ETV Bharat / state

Drop Box for Children: মনের কথা জানতে স্কুলে ড্রপ বক্স, খুদে পড়ুয়াদের যন্ত্রণা দেখে হতবাক শিক্ষক-অভিভাবকরা

ছাত্রছাত্রীদের মনের কথা জানতে স্কুলে ড্রপ বক্সের (Drop Box for Children) ব্যবস্থা করেছে রায়দিঘি বকুলতলা প্রাথমিক বিদ্যালয় । সেখানে চিরকুটে খুদে পড়ুয়ারা যে মনে কথা লিখেছে তাতে ধরা পড়েছে তাদের যন্ত্রণা ৷ যা দেখে হতবাক শিক্ষক ও অভিভাবকরা ৷

Drop Box for Children ETV Bharat
মনের কথা
author img

By

Published : Feb 14, 2023, 7:27 PM IST

ছাত্রছাত্রীদের মনের কথা জানতে স্কুলে ড্রপ বক্স

রায়দিঘি, 14 ফেব্রুয়ারি: শিশুর মনের ভাষা বোঝা বড় কঠিন ৷ তাদের মতোই ছোট্ট মনের কথা লুকোচুরি কবিতায় তুলে ধরেছিলেন রবি ঠাকুর ৷ 'আমি যদি দুষ্টুমি করে, চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,/ভোরের বেলায় মাগো ডালের পরে, কচি পাতায় করি লুটোপুটি,/তবে তুমি আমার কাছে হারো,
তখন কি মা চিনতে আমায় পারো ৷'

সত্যি, শিশুদের মনের কথা জানা দুঃসাধ্য ব্যাপার ৷ আর শিশুমনের সেই গহীন কোণে উঁকি দিতেই অভিনব উদ্যোগ নিয়েছে রায়দিঘি (South 24 parganas News) বকুলতলা প্রাথমিক বিদ্যালয় । শিশুদের মনের কথা জানতে তারা স্কুলে রেখেছে ড্রপ বক্স (Drop Box for Children)৷ সেখানেই ভাঙা ভাঙা হাতের লেখায় এক টুকরো চিরকুটে মনের কথা লিখে জানাচ্ছে খুদেরা (Children to speak their minds)৷ কেউ লিখেছে, 'বাবা-মা আমাকে ভালোবাসে না'৷ এই লেখায় ধরা পড়েছে কোনও কারণে মনোকষ্টে রয়েছে সেই শিশু ৷ আবার কেউ লিখেছে, 'আমি নাচ শিখতে চাই, কিন্তু বাবা শেখাতে চায় না ৷' অর্থাৎ বোঝা যায় সেই শিশুর পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ ৷

Drop Box for Children ETV Bharat
ছাত্রছাত্রীদের মনের কথা

আরও পড়ুন: পড়ুয়া পাঁচ, শিক্ষক দুই ! চলছে সরকারি প্রাথমিক স্কুল

ড্রপ বক্সে শিশুরা যা যা লিখেছে, তা স্তব্ধ করেছে রায়দিঘির বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের । শিশু মনের অনেক কথাই সেখানে উঠে এসেছে যা জানতেন বা তাদের বাবা-মায়েরাও ৷ স্কুল কর্তৃপক্ষ মনের কথা নামে একটি ড্রপ বক্স রেখেছে । ছাত্রছাত্রীদের নিজেদের মনের কথা কাগজে লিখে সেখানে ফেলতে বলা হয় ৷ মনের কোনে লুকিয়ে রাখা নানা কথা লিখে ড্রপ বক্সে ফেলতে থাকে পড়ুয়ারা ৷

সেই ড্রপবক্স খুলে ছাত্রছাত্রীদের মনের কথা দেখে স্তম্ভিত হয়ে যান শিক্ষকেরা । তাঁরা সেই নিয়ে কথা বলেন পড়ুয়াদের বাবা-মায়েদের সঙ্গে ৷ ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ ৷ পাশাপাশি আগামী দিনে যাতে ছাত্রছাত্রীদের সমস্যার কথা জানা যায়, তার জন্য স্কুলের পক্ষ থেকে নিয়মিত মনের কথা ড্রপবক্সে নজর রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । স্কুলের এমন উদ্যোগে বেজায় খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা ৷

ছাত্রছাত্রীদের মনের কথা জানতে স্কুলে ড্রপ বক্স

রায়দিঘি, 14 ফেব্রুয়ারি: শিশুর মনের ভাষা বোঝা বড় কঠিন ৷ তাদের মতোই ছোট্ট মনের কথা লুকোচুরি কবিতায় তুলে ধরেছিলেন রবি ঠাকুর ৷ 'আমি যদি দুষ্টুমি করে, চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,/ভোরের বেলায় মাগো ডালের পরে, কচি পাতায় করি লুটোপুটি,/তবে তুমি আমার কাছে হারো,
তখন কি মা চিনতে আমায় পারো ৷'

সত্যি, শিশুদের মনের কথা জানা দুঃসাধ্য ব্যাপার ৷ আর শিশুমনের সেই গহীন কোণে উঁকি দিতেই অভিনব উদ্যোগ নিয়েছে রায়দিঘি (South 24 parganas News) বকুলতলা প্রাথমিক বিদ্যালয় । শিশুদের মনের কথা জানতে তারা স্কুলে রেখেছে ড্রপ বক্স (Drop Box for Children)৷ সেখানেই ভাঙা ভাঙা হাতের লেখায় এক টুকরো চিরকুটে মনের কথা লিখে জানাচ্ছে খুদেরা (Children to speak their minds)৷ কেউ লিখেছে, 'বাবা-মা আমাকে ভালোবাসে না'৷ এই লেখায় ধরা পড়েছে কোনও কারণে মনোকষ্টে রয়েছে সেই শিশু ৷ আবার কেউ লিখেছে, 'আমি নাচ শিখতে চাই, কিন্তু বাবা শেখাতে চায় না ৷' অর্থাৎ বোঝা যায় সেই শিশুর পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ ৷

Drop Box for Children ETV Bharat
ছাত্রছাত্রীদের মনের কথা

আরও পড়ুন: পড়ুয়া পাঁচ, শিক্ষক দুই ! চলছে সরকারি প্রাথমিক স্কুল

ড্রপ বক্সে শিশুরা যা যা লিখেছে, তা স্তব্ধ করেছে রায়দিঘির বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের । শিশু মনের অনেক কথাই সেখানে উঠে এসেছে যা জানতেন বা তাদের বাবা-মায়েরাও ৷ স্কুল কর্তৃপক্ষ মনের কথা নামে একটি ড্রপ বক্স রেখেছে । ছাত্রছাত্রীদের নিজেদের মনের কথা কাগজে লিখে সেখানে ফেলতে বলা হয় ৷ মনের কোনে লুকিয়ে রাখা নানা কথা লিখে ড্রপ বক্সে ফেলতে থাকে পড়ুয়ারা ৷

সেই ড্রপবক্স খুলে ছাত্রছাত্রীদের মনের কথা দেখে স্তম্ভিত হয়ে যান শিক্ষকেরা । তাঁরা সেই নিয়ে কথা বলেন পড়ুয়াদের বাবা-মায়েদের সঙ্গে ৷ ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ ৷ পাশাপাশি আগামী দিনে যাতে ছাত্রছাত্রীদের সমস্যার কথা জানা যায়, তার জন্য স্কুলের পক্ষ থেকে নিয়মিত মনের কথা ড্রপবক্সে নজর রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । স্কুলের এমন উদ্যোগে বেজায় খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.