ETV Bharat / state

Section 144 in Bhangar: 10টি পঞ্চায়েতে উপসমিতি গঠন, আবারও ভাঙড়ে জারি 144 ধারা - South 24 parganas

Section 144 imposed in Bhangar: মঙ্গলবার ভাঙড় 2নং ব্লকের 10টি পঞ্চায়েতে উপসমিতি গঠন রয়েছে ৷ সেই কারণে কোনও রকম অশান্তি এড়াতে আবারও ভাঙড়ে জারি করা হল 144 ধারা ৷

Section 144 in Bhangar
ভাঙড়ে জারি 144 ধারা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 1:25 PM IST

Updated : Sep 5, 2023, 7:24 PM IST

আবারও ভাঙড়ে জারি 144 ধারা

ভাঙড়, 5 সেপ্টেম্বর: আবারও ভাঙড় 2নং ব্লকের কাশীপুর ও কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় 144 ধারা জারি করল প্রশাসন । তবে গোটা ব্লক নয়, প্রতিটি পঞ্চায়েতের শুধু 200 মিটারের মধ্যেই এই 144 ধারা জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে । আজ মঙ্গলবার ভাঙড় 2 নং ব্লকের 10টি পঞ্চায়েতে উপসমিতি গঠন । এ জন্য প্রতিটি পঞ্চায়েতের 200 মিটারের মধ্যে কোনও জমায়েত, মিটিং-মিছিল করা যাবে না ।

আশংকা করা হচ্ছে, উপসমিতি গঠন নিয়ে আবারও অশান্ত হয়ে উঠতে পারে ভাঙড় । সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকাল 6টা থেকে একদিনের জন্য 144 ধারা জারি করা হয়েছে । এজন্য এলাকায় মাইকিং করা হচ্ছে । ইতিমধ্যেই ব্লকের 10টি পঞ্চায়েতের মধ্যে 9টি পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে তৃণমূল ।

বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার বলেন, ‘‘সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে । অপ্রীতিকর ঘটনা রুখতেই এই সিদ্ধান্ত ।’’

একমাত্র পোলেরহাট 2নং পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে জমি কমিটি । ইতিপূর্বে পঞ্চায়েত বোর্ড গঠন করার সময় আইএসএফ-এর বিজয়ী সদস্যরা অনুপস্থিত ছিলেন । উপসমিতি গঠনের সময় আইএসএফ-এর পক্ষ থেকে পঞ্চায়েতে উপস্থিত থাকার কথা জানানো হয়েছে । ব্লকের 10টি পঞ্চায়েতের মধ্যে 7টি পঞ্চায়েতের বেশ কয়েকটি আসনে আইএসএফ জয়ী হয়েছে ।

আরও পড়ুন: ভাঙড়ে বোমাবাজি, জখম পাঁচ আইএসএফ কর্মী

পঞ্চায়েত ভোট পর্ব মিটে যাওয়ার পর সেই ভাঙড়ে 144 ধারা জারি করে প্রশাসন । তা নিয়ে বিস্তর বিতর্কও হয় । 144 ধারা জারি আছে, এই কারণ দেখিয়ে দু’বার (গত 12 জুলাই এবং 17 জুলাই) বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে ঢুকতে বাধা দেওয়া হয়নি । তার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইএসএফ বিধায়ক নওশাদ । পরে 31 জুলাই রাজ্য সরকার উচ্চ আদালতে জানিয়ে দেয়, ভাঙড় থেকে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে ।

এর পর গত অগস্ট মাসেও ভাঙড় 2 ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সময় ব্লক দফতর সংলগ্ন এলাকায় 144 ধারা জারি করেছিল প্রশাসন । সে বার 144 ধারা অমান্য করেই ব্লক দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে কাঁঠালিয়া চৌমাথায় পথসভা করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । পথসভা শেষে শওকত মোল্লা, আরাবুল ইসলামদের নেতৃত্বে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক মিছিল করে ব্লক অফিসে গিয়েছিলেন । তা নিয়ে তোপ দেগেছিল আইএসএফ । সেই ভাঙড় 2 ব্লকেই পঞ্চায়েত উপসমিতির গঠনে যাতে অশান্তির ঘটনা না ঘটে, সে জন্য আবারও 144 ধারা জারি করা হল প্রশাসনের পক্ষ থেকে ।

আবারও ভাঙড়ে জারি 144 ধারা

ভাঙড়, 5 সেপ্টেম্বর: আবারও ভাঙড় 2নং ব্লকের কাশীপুর ও কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় 144 ধারা জারি করল প্রশাসন । তবে গোটা ব্লক নয়, প্রতিটি পঞ্চায়েতের শুধু 200 মিটারের মধ্যেই এই 144 ধারা জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে । আজ মঙ্গলবার ভাঙড় 2 নং ব্লকের 10টি পঞ্চায়েতে উপসমিতি গঠন । এ জন্য প্রতিটি পঞ্চায়েতের 200 মিটারের মধ্যে কোনও জমায়েত, মিটিং-মিছিল করা যাবে না ।

আশংকা করা হচ্ছে, উপসমিতি গঠন নিয়ে আবারও অশান্ত হয়ে উঠতে পারে ভাঙড় । সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকাল 6টা থেকে একদিনের জন্য 144 ধারা জারি করা হয়েছে । এজন্য এলাকায় মাইকিং করা হচ্ছে । ইতিমধ্যেই ব্লকের 10টি পঞ্চায়েতের মধ্যে 9টি পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে তৃণমূল ।

বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার বলেন, ‘‘সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে । অপ্রীতিকর ঘটনা রুখতেই এই সিদ্ধান্ত ।’’

একমাত্র পোলেরহাট 2নং পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে জমি কমিটি । ইতিপূর্বে পঞ্চায়েত বোর্ড গঠন করার সময় আইএসএফ-এর বিজয়ী সদস্যরা অনুপস্থিত ছিলেন । উপসমিতি গঠনের সময় আইএসএফ-এর পক্ষ থেকে পঞ্চায়েতে উপস্থিত থাকার কথা জানানো হয়েছে । ব্লকের 10টি পঞ্চায়েতের মধ্যে 7টি পঞ্চায়েতের বেশ কয়েকটি আসনে আইএসএফ জয়ী হয়েছে ।

আরও পড়ুন: ভাঙড়ে বোমাবাজি, জখম পাঁচ আইএসএফ কর্মী

পঞ্চায়েত ভোট পর্ব মিটে যাওয়ার পর সেই ভাঙড়ে 144 ধারা জারি করে প্রশাসন । তা নিয়ে বিস্তর বিতর্কও হয় । 144 ধারা জারি আছে, এই কারণ দেখিয়ে দু’বার (গত 12 জুলাই এবং 17 জুলাই) বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে ঢুকতে বাধা দেওয়া হয়নি । তার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইএসএফ বিধায়ক নওশাদ । পরে 31 জুলাই রাজ্য সরকার উচ্চ আদালতে জানিয়ে দেয়, ভাঙড় থেকে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে ।

এর পর গত অগস্ট মাসেও ভাঙড় 2 ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সময় ব্লক দফতর সংলগ্ন এলাকায় 144 ধারা জারি করেছিল প্রশাসন । সে বার 144 ধারা অমান্য করেই ব্লক দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে কাঁঠালিয়া চৌমাথায় পথসভা করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । পথসভা শেষে শওকত মোল্লা, আরাবুল ইসলামদের নেতৃত্বে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক মিছিল করে ব্লক অফিসে গিয়েছিলেন । তা নিয়ে তোপ দেগেছিল আইএসএফ । সেই ভাঙড় 2 ব্লকেই পঞ্চায়েত উপসমিতির গঠনে যাতে অশান্তির ঘটনা না ঘটে, সে জন্য আবারও 144 ধারা জারি করা হল প্রশাসনের পক্ষ থেকে ।

Last Updated : Sep 5, 2023, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.