ETV Bharat / state

Budge Budge Explosion: এগরার পর এবার বজবজ, বাজি কারখানায় বিস্ফোরণে মৃত নাবালিকা-সহ 3 - explosion in Fire Crackers Factory

এগরার বাজি কারখানায় বিস্ফোরণের রেশ কাটতে না-কাটতেই বজবজে বাজি কারখানায় বিস্ফোরণ ৷ মৃত্যু হল এক নাবালিকা-সহ 3 জনের ৷

Etv Bharat
বজবজে বাজি কারখানায় বিস্ফোরণ
author img

By

Published : May 21, 2023, 11:05 PM IST

Updated : May 21, 2023, 11:10 PM IST

বাজি কারখানায় বিস্ফোরণে মৃত নাবালিকা-সহ 3

বজবজ, 21 মে: এগরা বিস্ফোরণ কাণ্ডের পর এবার বজবজ থানার অন্তর্গত নন্দরামপুর দাসপাড়ায় অবৈধ বাজি কারখানার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ । এখনও পর্যন্ত ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে । আহতর সংখ্যা একাধিক । বজবজ ইএসআই হাসপাতালে তিনজনকেই নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার সন্ধ্যা নাগাদ বজবজ তদন্ত কেন্দ্রের অন্তর্গত নন্দরামপুর, দাসপাড়ায় জয়দেব ঘাটির বাড়ির ছাদে হঠাৎই একটি বিস্ফোরণ হয় । যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় যমুনা দাস (65), জয়দেব ঘাটির মেয়ে পম্পা ঘাটি (10) ও তাঁর স্ত্রী জয়শ্রী ঘাটির (45)।

ঘটনাস্থলে সংবাদমাধ্যমের কর্মীরা এলেও তাদেরকে প্রথম অবস্থায় ছবি তুলতে বাধা দেওয়া হয় । কিন্তু বিষয়টি চাউর হতেই পরবর্তী সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পাশাপাশি কেউই কোনও প্রকার মুখ খুলতে অস্বীকার করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি দমকল কর্মীরা এলেও রাস্তা সরু হওয়ার কারণে দমকলের ইঞ্জিনগুলিকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ যার জন্য স্থানীয়রাই প্রথম অবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন ৷ দমকলের কর্মীরা শুধুমাত্র ঘটনাস্থলে কুলিং প্রসেস ছাড়া আর কোনও কিছুই করতে পারেননি ।

প্রসঙ্গত, এর আগে 16 মে পূর্ব মেদিনীপুরের এগরায় অবস্থিত খাদিকুল গ্রামে দুপুর 1টা নাগাদ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে ৷ এই ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে ৷ যার রেশ এখনও কাটেনি ৷ বিস্ফোরণের জেরে গোটা এলাকা ধ্বংসস্তূপের চেহারা নেয় ৷ এলাকার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছিল ৷

তবে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে পরপর এভাবে বাজি কারখানাগুলিতে বিস্ফোরণের ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে ৷ সঙ্গে এতজনের মৃত্যু কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে প্রশাসনকে ৷

আরও পড়ুন : এগরায় বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ, বেশ কয়েকজনের মৃত্যু

বাজি কারখানায় বিস্ফোরণে মৃত নাবালিকা-সহ 3

বজবজ, 21 মে: এগরা বিস্ফোরণ কাণ্ডের পর এবার বজবজ থানার অন্তর্গত নন্দরামপুর দাসপাড়ায় অবৈধ বাজি কারখানার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ । এখনও পর্যন্ত ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে । আহতর সংখ্যা একাধিক । বজবজ ইএসআই হাসপাতালে তিনজনকেই নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার সন্ধ্যা নাগাদ বজবজ তদন্ত কেন্দ্রের অন্তর্গত নন্দরামপুর, দাসপাড়ায় জয়দেব ঘাটির বাড়ির ছাদে হঠাৎই একটি বিস্ফোরণ হয় । যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় যমুনা দাস (65), জয়দেব ঘাটির মেয়ে পম্পা ঘাটি (10) ও তাঁর স্ত্রী জয়শ্রী ঘাটির (45)।

ঘটনাস্থলে সংবাদমাধ্যমের কর্মীরা এলেও তাদেরকে প্রথম অবস্থায় ছবি তুলতে বাধা দেওয়া হয় । কিন্তু বিষয়টি চাউর হতেই পরবর্তী সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পাশাপাশি কেউই কোনও প্রকার মুখ খুলতে অস্বীকার করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি দমকল কর্মীরা এলেও রাস্তা সরু হওয়ার কারণে দমকলের ইঞ্জিনগুলিকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ যার জন্য স্থানীয়রাই প্রথম অবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন ৷ দমকলের কর্মীরা শুধুমাত্র ঘটনাস্থলে কুলিং প্রসেস ছাড়া আর কোনও কিছুই করতে পারেননি ।

প্রসঙ্গত, এর আগে 16 মে পূর্ব মেদিনীপুরের এগরায় অবস্থিত খাদিকুল গ্রামে দুপুর 1টা নাগাদ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে ৷ এই ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে ৷ যার রেশ এখনও কাটেনি ৷ বিস্ফোরণের জেরে গোটা এলাকা ধ্বংসস্তূপের চেহারা নেয় ৷ এলাকার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছিল ৷

তবে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে পরপর এভাবে বাজি কারখানাগুলিতে বিস্ফোরণের ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে ৷ সঙ্গে এতজনের মৃত্যু কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে প্রশাসনকে ৷

আরও পড়ুন : এগরায় বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ, বেশ কয়েকজনের মৃত্যু

Last Updated : May 21, 2023, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.