ETV Bharat / state

ভাঙড়ে সরকারি জমি পুনরুদ্ধারে প্রশাসনের তরফে ভাঙা হল দোকান - ভাঙড়ের 2 নং ব্লক

ভাঙড়ের 2 নং ব্লকে সরকারি জমি দখল করে দোকান বানিয়ে রোজগার করছিলেন ছোটখাটো ব্য়বসায়ীরা ৷ সে সব দোকান ভেঙে দেওয়া হল প্রশাসনের তরফে ৷ তবে আশ্বাস মিলেছে তৈরি করে দেওয়া হবে নতুন দোকান ৷

ভেঙে দেওয়া হচ্ছে দোকান
ভেঙে দেওয়া হচ্ছে দোকান
author img

By

Published : Jul 28, 2021, 12:33 PM IST

ভাঙড়, 28 জুলাই : ভাঙড়ের 2 নং ব্লকের বিডিও অফিস চত্বরে সরকারি জায়গা জবরদখল করে দোকান গড়ে উঠেছে । এর ফলে যানবাহন ও সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধে হচ্ছিল । স্থানীয়দের দাবি ছিল বিডিও অফিস চত্বরে রাস্তা সম্প্রসারণ করে নিত্যযাত্রী চলাফেরার জন্য ফুটপাথ তৈরি করা হোক ।

ভাঙড় 2 নং ব্লক প্রশাসনের তরফ থেকে রাস্তার অনুমোদন ও বিডিও অফিস চত্বরের সৌন্দর্যায়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে । আজ সকাল থেকে সরকারি জমি জবরদখল করে যে সমস্ত দোকান গড়ে উঠেছিল, সেগুলো ভাঙার কাজ চলছে । প্রশাসনের সূত্রে খবর, যে সমস্ত ব্যবসায়ী রাস্তার পাশে ব্যবসা করছিলেন, তাঁদের ক্ষতিপূরণের পাশাপাশি উন্নত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ৷ আশ্বাস দিয়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামও ।

আরও পড়ুন : Political Murder : তৃণমূলী দাদার বেধড়ক প্রহারে মৃত বিজেপি ভাই

আজ সকালে ভাঙড় 2 নম্বর বিডিও অফিস সংলগ্ন এলাকা সরেজমিনে খতিয়ে দেখেন ভাঙড়ের তৃণমূল নেতা । পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম ৷ তিনি জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য, বিডিও, কর্মাধ্যক্ষরা একসঙ্গে বসে একটা বৈঠক করে এর সমাধান সূত্র বের করবে ৷

ভাঙড়, 28 জুলাই : ভাঙড়ের 2 নং ব্লকের বিডিও অফিস চত্বরে সরকারি জায়গা জবরদখল করে দোকান গড়ে উঠেছে । এর ফলে যানবাহন ও সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধে হচ্ছিল । স্থানীয়দের দাবি ছিল বিডিও অফিস চত্বরে রাস্তা সম্প্রসারণ করে নিত্যযাত্রী চলাফেরার জন্য ফুটপাথ তৈরি করা হোক ।

ভাঙড় 2 নং ব্লক প্রশাসনের তরফ থেকে রাস্তার অনুমোদন ও বিডিও অফিস চত্বরের সৌন্দর্যায়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে । আজ সকাল থেকে সরকারি জমি জবরদখল করে যে সমস্ত দোকান গড়ে উঠেছিল, সেগুলো ভাঙার কাজ চলছে । প্রশাসনের সূত্রে খবর, যে সমস্ত ব্যবসায়ী রাস্তার পাশে ব্যবসা করছিলেন, তাঁদের ক্ষতিপূরণের পাশাপাশি উন্নত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ৷ আশ্বাস দিয়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামও ।

আরও পড়ুন : Political Murder : তৃণমূলী দাদার বেধড়ক প্রহারে মৃত বিজেপি ভাই

আজ সকালে ভাঙড় 2 নম্বর বিডিও অফিস সংলগ্ন এলাকা সরেজমিনে খতিয়ে দেখেন ভাঙড়ের তৃণমূল নেতা । পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম ৷ তিনি জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য, বিডিও, কর্মাধ্যক্ষরা একসঙ্গে বসে একটা বৈঠক করে এর সমাধান সূত্র বের করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.