বারুইপুর, 27 জুন: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গ্রেফতারের দাবিতে পথে নেমে আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ শাসকদলের এই কর্মসূচির সম্পর্কে প্রশ্ন করা হলে কটাক্ষের সুর বামেদের গলায় ৷ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) প্রশ্ন, শুধুমাত্র শুভেন্দু অধিকারীকেই কেন গ্রেফতারের দাবি তোলা হচ্ছে ? একইসঙ্গে, মুকুল রায় ও মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও গ্রেফতারের দাবি তোলা উচিত বলে মন্তব্য করেন তিনি ৷
এদিন দক্ষিণ 24 পরগনার বারুইপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সুজন ৷ সেখানেই তিনি বলেন, আজ হঠাৎ শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে আন্দোলন করা হচ্ছে ৷ যদিও আন্দোলনের ইস্যুকে সমর্থন জানিয়েছেন সুজন ৷ তাঁর মতে, সারদা ও নারদা ইস্যুতে অবশ্যই শুভেন্দুকে গ্রেফতারের দাবি তোলা উচিত ৷
আরও পড়ুন: TMC Agitation: শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে সিজিও-র সামনে বিক্ষোভ তৃণমূল ছাত্র-যুবদের
এই প্রসঙ্গেই কুণাল ঘোষের অতীতের একটি মন্তব্য উল্লেখ করেন সুজন ৷ সারদাকাণ্ডে (Saradha Scam) দীর্ঘদিন হাজতবাস করতে হয়েছে কুণালকে ৷ সেই সময়েই তিনি দাবি করেছিলেন, সারদাকাণ্ডে সবথেকে বেশি লাভবান হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তারই ভিত্তিতে সুজনের বক্তব্য, চিটফান্ডেকাণ্ডে যদি শুভেন্দুকে গ্রেফতার করতে হয়, তাহলে মুকুল রায় এবং মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও একই কারণে গ্রেফতার করতে হবে ৷