ETV Bharat / state

বিধিনিষেধ ভাঙলেই কান ধরে ওঠবোস ভাঙড়ে - covid 19

সরকারি বিধিনিষেধ অমান্য করলেই করতে হবে কান ধরে ওঠবোস ৷ সোমবার এমনই চিত্র ধরা পড়ল ভাঙড়ের বিভিন্ন এলাকায় ।

covid 19 and bhangar
covid 19 and bhangar
author img

By

Published : May 17, 2021, 10:48 AM IST

ভাঙড় , 17 মে : সরকারি বিধিনিষেধ অমান্য করলেই করতে হবে কান ধরে ওঠবোস ৷ সোমবার এমনই চিত্র ধরা পড়ল ভাঙড়ের বিভিন্ন এলাকায় । আটক করা হল বেশ কয়েকজন যুবক সহ তাঁদের সাইকেল , মোটর বাইক ৷

নিয়ম ভেঙে রাস্তায় বের হওয়া যুবকদের কান ধরে ওঠবোস করাল স্থানীয় থানার পুলিশ ৷ প্রশাসনিক কর্তাদের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে ভাঙড়ের সচেতন নাগরিকেরা ।

পুলিশ সূত্রে খবর , সরকারি বিধিনিষেধ ভাঙায় 15 জনকে আটক করেছেন তাঁরা ৷ করোনা সংক্রমণ রুখতে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন ৷

covid 19 and bhangar
সরকারি বিধিনিষেধ অমান্য করতেই করতে হল কান ধরে ওঠবোস

আরও পড়ুন : বাঁশবেড়িয়ায় তৃণমূল নেতাকে গুলির ঘটনায় গ্রেফতার সোনা-সুমন সহ আরও দুই

সরকারি নির্দেশানুযায়ী , সকাল 6টা থেকে 10টা পর্যন্ত বাজার ও দোকান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু সেই সময় পার হয়ে যাওয়ার পরও সরকারি নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় ঘুরতে দেখাযায় বেশ কিছু যুবককে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷

ককোনা রুখতে 'ময়দানে' পুলিশ

এরই পাশাপাশি ভাঙড়ের কলকাতা লেদার কম্পলেক্স থানার ওসি প্রশান্ত ভৌমিকের নেতৃত্বে কলকাতা পুলিশের টিম ভোজেরহাট, হাতিশালা সহ বামনঘাটা বাজারে অভিযান চালায় । এছাড়া ভাঙড় থানার পুলিশ ঘটকপুকুর বাজার সহ বাসন্তী হাইওয়েতে কড়া নজরদারি চালায় ।

শোনপুর বাজারেও বেশ কয়েকজন যুবককে কান ধরে ওঠবোস করায় প্রশাসনিক কর্তারা ।

ভাঙড় , 17 মে : সরকারি বিধিনিষেধ অমান্য করলেই করতে হবে কান ধরে ওঠবোস ৷ সোমবার এমনই চিত্র ধরা পড়ল ভাঙড়ের বিভিন্ন এলাকায় । আটক করা হল বেশ কয়েকজন যুবক সহ তাঁদের সাইকেল , মোটর বাইক ৷

নিয়ম ভেঙে রাস্তায় বের হওয়া যুবকদের কান ধরে ওঠবোস করাল স্থানীয় থানার পুলিশ ৷ প্রশাসনিক কর্তাদের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে ভাঙড়ের সচেতন নাগরিকেরা ।

পুলিশ সূত্রে খবর , সরকারি বিধিনিষেধ ভাঙায় 15 জনকে আটক করেছেন তাঁরা ৷ করোনা সংক্রমণ রুখতে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন ৷

covid 19 and bhangar
সরকারি বিধিনিষেধ অমান্য করতেই করতে হল কান ধরে ওঠবোস

আরও পড়ুন : বাঁশবেড়িয়ায় তৃণমূল নেতাকে গুলির ঘটনায় গ্রেফতার সোনা-সুমন সহ আরও দুই

সরকারি নির্দেশানুযায়ী , সকাল 6টা থেকে 10টা পর্যন্ত বাজার ও দোকান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু সেই সময় পার হয়ে যাওয়ার পরও সরকারি নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় ঘুরতে দেখাযায় বেশ কিছু যুবককে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷

ককোনা রুখতে 'ময়দানে' পুলিশ

এরই পাশাপাশি ভাঙড়ের কলকাতা লেদার কম্পলেক্স থানার ওসি প্রশান্ত ভৌমিকের নেতৃত্বে কলকাতা পুলিশের টিম ভোজেরহাট, হাতিশালা সহ বামনঘাটা বাজারে অভিযান চালায় । এছাড়া ভাঙড় থানার পুলিশ ঘটকপুকুর বাজার সহ বাসন্তী হাইওয়েতে কড়া নজরদারি চালায় ।

শোনপুর বাজারেও বেশ কয়েকজন যুবককে কান ধরে ওঠবোস করায় প্রশাসনিক কর্তারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.