জয়নগর (দক্ষিণ 24 পরগনা), 28 এপ্রিল : ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে করোনার দ্বিতীয় ঢেউ । এই অবস্থায় দক্ষিণ 24 পরগনার জয়নগরেও ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । অই অতিমারি সম্পর্কে জয়নগর-মজিলপুরের নাগরিকদের সচেতন করতে উদ্যোগী হল সব রাজনৈতিক দলের প্রতিনিধি, পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসন ৷ এলাকার বাজার ও বাড়ি বাড়ি গিয়ে করোনা সম্পর্কে সাধারণ মানুষকে বোঝান তাঁরা ৷
আরও পড়ুন : করোনা আবহে নিরাপত্তার আতঙ্কে মালদার ভোটকর্মীরা
সব রাজনৈতিক দলের তরফে প্রতিনিধিদের নিয়ে মজিলপুর পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য এবং পুলিশ প্রশাসন মঙ্গলবার একটি বৈঠক করে ৷ জয়নগর মজিলপুর টাউনের পৌরভবনে এই বৈঠক হয় ৷ যেখানে কোভিড সচেতনতা বাড়াতে একটি কমিটি গঠন করা হয় ৷ আজ সকাল থেকে সেই কমিটির সদস্যরা জয়নগর মজিলপুরের সব বাজার এবং বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষকে সচেতন করেন ৷ করোনাকে রুখতে কী কী করণীয় এবং কী করণীয় নয় তা বোঝানো হয় ৷