ETV Bharat / state

Save Mangroves Message by Irish Woman: ম্যানগ্রোভ বাঁচানোর বার্তা নিয়ে সুন্দরবনে আয়ারল্যান্ডের সিনেট ফিক্স - আয়ারল্যান্ডের সিনেট ফিক্স

পরিবেশরক্ষা ও ম্যানগ্রোম বাঁচানোর বার্তা (Save Mangroves Message by Irish Woman) নিয়ে সুন্দরবনে এলেন আয়ারল্যান্ডের বাসিন্দা সিনেট ফক্স ৷ বাসন্তী ব্লকের ঝড়খালিতে ‘সবুজ বাহিনী’র মহিলাদের সঙ্গে দেখা করেন তিনি ৷ তাঁদের সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য ঘুরে দেখেন ৷ ম্যানগ্রোভের চারা রোপণ করলেন সিনেট ৷

Save Mangroves Message by Irish Woman ETV BHARAT
Save Mangroves Message by Irish Woman
author img

By

Published : Jan 29, 2023, 9:13 PM IST

সুন্দরবনে আয়ারল্যান্ডের সিনেট ফিক্স

ঝড়খালি (দক্ষিণ 24 পরগনা), 29 জানুয়ারি: ভালোবাসার শক্তি কোনও কিছুতেই হার মানেনা ৷ ভালোবাসা দিয়ে গোটা পৃথিবী জয় করা যায় ৷ সেটাই প্রমাণ করে দিলেন এক বিদেশি মহিলা ৷ সুদূর আয়ারল্যান্ড থেকে ভালোবাসার টানে সুন্দরবনে চলে এসেছেন সিনেট ফক্স (Senate Fix from Ireland in Sundarbans) ৷ তবে, এই মহিলার ভালোবাসা একটু ব্যতিক্রমী ৷ তিনি ভালোবেসেছেন সুন্দরবনের ম্যানগ্রোভকে ৷ তাই অরণ্য রক্ষার বার্তা নিয়ে তিনি সুন্দরবনে চলে এসেছেন (Work for Save Mangroves) ৷

সম্পূর্ণ পৃথিবী যখন বিশ্ব উষ্ণায়নের শিকার, তখন নিজেকে ভালোবাসার আগে পরিবেশকে ভালোবাসার বার্তা নিয়েই সিনেট ফক্স চলে এসেছেন দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লকের ঝড়খালিতে ৷ তিনি নিজেও এই কথাটি বিশ্বাস করেন ৷ তাই বাকিদের মধ্যেই পরিবেশের প্রতি ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে চান ৷ সুন্দরবন পৃথিবীর অক্সিজেনের একটি বড় ভান্ডার ৷ তাই সুন্দরবন বাঁচলে পৃথিবীর একটা বড় অংশ রক্ষা পাবে ৷ এমই বিশ্বাস আয়ারল্যান্ডের বাসিন্দা সিনেট ফক্সের ৷

তাই ম্যানগ্রোভ রক্ষার বার্তা দিতে বাসন্তী ব্লকের ঝড়খালিতে চলে এসেছেন সিনেট ফক্স ৷ এখানে ‘সবুজ বাহিনী’র মহিলাদের সঙ্গে দেখা করবেন বলে ৷ ঝড়খালির ‘সবুজ বাহিনী’র মহিলারা দীর্ঘ কয়েক বছর ধরে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ম্যানগ্রোভ রক্ষায় কাজ করছেন ৷ এমনকী যে সব নদী বাঁধের পাশে ম্যানগ্রোভ নিঃশেষ হয়ে গিয়েছে ৷ সেখানে ম্যানগ্রোভের চারা রোপণ করেন তাঁরা ৷

আরও পড়ুন: সাগরমেলায় বাঘ ও ম্যানগ্রোভ রক্ষার বার্তা বন বিভাগের

এদিন সিনেট ফক্স ‘সবুজ বাহিনী’ দলের মহিলাদের সঙ্গে বিভিন্ন গ্রাম ঘুরে ম্যানগ্রোভ দেখেন ৷ তাঁদের থেকে বিভিন্ন সমস্যার কথাও তিনি জেনেছেন ৷ বিশেষ করে ‘ব্যাঘ্র বিধবা মহিলা’দের কথা সিনেটের মনে দাগ কেটেছে ৷ জানালেন, সেখানকার মানুষের জীবন-জীবিকার কথা শুনে তিনি খুবই ব্যথিত হয়েছেন ৷ আইরিশ সিনেট নিজের হাতে নদীবাঁধের পাশে ম্যানগ্রোভের চারা রোপণ করেন ৷ গ্রামের মহিলাদের হাতের রান্না খেয়ে খুব খুশি হয়েছেন তিনি ৷ সবুজ বাহিনীর মহিলারা একটি টি-শার্ট উপহার দিয়েছেন তাঁকে ৷ সেটিতে লেখা আছে, ‘সেভ সুন্দরবন, সেভ ম্যানগ্রোভ’ (Save Sundarbans Save Mangroves) ৷ সিনেট ফক্স আশ্বাস দিয়েছেন, আগামী দিনে তিনি সুন্দরবনের মানুষের পাশে থাকবেন ৷

সুন্দরবনে আয়ারল্যান্ডের সিনেট ফিক্স

ঝড়খালি (দক্ষিণ 24 পরগনা), 29 জানুয়ারি: ভালোবাসার শক্তি কোনও কিছুতেই হার মানেনা ৷ ভালোবাসা দিয়ে গোটা পৃথিবী জয় করা যায় ৷ সেটাই প্রমাণ করে দিলেন এক বিদেশি মহিলা ৷ সুদূর আয়ারল্যান্ড থেকে ভালোবাসার টানে সুন্দরবনে চলে এসেছেন সিনেট ফক্স (Senate Fix from Ireland in Sundarbans) ৷ তবে, এই মহিলার ভালোবাসা একটু ব্যতিক্রমী ৷ তিনি ভালোবেসেছেন সুন্দরবনের ম্যানগ্রোভকে ৷ তাই অরণ্য রক্ষার বার্তা নিয়ে তিনি সুন্দরবনে চলে এসেছেন (Work for Save Mangroves) ৷

সম্পূর্ণ পৃথিবী যখন বিশ্ব উষ্ণায়নের শিকার, তখন নিজেকে ভালোবাসার আগে পরিবেশকে ভালোবাসার বার্তা নিয়েই সিনেট ফক্স চলে এসেছেন দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লকের ঝড়খালিতে ৷ তিনি নিজেও এই কথাটি বিশ্বাস করেন ৷ তাই বাকিদের মধ্যেই পরিবেশের প্রতি ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে চান ৷ সুন্দরবন পৃথিবীর অক্সিজেনের একটি বড় ভান্ডার ৷ তাই সুন্দরবন বাঁচলে পৃথিবীর একটা বড় অংশ রক্ষা পাবে ৷ এমই বিশ্বাস আয়ারল্যান্ডের বাসিন্দা সিনেট ফক্সের ৷

তাই ম্যানগ্রোভ রক্ষার বার্তা দিতে বাসন্তী ব্লকের ঝড়খালিতে চলে এসেছেন সিনেট ফক্স ৷ এখানে ‘সবুজ বাহিনী’র মহিলাদের সঙ্গে দেখা করবেন বলে ৷ ঝড়খালির ‘সবুজ বাহিনী’র মহিলারা দীর্ঘ কয়েক বছর ধরে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ম্যানগ্রোভ রক্ষায় কাজ করছেন ৷ এমনকী যে সব নদী বাঁধের পাশে ম্যানগ্রোভ নিঃশেষ হয়ে গিয়েছে ৷ সেখানে ম্যানগ্রোভের চারা রোপণ করেন তাঁরা ৷

আরও পড়ুন: সাগরমেলায় বাঘ ও ম্যানগ্রোভ রক্ষার বার্তা বন বিভাগের

এদিন সিনেট ফক্স ‘সবুজ বাহিনী’ দলের মহিলাদের সঙ্গে বিভিন্ন গ্রাম ঘুরে ম্যানগ্রোভ দেখেন ৷ তাঁদের থেকে বিভিন্ন সমস্যার কথাও তিনি জেনেছেন ৷ বিশেষ করে ‘ব্যাঘ্র বিধবা মহিলা’দের কথা সিনেটের মনে দাগ কেটেছে ৷ জানালেন, সেখানকার মানুষের জীবন-জীবিকার কথা শুনে তিনি খুবই ব্যথিত হয়েছেন ৷ আইরিশ সিনেট নিজের হাতে নদীবাঁধের পাশে ম্যানগ্রোভের চারা রোপণ করেন ৷ গ্রামের মহিলাদের হাতের রান্না খেয়ে খুব খুশি হয়েছেন তিনি ৷ সবুজ বাহিনীর মহিলারা একটি টি-শার্ট উপহার দিয়েছেন তাঁকে ৷ সেটিতে লেখা আছে, ‘সেভ সুন্দরবন, সেভ ম্যানগ্রোভ’ (Save Sundarbans Save Mangroves) ৷ সিনেট ফক্স আশ্বাস দিয়েছেন, আগামী দিনে তিনি সুন্দরবনের মানুষের পাশে থাকবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.