ETV Bharat / state

নাবালিকাকে যৌন নির্যাতন, সোনারপুরে গ্রেপ্তার অভিযুক্ত প্রৌঢ় - নাবালিকাকে যৌন নির্যাতন সোনারপুরে

ধৃতের বিরুদ্ধে বিরুদ্ধে এর আগেও একাধিক মহিলা যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন৷ নাবালিকার পরিবারের অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ৷

Sonarpur sexually assault minor
সোনারপুর
author img

By

Published : Feb 23, 2020, 4:14 PM IST

সোনারপুর, 23 ফেব্রুয়ারি : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ় । ধৃতের নাম অনুকূল বিশ্বাস৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকায়৷ ঘটনায় সরব হয়েছেন স্থানীয় মহিলারা ৷

অভিযোগে, অন্যদিনের মতো গতকাল সন্ধ্যায় ওই নাবালিকা (12) নাচের ক্লাস থেকে বাড়ি ফিরছিল ৷ মাঝপথে তাকে জোর করে পাশের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে অনুকূল বিশ্বাস । এমনকী, ঘটনার কথা পরিবারকে জানালে খুন করবে বলে নির্যাতিতাকে হুমকি দেয় প্রৌঢ় ৷ পরে নাবালিকা ঘটনা পরিবারকে জানালে পরিবার পুলিশে অভিযোগ জানায় ৷ সেই অভিযোগের ভিত্তিতে অনুকূল বিশ্বাসকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ ৷

স্থানীয়দের বক্তব্য, এর আগেও অনুকূল বিশ্বাসের বিরুদ্ধে এলাকার একাধিক মহিলা যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন। তার বাড়ির সামনে রাস্তার লাইট লাগালেই নাকি তা ভেঙে দেওয়া হত, যাতে অন্ধকার থাকে এলাকা। আর সেই সুযোগে পথচলতি কোনও মহিলা একা যাতায়াত করলে তার উপর যৌন নির্যাতন চালাত অভিযুক্ত ৷

ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার মা ও এলাকার মানুষ।

সোনারপুর, 23 ফেব্রুয়ারি : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ় । ধৃতের নাম অনুকূল বিশ্বাস৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকায়৷ ঘটনায় সরব হয়েছেন স্থানীয় মহিলারা ৷

অভিযোগে, অন্যদিনের মতো গতকাল সন্ধ্যায় ওই নাবালিকা (12) নাচের ক্লাস থেকে বাড়ি ফিরছিল ৷ মাঝপথে তাকে জোর করে পাশের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে অনুকূল বিশ্বাস । এমনকী, ঘটনার কথা পরিবারকে জানালে খুন করবে বলে নির্যাতিতাকে হুমকি দেয় প্রৌঢ় ৷ পরে নাবালিকা ঘটনা পরিবারকে জানালে পরিবার পুলিশে অভিযোগ জানায় ৷ সেই অভিযোগের ভিত্তিতে অনুকূল বিশ্বাসকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ ৷

স্থানীয়দের বক্তব্য, এর আগেও অনুকূল বিশ্বাসের বিরুদ্ধে এলাকার একাধিক মহিলা যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন। তার বাড়ির সামনে রাস্তার লাইট লাগালেই নাকি তা ভেঙে দেওয়া হত, যাতে অন্ধকার থাকে এলাকা। আর সেই সুযোগে পথচলতি কোনও মহিলা একা যাতায়াত করলে তার উপর যৌন নির্যাতন চালাত অভিযুক্ত ৷

ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার মা ও এলাকার মানুষ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.