ডায়মন্ড হারবার, 5 এপ্রিল : চৈত্রের প্রচণ্ড দাবদাহে স্বস্তির নিশ্বাস ৷ রবিবার দুপুর থেকে সারা দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়, সঙ্গে শিলাবৃষ্টি ৷
আরও পড়ুন : স্বস্তির পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় ঝড়বৃষ্টি আজ
আলিপুর আবহাওয়া অফিসের তরফে দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল ৷ সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয় ৷ সেই মতো দুপুর থেকে শুরু ঝোড়ো হাওয়া ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট বাড়ে, সন্ধ্যের দিকে শিলাবৃষ্টি শুরু হয় ৷ শিলাবৃষ্টির ফলে চাষের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ৷
ঝড়-বৃষ্টির পর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে ৷ শনিবার দক্ষিণবঙ্গে সর্বাধিক তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস ৷ একটানা গরমে রীতিমতো হাসফাঁস অবস্থা হয় ৷ তাপমাত্রা কমায় কিছুটা স্বস্তিতে রয়েছে দক্ষিণবঙ্গবাসী ৷