ETV Bharat / state

আয়লার স্মৃতি উসকে 'বুলবুল' আতঙ্কে সুন্দরবনবাসী - আতঙ্কে ভুগছেন সু্ন্দরবনবাসী

2009-এ এই সুন্দরবনেই আছড়ে পড়েছিল আয়লা । সেই স্মৃতিই ফের হাতছানি দিচ্ছে সুন্দরবনের বাসিন্দাদের । তাই প্রাণে বাঁচতে ঘর ছাড়ার কথা ভাবছেন তাঁরা ।

সতর্কতা সমুদ্রে
author img

By

Published : Nov 9, 2019, 9:11 AM IST

সুন্দরবন, 9 নভেম্বর : আয়লার ভয়াবহ রূপ দেখেছে সুন্দরবনের বাসিন্দারা । বিপন্ন হয়েছিল জীবনযাপন । ফের সেই একই আতঙ্কে ভুগছেন সু্ন্দরবনবাসী । তবে, এবারের আতঙ্কের কারণ আয়লা নয়, বুলবুল ।

'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়'-এ পরিণত হয়েছে বুলবুল । আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে । সাগরদ্বীপের খেপুপাড়া মূলত সুন্দরবন এলাকায় বুলবুলের আছড়ে পড়ার বেশি সম্ভাবনা রয়েছে । তাই সুন্দরবনে ক্ষয়-ক্ষতির সম্ভাবনা বেশি । ক্ষতিগ্রস্ত হতে পারে এই উপকূলবর্তী এলাকার জনবসতি । আর তাতেই আতঙ্কিত সুন্দরবনবাসী ।

নবান্নের তরফে গতকাল বিশেষ সতর্কতা জারি করা হয়েছে । প্রতিটি জেলার সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছে রাজ্য সরকারের সচিবালয়ের কর্মীরা । স্কুল শিক্ষা দপ্তরের তরফে সাতটি জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে । এই সাতটি জেলার তালিকায় নাম রয়েছে দক্ষিণ 24 পরগনারও । পাশাপাশি আজ সকাল থেকে 48 ঘণ্টার জন্য কন্ট্রোল রুম পরিষেবার ব্যবস্থা করা হয়েছে । অন্যদিকে কোস্টগার্ড থেকে শুরু করে NDRF কর্মীরা ইতিমধ্যেই বকখালি, কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ সহ বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করছেন ।

2009-এ এই সুন্দরবনেই আছড়ে পড়েছিল আয়লা । নদীর বাঁধ ভেঙে যাওয়ায় ভেসে গেছিল একাধিক গ্রাম । প্রাণ হারিয়েছিলেন অনেকে । সেই স্মৃতিই ফের হাতছানি দিচ্ছে সুন্দরবনের মানুষকে । ইতিমধ্যেই জেলাজুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত । তাই প্রাণে বাঁচতে ঘর ছাড়ার কথা ভাবছেন তাঁরা । কিন্তু ঘর ছেড়েই বা আশ্রয় নেবেন কোথায় ? তাই আতঙ্কেই প্রহর গুনছে সুন্দরবনের মানুষ ।

সুন্দরবন, 9 নভেম্বর : আয়লার ভয়াবহ রূপ দেখেছে সুন্দরবনের বাসিন্দারা । বিপন্ন হয়েছিল জীবনযাপন । ফের সেই একই আতঙ্কে ভুগছেন সু্ন্দরবনবাসী । তবে, এবারের আতঙ্কের কারণ আয়লা নয়, বুলবুল ।

'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়'-এ পরিণত হয়েছে বুলবুল । আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে । সাগরদ্বীপের খেপুপাড়া মূলত সুন্দরবন এলাকায় বুলবুলের আছড়ে পড়ার বেশি সম্ভাবনা রয়েছে । তাই সুন্দরবনে ক্ষয়-ক্ষতির সম্ভাবনা বেশি । ক্ষতিগ্রস্ত হতে পারে এই উপকূলবর্তী এলাকার জনবসতি । আর তাতেই আতঙ্কিত সুন্দরবনবাসী ।

নবান্নের তরফে গতকাল বিশেষ সতর্কতা জারি করা হয়েছে । প্রতিটি জেলার সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছে রাজ্য সরকারের সচিবালয়ের কর্মীরা । স্কুল শিক্ষা দপ্তরের তরফে সাতটি জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে । এই সাতটি জেলার তালিকায় নাম রয়েছে দক্ষিণ 24 পরগনারও । পাশাপাশি আজ সকাল থেকে 48 ঘণ্টার জন্য কন্ট্রোল রুম পরিষেবার ব্যবস্থা করা হয়েছে । অন্যদিকে কোস্টগার্ড থেকে শুরু করে NDRF কর্মীরা ইতিমধ্যেই বকখালি, কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ সহ বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করছেন ।

2009-এ এই সুন্দরবনেই আছড়ে পড়েছিল আয়লা । নদীর বাঁধ ভেঙে যাওয়ায় ভেসে গেছিল একাধিক গ্রাম । প্রাণ হারিয়েছিলেন অনেকে । সেই স্মৃতিই ফের হাতছানি দিচ্ছে সুন্দরবনের মানুষকে । ইতিমধ্যেই জেলাজুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত । তাই প্রাণে বাঁচতে ঘর ছাড়ার কথা ভাবছেন তাঁরা । কিন্তু ঘর ছেড়েই বা আশ্রয় নেবেন কোথায় ? তাই আতঙ্কেই প্রহর গুনছে সুন্দরবনের মানুষ ।

Intro:ধেয়ে আসছে বুলবুল। আর সেই আতঙ্কে প্রহর গুনছে সুন্দরবনবাসি। কার্যত আতঙ্কে ভিটেছাড়া হওয়ার আশঙ্কা প্রকাশ করছে সুন্দরবনের বাসিন্দারা। এর আগে 2009 সালে আইলার ভয়াবহ রূপ দেখে ছিল সুন্দরবনে বসবাসকারী মানুষজন। আইলার তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবনের জীবন-জীবিকা। একাধিক নদী বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছিল। মৃত্যু হয়েছিল বহু মানুষের। আর এখন সেই আইলার ভয়াবহ রূপের কথা ভেবেই কার্যত ঘর ছাড়ার আশঙ্কা প্রকাশ করছেন সুন্দরবনবাসী। আগামীকাল মধ্যরাতেই সুন্দরবনের সাগরদ্বীপে আছড়ে পড়ার কথা আছে বুলবুলের। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ছুটি বাতিল করে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। কোস্টগার্ড থেকে শুরু করে এনডিআরএফ কর্মীরা ইতিমধ্যেই বকখালি কাকদ্বীপ নামখানা সাগরদ্বীপ সহ বিভিন্ন জায়গায় মানুষদেরকে সচেতন করছেন। ইতিমধ্যেই সমস্ত ট্রলারগুলোকে মাছ সমুদ্র থেকে ফেরানো হয়েছে। মৎস্যজীবীদের মাছ সমুদ্রের যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে। সুন্দরবনের সাগরদ্বীপ থেকে শুরু করে বকখালি ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ নামখানা সহ গোসাবা বাসন্তী কুলতলী একাধিক এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আর সেই আশঙ্কার ফলেই আতঙ্কের প্রহর গুনছে সুন্দরবনবাসি।Body:ইন্ট্রো তে কপি দিলামConclusion:একটু দেখে নেবেন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.