ভাঙড়, 14 নভেম্বর: ফোন করে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা । একটি দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে মঙ্গলবার সকালে তাঁর কাছে হুমকি ফোন আসে বলে জানিয়েছেন শওকত মোল্লা । পুলিশে অভিযোগও দায়ের করেছেন শওকত ৷
তৃণমূল বিধায়কের দাবি, তাঁকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ৷ এদিন একটি সাংবাদিক বৈঠক করে শওকত বলেন, "আজ ঠিক দশটা নাগাদ যখন আমি ভাঙড়ে আসছিলাম তখন ফোন আসে। কদর্য ভাষায় গালিগালাজ করা হয় ৷ বলা হয়, ক্যানিং অথবা ভাঙড়ে তোকে খুন করব। তুই তৈরি থাকিস। গতকাল খুন করেছি। তোকেও খুন করে দেব।" পাশাপাশি, বিধায়ক জানান, তিনি ইতিমধ্যেই বারুইপুর পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছেন।
তৃণমূল বিধায়কের দাবি, তিনি শহিদ হতে ভয় পান না। একবার কেন একশো বার খুন করলেও কিছুই যায় আসে না তাঁর । এদিন সাংবাদিকদের সামনে শওকত একটি ফোন নম্বরও প্রকাশ্যে আনেন । তাঁর দাবি, দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে না পেরে বিরোধী দল থেকেই কেউ এই খুনের হুমকি দিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।
উল্লেখ্য, সোমবার দক্ষিণ 24 পরগনার জয়নগরের বামনগাছিতে খুন হন তৃণমূলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন লস্কর ৷ তার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা ৷ অভিযোগ, ওই নেতার সমর্থকরা এক দুষ্কৃতীকে ধরে ফেলে তাকে পিটিয়ে মারে ৷ স্থানীয় সিপিএম সমর্থকদের বাড়িতে হামলা চালানো ও আগুন লাগানোর ঘটনাও ঘটে ৷ আরও অভিযোগ, আগুন নেভাতে দমকল বাহিনী গেলেও প্রথমে তাদের গ্রামে ঢুকতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয় ৷
আরও পড়ুন: