ETV Bharat / state

কমিটি গঠন করে করোনা সচেতনতায় বিশেষ অভিযান জয়নগর মজিলপুর টাউনে - জয়নগর মজিলপুর টাউন

করোনা নিয়ে জন সচেতনতা গড়তে উদ্যোগ নিল জয়নগর-মজিলপুর পৌরসভার প্রশাসক বোর্ড ও পুলিশ প্রশাসন ৷ গতকাল সব দলের রাজনৈতিক নেতাদের নিয়ে একটি কমিটি গঠন করে প্রশাসন ৷ তরাপর আজ সকাল থেকে জয়নগরের বিভিন্ন এলাকায় ঘুরে জন সচেতনতার কাজ শুরু করেন তাঁরা ৷

special-campaign-for-corona-awareness-in-joynagar-mozilpur-town-in-south-24-pargana
কমিটি গঠন করে করোনা সচেতনতায় বিশেষ অভিযান জয়নগর মজিলপুর টাউনে
author img

By

Published : Apr 28, 2021, 5:44 PM IST

জয়নগর (দক্ষিণ 24 পরগনা), 28 এপ্রিল : ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে করোনার দ্বিতীয় ঢেউ । এই অবস্থায় দক্ষিণ 24 পরগনার জয়নগরেও ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । অই অতিমারি সম্পর্কে জয়নগর-মজিলপুরের নাগরিকদের সচেতন করতে উদ্যোগী হল সব রাজনৈতিক দলের প্রতিনিধি, পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসন ৷ এলাকার বাজার ও বাড়ি বাড়ি গিয়ে করোনা সম্পর্কে সাধারণ মানুষকে বোঝান তাঁরা ৷

আরও পড়ুন : করোনা আবহে নিরাপত্তার আতঙ্কে মালদার ভোটকর্মীরা

সব রাজনৈতিক দলের তরফে প্রতিনিধিদের নিয়ে মজিলপুর পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য এবং পুলিশ প্রশাসন মঙ্গলবার একটি বৈঠক করে ৷ জয়নগর মজিলপুর টাউনের পৌরভবনে এই বৈঠক হয় ৷ যেখানে কোভিড সচেতনতা বাড়াতে একটি কমিটি গঠন করা হয় ৷ আজ সকাল থেকে সেই কমিটির সদস্যরা জয়নগর মজিলপুরের সব বাজার এবং বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষকে সচেতন করেন ৷ করোনাকে রুখতে কী কী করণীয় এবং কী করণীয় নয় তা বোঝানো হয় ৷

কমিটি গঠন করে করোনা সচেতনতায় বিশেষ অভিযান জয়নগর মজিলপুর টাউনে

জয়নগর (দক্ষিণ 24 পরগনা), 28 এপ্রিল : ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে করোনার দ্বিতীয় ঢেউ । এই অবস্থায় দক্ষিণ 24 পরগনার জয়নগরেও ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । অই অতিমারি সম্পর্কে জয়নগর-মজিলপুরের নাগরিকদের সচেতন করতে উদ্যোগী হল সব রাজনৈতিক দলের প্রতিনিধি, পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসন ৷ এলাকার বাজার ও বাড়ি বাড়ি গিয়ে করোনা সম্পর্কে সাধারণ মানুষকে বোঝান তাঁরা ৷

আরও পড়ুন : করোনা আবহে নিরাপত্তার আতঙ্কে মালদার ভোটকর্মীরা

সব রাজনৈতিক দলের তরফে প্রতিনিধিদের নিয়ে মজিলপুর পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য এবং পুলিশ প্রশাসন মঙ্গলবার একটি বৈঠক করে ৷ জয়নগর মজিলপুর টাউনের পৌরভবনে এই বৈঠক হয় ৷ যেখানে কোভিড সচেতনতা বাড়াতে একটি কমিটি গঠন করা হয় ৷ আজ সকাল থেকে সেই কমিটির সদস্যরা জয়নগর মজিলপুরের সব বাজার এবং বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষকে সচেতন করেন ৷ করোনাকে রুখতে কী কী করণীয় এবং কী করণীয় নয় তা বোঝানো হয় ৷

কমিটি গঠন করে করোনা সচেতনতায় বিশেষ অভিযান জয়নগর মজিলপুর টাউনে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.