মগরাহাট, 13 এপ্রিল : দক্ষিণ 24 পরগনার মগরাহাট জোড়া খুনের (Magrahat Double Murder Case) ঘটনায় মূল অভিযুক্ত জানে আলম মোল্লাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল ডায়মন্ড হারবারের পুলিশ । ধৃতকে বুধবার বিকালে মগরাহাটের মাগুড়পুকুরে তার কারখানায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই খুন হয়েছিলেন সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী আর তাঁর বন্ধু মলয় মাখাল ৷ ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ এসডিপিও মিথুনকুমার দে-র সামনের খুনের ঘটনার পুনর্নির্মাণ করে দেখায় অভিযুক্ত (Reconstruction of Magrahat Murder Case by Diamond Horbour Police) ।
ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাথায় গুলি ও শরীরে ধারাল অস্ত্রের কোপ দিয়ে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ সোমবার তাকে আদালতে পেশ করে পুলিশ । ডায়মন্ড হারবার মহকুমা আদালত তাকে 14 দিনের পুলিশি হেফাজতে পাঠায় ৷
প্রসঙ্গত, গত সপ্তাহে শনিবার সকালে এক সিভিক ভলান্টিয়ার এবং তাঁর বন্ধুকে প্রথমে গুলি করে, পরে তাঁদের গলা কেটে হত্যার অভিযোগ ওঠে জানে আলমের বিরুদ্ধে ৷
আরও পড়ুন : Magrahat Double Murder Case : অবশেষে পুলিশের জালে মগরাহাট জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত জানে আলম