ডায়মন্ড হারবার, 1 মে : রাজ্য সরকারের নির্দেশিকা জারির পরও করোনা নিয়ে উদাসীন ডায়মন্ডহারবারের মানুষজন ৷ আংশিক লকডাউনেও অধিকাংশের মুখে ছিল না মাস্ক ৷ বালাই ছিল না দূরত্ব বিধিরও ৷ কিন্তু ঘড়িতে ঠিক দশটা বাজতেই আংশিক লকডাউন পালনে নেমে পড়ে এনফোর্সমেন্ট টিম ৷
এই টিমের নেতৃত্বে ছিলেন ডায়মন্ডহারবারের মহকুমাশাসক ৷ সকাল দশটার পরও শহরের 117 নম্বর জাতীয় সড়কের দু’ধারে দোকানগুলি খোলা ছিল ৷ সেগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া দেন মহকুমাশাসক ৷ এরপরই টনক নড়ে ব্য়বসায়ীদের ৷ পুলিশ-প্রশাসনের আধিকারিকরা অভিযানে নামতেই হুড়মুড় করে দোকান বন্ধ করে দিতে শুরু করেন তাঁরা ৷ রাজ্য সরকারের আংশিক লকডাউন অমান্য করে দোকান খুলে রাখায় বেশ কয়েকজন বিক্রেতাকে ধমকও দেন মহকুমাশাসক ৷
আরও পড়ুন : হাওড়ায় আংশিক লকডাউন কার্যকরী করতে তৎপর প্রশাসন
সরকারি নির্দেশিকা মেনে আপাতত সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত এবং দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে ৷ নিয়ম অমান্য করলেই জাতীয় বিপর্যয় আইনে মামলা রুজু করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে ৷ এদিন আইন অমান্য করায় চারজনকে আটক করে ডায়মন্ডহারবার থানার পুলিশ ৷ বাজারে ক্রেতাদের হাতে মাস্কও তুলে দেন মহকুমাশাসকও ৷