ETV Bharat / state

Kultali Mid-day Meal Controversy: মিড-ডে মিলে বাসি মাংস-ভাত, কুলতলিতে অসুস্থ শতাধিক পড়ুয়া - কুলতলির স্কুলে মিড ডে মিল নিয়ে অভিযোগ

কুলতলির নকুল সহদেব হাইস্কুলে মিড-ডে মিল খেয়ে সোমবার অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা ৷ খাবারে বাসি, দুর্গন্ধযুক্ত মাংস ও ভাত দেওয়ার অভিযোগ (Kultali School mid day meal controversy) ৷

ETV Bharat
কুলতলির স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ শতাধিক পড়ুয়া
author img

By

Published : Feb 20, 2023, 9:01 PM IST

মিড-ডে মিলে বাসি মাংস-ভাত খেয়ে অসুস্থ শতাধিক পড়ুয়া

কুলতলি, 20 ফেব্রুয়ারি: আবারও রাজ্যে মিড-ডে মিল বিতর্ক । এবার পড়ুয়াদের পাতে বাসি দুর্গন্ধযুক্ত মাংস দেওয়ার অভিযোগ ৷ ঘটনা দক্ষিণ 24 পরগনার কুলতলির নকুল সহদেব হাইস্কুলে ৷ অভিযোগ, সোমবার এই স্কুলের মিড-ডে মিলে পড়ুয়াদের বাসি মাংস ও ভাত খেতে দেওয়া হয় ৷ যা খেয়ে অসুস্থ হয়ে পড়ে স্কুলের শতাধিক পড়ুয়া ৷ এই ঘটনায় অভিভাবকদের অভিযোগের তির স্কুলের প্রধান শিক্ষকের দিকে (students felt sick after eat mid day meal) ।

জানা গিয়েছে, অসুস্থ পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালেও নিয়ে যেতে হয় ৷ তবে কুলতলির স্কুল পরিদর্শক সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনও পড়ুয়া অসুস্থ হয়নি ৷ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় ৷ এই ঘটনার খবর পেয়ে স্কুলে হাজির হন স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক । অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি (mid day meal in Kultali school) ।

অভিভাবকদের অভিযোগ, এদিন স্কুলের মিড-ডে মিলে অস্বাস্থ্যকর খাবার দেওয়া হয় ৷ যে মাংস এদিন খেতে দেওয়া হয় পড়ুয়াদের তা দিয়ে কেরোসিনের গন্ধ বের হচ্ছিল ৷ পড়ুয়ারা একথা স্কুলের প্রধান শিক্ষককে জানালেও তা কানে তোলেননি তিনি ৷ ওই খাবারই পড়ুয়াদের খেতে বলা হয় ৷ এরপরই একে একে অসুস্থ হয়ে পড়ে অনেকে ৷ আরও অভিযোগ, ঘটনার খবর পেয়ে অভিভাবকরা স্কুলে এলে তাঁদের প্রথমে ভিতরে ঢুকতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ ৷ পরে অসুস্থ পড়ুয়াদের জামতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় ৷

আরও পড়ুন: জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুদের ভিড়, জেলাজুড়ে সতর্কতা জারি

অভিভাবকদের অভিযোগ, এর আগেও এই স্কুলের বিরুদ্ধে অস্বাস্থ্যকর মিড-ডে মিল দেওয়ার অভিযোগ উঠেছিল । এই ঘটনায় এদিন যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ স্কুলের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা । অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশ । প্রসঙ্গত, গত মাসেই বীরভূমের ময়ূরেশ্বর 2 ব্লকের দাসপলতা মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবারে সাপ পাওয়া যায় ।

মিড-ডে মিলে বাসি মাংস-ভাত খেয়ে অসুস্থ শতাধিক পড়ুয়া

কুলতলি, 20 ফেব্রুয়ারি: আবারও রাজ্যে মিড-ডে মিল বিতর্ক । এবার পড়ুয়াদের পাতে বাসি দুর্গন্ধযুক্ত মাংস দেওয়ার অভিযোগ ৷ ঘটনা দক্ষিণ 24 পরগনার কুলতলির নকুল সহদেব হাইস্কুলে ৷ অভিযোগ, সোমবার এই স্কুলের মিড-ডে মিলে পড়ুয়াদের বাসি মাংস ও ভাত খেতে দেওয়া হয় ৷ যা খেয়ে অসুস্থ হয়ে পড়ে স্কুলের শতাধিক পড়ুয়া ৷ এই ঘটনায় অভিভাবকদের অভিযোগের তির স্কুলের প্রধান শিক্ষকের দিকে (students felt sick after eat mid day meal) ।

জানা গিয়েছে, অসুস্থ পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালেও নিয়ে যেতে হয় ৷ তবে কুলতলির স্কুল পরিদর্শক সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনও পড়ুয়া অসুস্থ হয়নি ৷ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় ৷ এই ঘটনার খবর পেয়ে স্কুলে হাজির হন স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক । অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি (mid day meal in Kultali school) ।

অভিভাবকদের অভিযোগ, এদিন স্কুলের মিড-ডে মিলে অস্বাস্থ্যকর খাবার দেওয়া হয় ৷ যে মাংস এদিন খেতে দেওয়া হয় পড়ুয়াদের তা দিয়ে কেরোসিনের গন্ধ বের হচ্ছিল ৷ পড়ুয়ারা একথা স্কুলের প্রধান শিক্ষককে জানালেও তা কানে তোলেননি তিনি ৷ ওই খাবারই পড়ুয়াদের খেতে বলা হয় ৷ এরপরই একে একে অসুস্থ হয়ে পড়ে অনেকে ৷ আরও অভিযোগ, ঘটনার খবর পেয়ে অভিভাবকরা স্কুলে এলে তাঁদের প্রথমে ভিতরে ঢুকতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ ৷ পরে অসুস্থ পড়ুয়াদের জামতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় ৷

আরও পড়ুন: জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুদের ভিড়, জেলাজুড়ে সতর্কতা জারি

অভিভাবকদের অভিযোগ, এর আগেও এই স্কুলের বিরুদ্ধে অস্বাস্থ্যকর মিড-ডে মিল দেওয়ার অভিযোগ উঠেছিল । এই ঘটনায় এদিন যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ স্কুলের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা । অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশ । প্রসঙ্গত, গত মাসেই বীরভূমের ময়ূরেশ্বর 2 ব্লকের দাসপলতা মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবারে সাপ পাওয়া যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.