জয়নগর, 22 অগস্ট : দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার পক্ষ থেকে এদিন সকালে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় ৷ পথচলতি গাড়িচালক থেকে শুরু করে বিভিন্ন মানুষের হাতে রাখি পরানো হয় ৷ হিন্দু-মুসলিম সকলেই এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন ৷
উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাস সহ জয়নগর থানার ভারপ্রাপ্ত ওসি ও অন্যান্য আধিকারিকরা ৷ জয়নগর থানার পক্ষ থেকে রাখি বন্ধন পালনের পাশাপাশি করোনা সচেতনতায় যেসকল পথচলতি মানুষরা বাড়ি থেকে মাস্ক পরে বেরোননি, তাঁদের মাস্ক প্রদান করা হয়েছে ৷
জয়নগরের পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলার সর্বত্রই রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে। ডায়মন্ডহারবার 1 ও 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ডায়মন্ডহারবার 2 নম্বর ব্লকের সরিষা হাটে ডায়মন্ডহারবার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুময় গায়েনের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালন হয়েছে।
আরও পড়ুন : Raksha Bandhan : রাখিতেও কন্যাশ্রী-স্বাস্থ্যসাথী, চুঁচড়ায় অভিনব প্রচার তৃণমূলের
গঙ্গাসাগর বিধানসভা জুড়ে পালিত হয় রাখিবন্ধন উৎসব ৷ সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগরের বিভিন্ন রাস্তায়, জনবহুল এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে পালন করলেন রাখি বন্ধন উৎসব।