ETV Bharat / state

নরেন্দ্রপুরে আবাসন থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ - South 24 Parganas

আজ সকালে পরিচারিকা এসে অনেকবার ডাকাডাকি করেও সাড়াশব্দ পাননি ৷ তিনিই অন্য আবাসিকদের বিষয়টি জানান ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷ ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকেন তদন্তকারীরা ৷ ফ্ল্যাটের ভিতর থেকে মৃতদেহ দু'টি উদ্ধার হয় ৷

recovered body of old couple from a flat at Narendrapur
নরেন্দ্রপুরে বহুতল আবাসন থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ
author img

By

Published : Jan 13, 2020, 9:36 PM IST

নরেন্দ্রপুর, 13 জানুয়ারি : দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার একটি আবাসনের দরজা ভেঙে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ ।মৃতদের নাম তপন বন্দ্যোপাধ্যায় (72) ও বকুল বন্দ্যোপাধ্যায় (67) ৷ ফ্ল্যাটের দু'টি আলাদা ঘর থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ আবাসিকরা জানান, দু'জনেই বহুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ৷ ওই দম্পতির একমাত্র ছেলে কয়েকবছর আগে জলে ডুবে মারা যায় ৷ তারপর থেকেই তপনবাবু ও তাঁর স্ত্রী কারও সঙ্গে সেভাবে মেলামেশা করতেন না ৷ তাঁরা মানসিক অবসাদে ভুগছিলেন ৷

নরেন্দ্রপুরে বহুতল আবাসন থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ

আজ সকালে পরিচারিকা এসে অনেকবার ডাকাডাকি করেও সাড়াশব্দ পাননি ৷ তিনিই অন্য আবাসিকদের বিষয়টি জানান ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷ ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকেন তদন্তকারীরা ৷ ফ্ল্যাটের ভিতর থেকে মৃতদেহ দু'টি উদ্ধার হয় ৷

প্রতিবেশী শেখর ঘোষ দস্তিদার জানান, "ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল ৷ পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহগুলি উদ্ধার করে ৷ আমরা দরজা ভাঙার চেষ্টা করিনি ৷ সরাসরি পুলিশকে জানিয়েছিলাম৷ " তিনি আরও বলেন, "ওঁরা কেউই মানসিকভাবে সুস্থ ছিল না ৷ বৃদ্ধার চিকিৎসাও ঠিকমতো হয়নি ৷ কেউ ছিল না চিকিৎসা করানোর মতো ৷ আত্মীয়-স্বজন দূরে থাকে ৷ তারাও খুব একটা যোগাযোগ রাখত না ৷ "

নরেন্দ্রপুর, 13 জানুয়ারি : দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার একটি আবাসনের দরজা ভেঙে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ ।মৃতদের নাম তপন বন্দ্যোপাধ্যায় (72) ও বকুল বন্দ্যোপাধ্যায় (67) ৷ ফ্ল্যাটের দু'টি আলাদা ঘর থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ আবাসিকরা জানান, দু'জনেই বহুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ৷ ওই দম্পতির একমাত্র ছেলে কয়েকবছর আগে জলে ডুবে মারা যায় ৷ তারপর থেকেই তপনবাবু ও তাঁর স্ত্রী কারও সঙ্গে সেভাবে মেলামেশা করতেন না ৷ তাঁরা মানসিক অবসাদে ভুগছিলেন ৷

নরেন্দ্রপুরে বহুতল আবাসন থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ

আজ সকালে পরিচারিকা এসে অনেকবার ডাকাডাকি করেও সাড়াশব্দ পাননি ৷ তিনিই অন্য আবাসিকদের বিষয়টি জানান ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷ ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকেন তদন্তকারীরা ৷ ফ্ল্যাটের ভিতর থেকে মৃতদেহ দু'টি উদ্ধার হয় ৷

প্রতিবেশী শেখর ঘোষ দস্তিদার জানান, "ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল ৷ পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহগুলি উদ্ধার করে ৷ আমরা দরজা ভাঙার চেষ্টা করিনি ৷ সরাসরি পুলিশকে জানিয়েছিলাম৷ " তিনি আরও বলেন, "ওঁরা কেউই মানসিকভাবে সুস্থ ছিল না ৷ বৃদ্ধার চিকিৎসাও ঠিকমতো হয়নি ৷ কেউ ছিল না চিকিৎসা করানোর মতো ৷ আত্মীয়-স্বজন দূরে থাকে ৷ তারাও খুব একটা যোগাযোগ রাখত না ৷ "

Intro:নরেন্দ্রপুর থানা এলাকায় একটি বহুতল আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার বৃদ্ধ-বৃদ্ধার দেহ। তপন ব্যানার্জি (৭২) ও শ্রীমতি বকুল ব্যানার্জী(৬৭) এই দুজনের দেহ ফ্ল্যাটের দুটি আলাদা আলাদা ঘর থেকে উদ্ধার হয়। দুজনেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানা গিয়েছে। এদের একমাত্র ছেলে কয়েক বছর আগে জলে ডুবে মারা যায়। তারপর থেকে এরা কারোর সাথেই বিশেষ মেলামেশা করতেন না। মানসিক অবসাদে ভুগতেন বলে জানা গিয়েছে। সোমবার সকালবেলা পরিচারিকা কাজ করতে এসে বহুবার ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পাননি। তিনিই বিষয়টি বাকিদের জানান। তারা পুলিশকে খবর দিলে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। রবিবার রাতে কাজ করে যায় পরিচারিকা। একইসাথে কি করে দুজনের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাইট১ - শেখর ঘোষ দস্তিদার, প্রতিবেশীBody:নরেন্দ্রপুর থানা এলাকায় একটি বহুতল আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার বৃদ্ধ-বৃদ্ধার দেহ। তপন ব্যানার্জি (৭২) ও শ্রীমতি বকুল ব্যানার্জী(৬৭) এই দুজনের দেহ ফ্ল্যাটের দুটি আলাদা আলাদা ঘর থেকে উদ্ধার হয়। দুজনেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানা গিয়েছে। এদের একমাত্র ছেলে কয়েক বছর আগে জলে ডুবে মারা যায়। তারপর থেকে এরা কারোর সাথেই বিশেষ মেলামেশা করতেন না। মানসিক অবসাদে ভুগতেন বলে জানা গিয়েছে। সোমবার সকালবেলা পরিচারিকা কাজ করতে এসে বহুবার ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পাননি। তিনিই বিষয়টি বাকিদের জানান। তারা পুলিশকে খবর দিলে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। রবিবার রাতে কাজ করে যায় পরিচারিকা। একইসাথে কি করে দুজনের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাইট১ - শেখর ঘোষ দস্তিদার, প্রতিবেশীConclusion:নরেন্দ্রপুর থানা এলাকায় একটি বহুতল আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার বৃদ্ধ-বৃদ্ধার দেহ। তপন ব্যানার্জি (৭২) ও শ্রীমতি বকুল ব্যানার্জী(৬৭) এই দুজনের দেহ ফ্ল্যাটের দুটি আলাদা আলাদা ঘর থেকে উদ্ধার হয়। দুজনেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানা গিয়েছে। এদের একমাত্র ছেলে কয়েক বছর আগে জলে ডুবে মারা যায়। তারপর থেকে এরা কারোর সাথেই বিশেষ মেলামেশা করতেন না। মানসিক অবসাদে ভুগতেন বলে জানা গিয়েছে। সোমবার সকালবেলা পরিচারিকা কাজ করতে এসে বহুবার ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পাননি। তিনিই বিষয়টি বাকিদের জানান। তারা পুলিশকে খবর দিলে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। রবিবার রাতে কাজ করে যায় পরিচারিকা। একইসাথে কি করে দুজনের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাইট১ - শেখর ঘোষ দস্তিদার, প্রতিবেশী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.