুলিশি এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে ইডি
  2. এনকাউন্টার করে দিতে পারে পুলিশ, আশঙ্কা প্রকাশ করে শাহজাহানকে আত্মসমর্পণের পরামর্শ শুভেন্দুর
  3. আগামিদিনে সীমান্তে তল্লাশিতে গেলে ইডিকে কীভাবে সাহায্য? বিএসএফ'কে জিজ্ঞাসা রাহুল নবীনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.