পাথরপ্রতিমা, 19 ফেব্রুয়ারি : জমি সংক্রান্ত বিবাদের জেরে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক আত্মীয় ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা থানার গোপাল নগর গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম বিশ্বজিৎ মাইতি (48)।
বৃহস্পতিবার রাতে কলকাতার এনআরএস হাসপাতালে মৃত্যু হয়েছে বিশ্বজিতের। এরপরই নিহতের স্ত্রী সুমিত্রা মাইতির লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুধাংশু মাইতি-সহ 5 জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পাথরপ্রতিমা থানার পুলিশ। যদিও বুধবার বিকেলে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।
আরও পড়ুন : কোকেন-সহ গ্রেপ্তার যুব মোর্চার নেত্রী পামেলা ও তাঁর সঙ্গী
অভিযুক্ত সুধাংশু তৃণমূলের সক্রিয় কর্মী হওয়ায় এই খুনের ঘটনায় রাজনীতির রং লেগেছে। বিজেপির দাবি, বিশ্বজিৎ বিজেপি করে বলেই পারিবারিক বিবাদকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাব আক্রমণ করে খুন করা হল। যদি অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, নিছক পারিবারিক বিবাদের জেরে এই খুনের ঘটনা।