ETV Bharat / state

YouTuber Died: স্কুটার দুর্ঘটনায় মৃত্যু বিশেষভাবে সক্ষম ইউটিউবারের - South 24 parganas News

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিশেষভাবে সক্ষম ইউটিউবারের (youtuber died in an accident) ৷ মৃত এই ইউটিউবারের নাম অমিত মণ্ডল (22) ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের ৷

YouTuber Died
পথ দুর্ঘটনায় মৃত্যু বিশেষভাবে সক্ষম ইউটিউবারের
author img

By

Published : Feb 15, 2023, 4:26 PM IST

Updated : Feb 15, 2023, 4:45 PM IST

নামখানা, 15 ফেব্রুয়ারি: একেই মনে হয় বলে 'কপালে ফের' (Specially Abled Youtuber Died in a Road Accident) ৷ অভাবের সংসারে ধীরে ধীরে ইউটিউব থেকে হাল ফিরছিল ৷ সব কিছু ঠিক হওয়ার আগেই ছন্দ পতন ঘটল ৷ প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ইউটিউবে নিজের একটি চ্যানেল তৈরি করেছিলেন ৷ সেই চ্যানেলের সাবাস্ক্রাইবার হয়ে গিয়েছিল লক্ষাধিক ৷ ইউটিউবে বেশ পরিচিতি লাভও করেছিলেন। ধীরে ধীরে ফিরছিল সুদিন। তার মাঝেই ঘটে গেল অঘটন । মঙ্গলবার বিকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 22 বছর বয়সি ইউটিউবার অমিত মণ্ডলের ।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ফ্রেজারগঞ্জের মুন্সিরহাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন অমিত। ঘটনায় অমিত-সহ 3 জন জখম হন । অমিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভরতি করা হয় কলকাতার হাসপাতালে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অমিত। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আচমকাই ছন্দপতন।

আরও পড়ুন: জীবনের অভিজ্ঞতা নিয়ে ভিডিয়ো তৈরি করে ইউটিউবার চিন্নু আন্টি ফলোয়ার 32 লক্ষ

জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জের শিবপুরের বাসিন্দা অমিত মণ্ডল (South 24 parganas News) । একটা সময় অভাব ছিল নিত্যসঙ্গী । সংসারের ভার বইতে বাবা-মা সাফাইয়ের কাজ করতেন । বিশেষভাবে সক্ষম ছিলেন অমিত। তা সত্ত্বেও প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতেন । চাইতেন পড়াশোনা করতে । ভরতি হয়েছিলেন কলেজের প্রথম বর্ষে । সেই সঙ্গে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ইউটিউবকে । নিয়মিত ভ্লগ বানাতেন অমিত । ইউটিউবে তাঁর তিনলক্ষের বেশি সাবস্ক্রাইবার । ফলে ধীরে ধীরে আর্থিক সমস্যা কাটছিল । হাসি ফুটছিল পরিবারের মুখে ৷ পরিশ্রম করে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন । আচমকাই ছন্দপতন ।এই ভিডিয়োগুলিতে হাজার হাজার ভিউ ছিল। ধীরে ধীরে খ্যাতি চূড়ায় পৌঁছনোর লক্ষ্যে এগোচ্ছিলেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর। কিন্তু, সেই খ্যাতি, বহু পরিশ্রমের ফসল উপভোগ করা হল না।

নামখানা, 15 ফেব্রুয়ারি: একেই মনে হয় বলে 'কপালে ফের' (Specially Abled Youtuber Died in a Road Accident) ৷ অভাবের সংসারে ধীরে ধীরে ইউটিউব থেকে হাল ফিরছিল ৷ সব কিছু ঠিক হওয়ার আগেই ছন্দ পতন ঘটল ৷ প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ইউটিউবে নিজের একটি চ্যানেল তৈরি করেছিলেন ৷ সেই চ্যানেলের সাবাস্ক্রাইবার হয়ে গিয়েছিল লক্ষাধিক ৷ ইউটিউবে বেশ পরিচিতি লাভও করেছিলেন। ধীরে ধীরে ফিরছিল সুদিন। তার মাঝেই ঘটে গেল অঘটন । মঙ্গলবার বিকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 22 বছর বয়সি ইউটিউবার অমিত মণ্ডলের ।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ফ্রেজারগঞ্জের মুন্সিরহাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন অমিত। ঘটনায় অমিত-সহ 3 জন জখম হন । অমিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভরতি করা হয় কলকাতার হাসপাতালে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অমিত। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আচমকাই ছন্দপতন।

আরও পড়ুন: জীবনের অভিজ্ঞতা নিয়ে ভিডিয়ো তৈরি করে ইউটিউবার চিন্নু আন্টি ফলোয়ার 32 লক্ষ

জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জের শিবপুরের বাসিন্দা অমিত মণ্ডল (South 24 parganas News) । একটা সময় অভাব ছিল নিত্যসঙ্গী । সংসারের ভার বইতে বাবা-মা সাফাইয়ের কাজ করতেন । বিশেষভাবে সক্ষম ছিলেন অমিত। তা সত্ত্বেও প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতেন । চাইতেন পড়াশোনা করতে । ভরতি হয়েছিলেন কলেজের প্রথম বর্ষে । সেই সঙ্গে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ইউটিউবকে । নিয়মিত ভ্লগ বানাতেন অমিত । ইউটিউবে তাঁর তিনলক্ষের বেশি সাবস্ক্রাইবার । ফলে ধীরে ধীরে আর্থিক সমস্যা কাটছিল । হাসি ফুটছিল পরিবারের মুখে ৷ পরিশ্রম করে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন । আচমকাই ছন্দপতন ।এই ভিডিয়োগুলিতে হাজার হাজার ভিউ ছিল। ধীরে ধীরে খ্যাতি চূড়ায় পৌঁছনোর লক্ষ্যে এগোচ্ছিলেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর। কিন্তু, সেই খ্যাতি, বহু পরিশ্রমের ফসল উপভোগ করা হল না।

Last Updated : Feb 15, 2023, 4:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.