ETV Bharat / state

Tiger Attack in Sundarban কাঁকড়া ধরতে যাওয়াই কাল, স্ত্রীর চোখের সামনে মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ - সুন্দরবনে মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ

মৎস্যজীবীকে গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ (Tiger Attack In Sundarban) ৷ ঘটনাটি ঘটেছে সুন্দরবনের 3 নম্বর ঝিলার জঙ্গলে ৷ খবর পেয়েই বনকর্মীরা শিবপদকে খোঁজার চেষ্টা করছে ৷ তবে আবহাওয়া খারাপ হওয়ায় জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ৷

Tiger Attack In Sundarban
স্ত্রীর চোখের সামনে মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ
author img

By

Published : Aug 23, 2022, 11:18 AM IST

Updated : Aug 23, 2022, 11:53 AM IST

সুন্দরবন, 23 অগস্ট: পেটের দায়ে কাঁকড়া ধরতে যাওয়াই কাল হল । স্ত্রীর চোখের সামনে থেকে মৎস্যজীবীকে গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের 3 নম্বর ঝিলার জঙ্গলে । কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা । মৃতের নাম শিবপদ জোতদার (Tiger Attack In Sundarban) ৷

প্রাণের ঝুঁকি প্রতিমুহূর্তে । যে কোনও সময়ে বাঘের কবলে পড়ার আশঙ্কা থাকেই । তা সত্ত্বেও শুধুমাত্র পেটের দায়ে জঙ্গলে কাঁকড়া ধরতে যান মৎস্যজীবীরা । মঙ্গলবার ভোরে স্ত্রী ও আরেক মৎস্যজীবীর সঙ্গে ঝিলার 2 নম্বর জঙ্গলে গিয়েছিলেন শিবপদ জোতদার নামে ওই মৎস্যজীবী । সেই সময় আচমকা শিবপদের উপর চড়াও হয় দক্ষিণরায় । স্ত্রীর চোখের সামনে থেকে তাঁকে টানতে টানতে নিয়ে যায় গভীর জঙ্গলে । চেষ্টা করেও মৎস্যজীবীকে উদ্ধার করতে পারেননি তিনি ।

আরও পড়ুন: 96 নট আউট ! সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা

খবর পেয়েই বনকর্মীরা শিবপদকে খোঁজার চেষ্টা করছে । তবে আবহাওয়া অত্যন্ত খারাপ, ফলে জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে বনকর্মীদের । এদিকে বাড়ির দিকে রওনা হয়েছেন শিবপদের স্ত্রী ও তাঁর আরেক সঙ্গী । বনদফতরের তরফে জানানো হয়েছে, শিবপদের খোঁজ করা হচ্ছে । তাঁদের কাছে সরকারি অনুমতি ছিল কী না, তাও খতিয়ে দেখা হবে ।

স্ত্রীর চোখের সামনে মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ

প্রসঙ্গত, সুন্দরবনের বাসিন্দাদের কাছে এই ঘটনা একেবারেই নতুন নয় । জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ রয়েছে ঠিকই, তবে পেটের দায়ে প্রতিদিনই অনেকেই বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ করেন জঙ্গলে । বাঘের কবলে প্রাণ হারান বহু মৎস্যজীবী । তা সত্ত্বেও প্রাণ হাতে করে জঙ্গলে যান মৎস্যজীবী ।

সুন্দরবন, 23 অগস্ট: পেটের দায়ে কাঁকড়া ধরতে যাওয়াই কাল হল । স্ত্রীর চোখের সামনে থেকে মৎস্যজীবীকে গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের 3 নম্বর ঝিলার জঙ্গলে । কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা । মৃতের নাম শিবপদ জোতদার (Tiger Attack In Sundarban) ৷

প্রাণের ঝুঁকি প্রতিমুহূর্তে । যে কোনও সময়ে বাঘের কবলে পড়ার আশঙ্কা থাকেই । তা সত্ত্বেও শুধুমাত্র পেটের দায়ে জঙ্গলে কাঁকড়া ধরতে যান মৎস্যজীবীরা । মঙ্গলবার ভোরে স্ত্রী ও আরেক মৎস্যজীবীর সঙ্গে ঝিলার 2 নম্বর জঙ্গলে গিয়েছিলেন শিবপদ জোতদার নামে ওই মৎস্যজীবী । সেই সময় আচমকা শিবপদের উপর চড়াও হয় দক্ষিণরায় । স্ত্রীর চোখের সামনে থেকে তাঁকে টানতে টানতে নিয়ে যায় গভীর জঙ্গলে । চেষ্টা করেও মৎস্যজীবীকে উদ্ধার করতে পারেননি তিনি ।

আরও পড়ুন: 96 নট আউট ! সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা

খবর পেয়েই বনকর্মীরা শিবপদকে খোঁজার চেষ্টা করছে । তবে আবহাওয়া অত্যন্ত খারাপ, ফলে জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে বনকর্মীদের । এদিকে বাড়ির দিকে রওনা হয়েছেন শিবপদের স্ত্রী ও তাঁর আরেক সঙ্গী । বনদফতরের তরফে জানানো হয়েছে, শিবপদের খোঁজ করা হচ্ছে । তাঁদের কাছে সরকারি অনুমতি ছিল কী না, তাও খতিয়ে দেখা হবে ।

স্ত্রীর চোখের সামনে মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ

প্রসঙ্গত, সুন্দরবনের বাসিন্দাদের কাছে এই ঘটনা একেবারেই নতুন নয় । জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ রয়েছে ঠিকই, তবে পেটের দায়ে প্রতিদিনই অনেকেই বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ করেন জঙ্গলে । বাঘের কবলে প্রাণ হারান বহু মৎস্যজীবী । তা সত্ত্বেও প্রাণ হাতে করে জঙ্গলে যান মৎস্যজীবী ।

Last Updated : Aug 23, 2022, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.