ETV Bharat / state

Section 144 Imposed in Bhangar: ভাঙড়ে ফের জারি 144 ধারা, চম্পাহাটিতে পঞ্চায়েত-বোর্ড গঠন ঘিরে উত্তেজনা - ভাঙড়ে জারি হল 144 ধারা

এর আগে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কাল থেকে বারেবারে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় ৷ তাই এবার পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে উত্তেজনা এড়াতে আগে ভাগেই নতুন করে ভাঙড়ে জারি করা হল 144 ধারা ৷

Section 144 Imposed in Bhangar
ভাঙড়ে 144 ধারা
author img

By

Published : Aug 8, 2023, 1:57 PM IST

ভাঙড়ে নতুন করে জারি 144 ধারা

ভাঙড়, 8 অগস্ট: আবারও নতুন করে ভাঙড়ে জারি হল 144 ধারা । আজ থেকে 13 অগস্ট মধ্যরাত পর্যন্ত এই 144 ধারা বলবৎ থাকবে । বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে একটি নির্দেশ জারি করে মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে । জানা গিয়েছে, পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে নতুন করে এলাকায় যাতে উত্তেজনা না ছাড়ায় সেজন্য আগেভাগে 144 ধারা জারি করেছে পুলিশ । সকাল থেকেই এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী । জমায়েত দেখলে সেখানে দ্রুততার সঙ্গে ছুটে যাচ্ছে পুলিশ এবং মুহুর্তের মধ্যে জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে ।

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তেতে উঠেছিল ভাঙড় । তার জেরে একাধিক প্রাণ গিয়েছিল । সেখানে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মীদের মৃত্যু হয়েছিল । যা নিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয় । পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেও দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড় ।একাধিক জায়গায় শাসকবিরোধী সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছিল । অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড় ৷ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছিল 144 ধারা । এমনকী পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর ভাঙড়ে অশান্তি এড়াতে জারি করা ছিল 144 ধারা । এরপরেই সম্প্রতি ভাঙড়ের বেশ কিছু থানা কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়ায় এখনও পর্যন্ত সুসম্পন্ন হয়নি । তবে ভাঙড়ে যাতে নতুন করে অশান্তি না ছড়ায় সেই জন্য আগে থেকেই পুলিশি নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে ।

আরও পড়ুন: ভাঙড়কে শান্ত রাখতে বাড়তে পারে থানার সংখ্যা

অন্যদিকে বারুইপুর পূর্ব বিধানসভার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা রয়েছে এলাকায় । গ্রাম পঞ্চায়েতের সামনে বারুইপুর এসডিপিও নেতৃত্বে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে । পাশাপাশি পঞ্চায়েতের 100 মিটার এলাকা জুড়ে 144 ধারা জারি রয়েছে । এই পঞ্চায়েতের আশেপাশে বেশ কয়েকটি দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ কোন মানুষজনকে সেখানে ভিড় করতে দেওয়া হচ্ছে না । এলাকায় রয়েছে কঠোর পুলিশি ব্যবস্থা ।

ভাঙড়ে নতুন করে জারি 144 ধারা

ভাঙড়, 8 অগস্ট: আবারও নতুন করে ভাঙড়ে জারি হল 144 ধারা । আজ থেকে 13 অগস্ট মধ্যরাত পর্যন্ত এই 144 ধারা বলবৎ থাকবে । বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে একটি নির্দেশ জারি করে মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে । জানা গিয়েছে, পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে নতুন করে এলাকায় যাতে উত্তেজনা না ছাড়ায় সেজন্য আগেভাগে 144 ধারা জারি করেছে পুলিশ । সকাল থেকেই এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী । জমায়েত দেখলে সেখানে দ্রুততার সঙ্গে ছুটে যাচ্ছে পুলিশ এবং মুহুর্তের মধ্যে জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে ।

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তেতে উঠেছিল ভাঙড় । তার জেরে একাধিক প্রাণ গিয়েছিল । সেখানে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মীদের মৃত্যু হয়েছিল । যা নিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয় । পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেও দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড় ।একাধিক জায়গায় শাসকবিরোধী সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছিল । অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড় ৷ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছিল 144 ধারা । এমনকী পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর ভাঙড়ে অশান্তি এড়াতে জারি করা ছিল 144 ধারা । এরপরেই সম্প্রতি ভাঙড়ের বেশ কিছু থানা কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়ায় এখনও পর্যন্ত সুসম্পন্ন হয়নি । তবে ভাঙড়ে যাতে নতুন করে অশান্তি না ছড়ায় সেই জন্য আগে থেকেই পুলিশি নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে ।

আরও পড়ুন: ভাঙড়কে শান্ত রাখতে বাড়তে পারে থানার সংখ্যা

অন্যদিকে বারুইপুর পূর্ব বিধানসভার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা রয়েছে এলাকায় । গ্রাম পঞ্চায়েতের সামনে বারুইপুর এসডিপিও নেতৃত্বে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে । পাশাপাশি পঞ্চায়েতের 100 মিটার এলাকা জুড়ে 144 ধারা জারি রয়েছে । এই পঞ্চায়েতের আশেপাশে বেশ কয়েকটি দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ কোন মানুষজনকে সেখানে ভিড় করতে দেওয়া হচ্ছে না । এলাকায় রয়েছে কঠোর পুলিশি ব্যবস্থা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.