ETV Bharat / state

যশের আগেই বাঁধে ফাটল, আতঙ্কিত বাসিন্দারা

author img

By

Published : May 25, 2021, 3:14 PM IST

বাসিন্দারা বলছেন, গত বছর আমফানে দাপটে ভেঙেছিল সমুদ্র বাঁধ । তা অস্থায়ীভাবে মেরামত হওয়ায় প্রতিবারের কোটালে অল্প অল্প করে ভাঙতে শুরু করে । ফের যশের কারণে যে কোনও মুহূর্তে ভাঙতে পারে বাঁধ ৷

যশের আগেই বাঁধে ফাটল, আতঙ্কিত বাসিন্দারা
যশের আগেই বাঁধে ফাটল, আতঙ্কিত বাসিন্দারা

সুন্দরবন, 25 মে : যশ আছড়ে পড়ার আগে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনার । তাতেই উত্তাল সমুদ্র । ফলে কোথাও বাঁধ উপচে, কোথাও বা বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে ।

ইতিমধ্যে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ উপকূল থানার চৌরাস্তা-পাত্রপাড়া এবং অমরাবতীতে বেহাল সমুদ্র বাঁধ উপচে জল ঢুকতে শুরু করেছে ৷ ফলে আতঙ্কিত বাসিন্দারা । বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা ৷ অন্যদিকে প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে ফ্লাড সেন্টারে সরিয়ে আনা শুরু হয়েছে ।

যশের আগেই বাঁধে ফাটল, আতঙ্কিত বাসিন্দারাযশের আগেই বাঁধে ফাটল, আতঙ্কিত বাসিন্দারা

বাসিন্দারা বলছেন, গত বছর আমফানে দাপটে ভেঙেছিল সমুদ্র বাঁধ । তা অস্থায়ীভাবে মেরামত হওয়ায় প্রতিবারের কোটালে অল্প অল্প করে ভাঙতে শুরু করে । ফের যশের কারণে যে কোনও মুহূর্তে ভাঙতে পারে বাঁধ ৷ ইতিমধ্যে বাঁধের কিছু জায়গায় ফাটল দেখা গিয়েছে ৷

যদিও প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, আমফানের পরেই সুন্দরবনের নদীবাঁধগুলি মেরামত করা হয় । কিন্তু সমুদ্র উত্তাল হওয়ায় ও তার সঙ্গে ঝোড়ো হাওয়া চলায় নামখানা ব্লকের অমরাবতী পাত্রপাড়া ও বালিয়াড়িতে নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে । প্রশাসনের তরফ নদীবাঁধগুলি মেরামতের কাজ চলছে ।

সুন্দরবন, 25 মে : যশ আছড়ে পড়ার আগে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনার । তাতেই উত্তাল সমুদ্র । ফলে কোথাও বাঁধ উপচে, কোথাও বা বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে ।

ইতিমধ্যে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ উপকূল থানার চৌরাস্তা-পাত্রপাড়া এবং অমরাবতীতে বেহাল সমুদ্র বাঁধ উপচে জল ঢুকতে শুরু করেছে ৷ ফলে আতঙ্কিত বাসিন্দারা । বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা ৷ অন্যদিকে প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে ফ্লাড সেন্টারে সরিয়ে আনা শুরু হয়েছে ।

যশের আগেই বাঁধে ফাটল, আতঙ্কিত বাসিন্দারাযশের আগেই বাঁধে ফাটল, আতঙ্কিত বাসিন্দারা

বাসিন্দারা বলছেন, গত বছর আমফানে দাপটে ভেঙেছিল সমুদ্র বাঁধ । তা অস্থায়ীভাবে মেরামত হওয়ায় প্রতিবারের কোটালে অল্প অল্প করে ভাঙতে শুরু করে । ফের যশের কারণে যে কোনও মুহূর্তে ভাঙতে পারে বাঁধ ৷ ইতিমধ্যে বাঁধের কিছু জায়গায় ফাটল দেখা গিয়েছে ৷

যদিও প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, আমফানের পরেই সুন্দরবনের নদীবাঁধগুলি মেরামত করা হয় । কিন্তু সমুদ্র উত্তাল হওয়ায় ও তার সঙ্গে ঝোড়ো হাওয়া চলায় নামখানা ব্লকের অমরাবতী পাত্রপাড়া ও বালিয়াড়িতে নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে । প্রশাসনের তরফ নদীবাঁধগুলি মেরামতের কাজ চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.