ETV Bharat / state

ফুটপাথবাসীকে প্রতিদিন খাবার সরবরাহ করছেন বিশেষভাবে সক্ষম যুবক

করোনা আবহে রাজ্য়জুড়ে কার্যত লকডাউন জারি করা হয়েছে ৷ ভিক্ষা না পেয়ে অভুক্ত থাকতে হচ্ছে ফুটপাথবাসীকে ৷ তাঁদের মুখে খাবার তুলে দিচ্ছেন জীবনতলা থানা এলাকার বাসিন্দা খোকন মণ্ডল ৷ তিনি বিশেষভাবে সক্ষম একজন মানুষ ৷

Disabled youth is delivering cooked food to helpless people in lockdown
ফুটপাথবাসীকে প্রতিদিন খাবার সরবরাহ করছেন বিশেষভাবে সক্ষম যুবক
author img

By

Published : May 20, 2021, 8:34 PM IST

জয়নগর, 20 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত গোটা দেশ তথা সাধারণ মানুষ ৷ যার জেরে রাজ্য়জুড়ে কার্যত লকডাউন জারি করা হয়েছে ৷ সমস্ত যান চলাচল বন্ধ ৷ বন্ধ দোকান, বাজার ৷ এর ফলে বিপাকে পড়েছেন অসহায় ফুটপাথবাসী ৷ মূলত ভিক্ষা করেই পেট চলে এঁদের ৷ কিন্তু মানুষ ঘরবন্দি হওয়ায় ভিক্ষা মিলছে না ৷ তাই কখনও অনাহার, আবার কখনও অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন তাঁরা ৷ এমতাবস্থায় অসহায় মানুষের কথা ভেবে তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বিশেষভাবে সক্ষম এক যুবক ৷ দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এলাকায় ধরা পড়ল এমন ছবি ৷

জীবনতলা থানা এলাকার বাসিন্দা খোকন মণ্ডল বিশেষভাবে সক্ষম একজন মানুষ ৷ ক্র্যাচের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না ৷ মূলত তাঁরই উদ্যোগে এলাকার ফুটপাথবাসীর মুখে অন্ন তুলে দিচ্ছেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ৷ তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ৷

আরও পড়ুন : কোভিড বিধি রক্ষায় ড্রোন উড়িয়ে আকাশপথে নজরদারি আরামবাগ পুলিশের

প্রতিদিন রান্না করা খাবার ফুটপাথের বাসিন্দাদের মধ্যে বিলি করছেন খোকনরা ৷ ক্যানিং রেল স্টেশন, তালদি রেল স্টেশন ও মাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় 40 জন অসহায়কে প্রতিদিন খাবার সরবরাহ করছেন তাঁরা ৷

জয়নগর, 20 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত গোটা দেশ তথা সাধারণ মানুষ ৷ যার জেরে রাজ্য়জুড়ে কার্যত লকডাউন জারি করা হয়েছে ৷ সমস্ত যান চলাচল বন্ধ ৷ বন্ধ দোকান, বাজার ৷ এর ফলে বিপাকে পড়েছেন অসহায় ফুটপাথবাসী ৷ মূলত ভিক্ষা করেই পেট চলে এঁদের ৷ কিন্তু মানুষ ঘরবন্দি হওয়ায় ভিক্ষা মিলছে না ৷ তাই কখনও অনাহার, আবার কখনও অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন তাঁরা ৷ এমতাবস্থায় অসহায় মানুষের কথা ভেবে তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বিশেষভাবে সক্ষম এক যুবক ৷ দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এলাকায় ধরা পড়ল এমন ছবি ৷

জীবনতলা থানা এলাকার বাসিন্দা খোকন মণ্ডল বিশেষভাবে সক্ষম একজন মানুষ ৷ ক্র্যাচের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না ৷ মূলত তাঁরই উদ্যোগে এলাকার ফুটপাথবাসীর মুখে অন্ন তুলে দিচ্ছেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ৷ তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ৷

আরও পড়ুন : কোভিড বিধি রক্ষায় ড্রোন উড়িয়ে আকাশপথে নজরদারি আরামবাগ পুলিশের

প্রতিদিন রান্না করা খাবার ফুটপাথের বাসিন্দাদের মধ্যে বিলি করছেন খোকনরা ৷ ক্যানিং রেল স্টেশন, তালদি রেল স্টেশন ও মাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় 40 জন অসহায়কে প্রতিদিন খাবার সরবরাহ করছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.