ETV Bharat / state

Sukanta Majumdar: সুকান্তর গাড়ি ঘিরে বিক্ষোভ, কালো পাতাকা - জয়নগরের খবর

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গাড়ি ঘিরে বিক্ষোভ ৷ শনিবার সন্ধেয় কী হয়েছিল জয়নগরের নতুন হাট এলাকায় ?

Sukanta Majumdar faced Agitation in Jaynagar while returning from party programme
Sukanta Majumdar: সুকান্তর গাড়ি ঘিরে বিক্ষোভ, কালো পাতাকা
author img

By

Published : Dec 10, 2022, 8:28 PM IST

বিক্ষোভ নয়, হামলা !

জয়নগর, 10 ডিসেম্বর: দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) ৷ তাঁকে উদ্দেশ করে কালো পতাকাও দেখানো হয় বলে অভিযোগ ৷ শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার জয়নগরের নতুন হাট এলাকায় ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার দক্ষিণ 24 পরগনার জয়নগর ও কুলতলিতে একাধিক কর্মসূচি ছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ৷ সেইসব কর্মসূচি সেরেই ফিরছিলেন তিনি ৷ বিজেপির অভিযোগ, সেই সময় জয়নগরের নতুন হাট এলাকায় সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ধরেন বেশ কয়েকজন ৷ বিজেপি রাজ্য সভাপতিকে কালো পতাকা দেখান তাঁরা ৷ 100 দিনের কাজের টাকা কেন পাওয়া যাচ্ছে না, তার জবাব চেয়ে, হাতে প্ল্যাকার্ড ধরে বহু মানুষকে সেই বিক্ষোভে সামিল হতে দেখা যায় ৷ এই ঘটনা কেন্দ্র করে শীতের সন্ধেয় 'গরম হয়ে' ওঠে জয়নগরের নতুন হাট ৷

আরও পড়ুন: 'ডিসেম্বরে অনেক ধেড়ে ইঁদুর খাঁচার ভিতর ঢুকবে', শাসক দলকে কটাক্ষ সুকান্তর

পরবর্তীতে এই ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার জানান, তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরাই এই কাজ করেছেন ৷ তাঁর কথায়, "আমার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় ৷ লাঠি নিয়েও চড়াও হন কেউ কেউ ৷ নিরাপত্তারক্ষীদের তৎপরতায় আমি সুস্থ আছি ৷ তবে, গাড়ির ওয়াইপার ভেঙে দেওয়া হয়েছে ৷ সামনে পুলিশ থাকা সত্ত্বেও হামলাকারীদের আটকায়নি তারা ৷"

অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতির দাবি খারিজ করে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তিনি বলেন, "যাঁরা জাতি, ধর্মে বিভেদ করেন, তাঁদের সামনে স্থানীয় বাসিন্দারাই বিক্ষোভ দেখিয়েছেন ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ তৃণমূল কর্মীরা এই কাজ করেননি ৷" এদিকে, সুকান্ত মজুমদারের গাড়ির সামনে বিক্ষোভের ঘটনার পর থেকেই থমথমে জয়নগরের নতুন হাট ৷ যাতে এলাকায় আবার কোনও অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

বিক্ষোভ নয়, হামলা !

জয়নগর, 10 ডিসেম্বর: দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) ৷ তাঁকে উদ্দেশ করে কালো পতাকাও দেখানো হয় বলে অভিযোগ ৷ শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার জয়নগরের নতুন হাট এলাকায় ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার দক্ষিণ 24 পরগনার জয়নগর ও কুলতলিতে একাধিক কর্মসূচি ছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ৷ সেইসব কর্মসূচি সেরেই ফিরছিলেন তিনি ৷ বিজেপির অভিযোগ, সেই সময় জয়নগরের নতুন হাট এলাকায় সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ধরেন বেশ কয়েকজন ৷ বিজেপি রাজ্য সভাপতিকে কালো পতাকা দেখান তাঁরা ৷ 100 দিনের কাজের টাকা কেন পাওয়া যাচ্ছে না, তার জবাব চেয়ে, হাতে প্ল্যাকার্ড ধরে বহু মানুষকে সেই বিক্ষোভে সামিল হতে দেখা যায় ৷ এই ঘটনা কেন্দ্র করে শীতের সন্ধেয় 'গরম হয়ে' ওঠে জয়নগরের নতুন হাট ৷

আরও পড়ুন: 'ডিসেম্বরে অনেক ধেড়ে ইঁদুর খাঁচার ভিতর ঢুকবে', শাসক দলকে কটাক্ষ সুকান্তর

পরবর্তীতে এই ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার জানান, তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরাই এই কাজ করেছেন ৷ তাঁর কথায়, "আমার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় ৷ লাঠি নিয়েও চড়াও হন কেউ কেউ ৷ নিরাপত্তারক্ষীদের তৎপরতায় আমি সুস্থ আছি ৷ তবে, গাড়ির ওয়াইপার ভেঙে দেওয়া হয়েছে ৷ সামনে পুলিশ থাকা সত্ত্বেও হামলাকারীদের আটকায়নি তারা ৷"

অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতির দাবি খারিজ করে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তিনি বলেন, "যাঁরা জাতি, ধর্মে বিভেদ করেন, তাঁদের সামনে স্থানীয় বাসিন্দারাই বিক্ষোভ দেখিয়েছেন ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ তৃণমূল কর্মীরা এই কাজ করেননি ৷" এদিকে, সুকান্ত মজুমদারের গাড়ির সামনে বিক্ষোভের ঘটনার পর থেকেই থমথমে জয়নগরের নতুন হাট ৷ যাতে এলাকায় আবার কোনও অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.