ETV Bharat / state

Road block : স্কুলের ভর্তি ফি মকুবের দাবিতে রায়দিঘিতে রাস্তা অবরোধ পড়ুয়াদের - Students demanding waive of admission fee

বহু ছাত্র-ছাত্রী অর্থের অভাবে ভর্তি হতে পারছে না স্কুলে । ফি মকুবের আবেদনও করা হয়েছিল স্কুল কর্তৃপক্ষের কাছে । তাতেও কোনওরকম সুরাহা হয়নি বলে অভিযোগ । সেই কারণে আজ স্কুলের সামনে রায়দিঘি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েকশো ছাত্র-ছাত্রী ও অভিভাবক ।

রায়দিঘির খবর
স্কুলের ভর্তি ফি মকুবের দাবিতে রায়দিঘিতে রাস্তা অবরোধ পড়ুয়াদের
author img

By

Published : Aug 6, 2021, 6:45 PM IST

রায়দিঘি, 6 অগস্ট : ইতিমধ্যে স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । রায়দিঘি খাড়াপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য 1270 টাকা ভর্তি ফি ধার্য করেছে স্কুল কর্তৃপক্ষ । যেখানে অন্যান্য স্কুলে ফি নেওয়া হচ্ছে 350 থেকে 500 টাকা । ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বিভিন্ন স্কুলের ।

করোনার জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ । আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে প্রত্যন্ত সুন্দরবনের মানুষ । আর্থিক সঙ্কট কাটিয়ে শিক্ষার আলো পেতে ইতিমধ্যেই অভিভাবকদের অনেকেই নিজেদের গয়না বন্ধক দিয়ে ও চড়া সুদে টাকা নিয়ে স্কুলে ভর্তি করছেন পড়ুয়াদের ।

বহু ছাত্র-ছাত্রী অর্থের অভাবে ভর্তি হতে পারছে না স্কুলে । ফি মকুবের আবেদনও করা হয়েছিল স্কুল কর্তৃপক্ষের কাছে । তাতেও কোনওরকম সুরাহা হয়নি বলে অভিযোগ । সেই কারণে আজ স্কুলের সামনে রায়দিঘি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েকশো ছাত্র-ছাত্রী ও অভিভাবক ।

রায়দিঘির খবর
স্কুলের ভর্তি ফি মকুবের দাবিতে রায়দিঘিতে রাস্তা অবরোধ পড়ুয়াদের

অবরোধের জেরে রায়দিঘির ডায়মন্ডহারবার রোডের যান চলাচল স্তব্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়দিঘি থানার পুলিশ । ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা । পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায় । ছাত্র-ছাত্রীদের দাবি, অবিলম্বে স্কুলে ভর্তি ফি মকুব করা হোক ও করোনা স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলা হোক ।

রায়দিঘি, 6 অগস্ট : ইতিমধ্যে স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । রায়দিঘি খাড়াপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য 1270 টাকা ভর্তি ফি ধার্য করেছে স্কুল কর্তৃপক্ষ । যেখানে অন্যান্য স্কুলে ফি নেওয়া হচ্ছে 350 থেকে 500 টাকা । ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বিভিন্ন স্কুলের ।

করোনার জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ । আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে প্রত্যন্ত সুন্দরবনের মানুষ । আর্থিক সঙ্কট কাটিয়ে শিক্ষার আলো পেতে ইতিমধ্যেই অভিভাবকদের অনেকেই নিজেদের গয়না বন্ধক দিয়ে ও চড়া সুদে টাকা নিয়ে স্কুলে ভর্তি করছেন পড়ুয়াদের ।

বহু ছাত্র-ছাত্রী অর্থের অভাবে ভর্তি হতে পারছে না স্কুলে । ফি মকুবের আবেদনও করা হয়েছিল স্কুল কর্তৃপক্ষের কাছে । তাতেও কোনওরকম সুরাহা হয়নি বলে অভিযোগ । সেই কারণে আজ স্কুলের সামনে রায়দিঘি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েকশো ছাত্র-ছাত্রী ও অভিভাবক ।

রায়দিঘির খবর
স্কুলের ভর্তি ফি মকুবের দাবিতে রায়দিঘিতে রাস্তা অবরোধ পড়ুয়াদের

অবরোধের জেরে রায়দিঘির ডায়মন্ডহারবার রোডের যান চলাচল স্তব্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়দিঘি থানার পুলিশ । ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা । পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায় । ছাত্র-ছাত্রীদের দাবি, অবিলম্বে স্কুলে ভর্তি ফি মকুব করা হোক ও করোনা স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলা হোক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.