দক্ষিণ 24 পরগনা, 24 এপ্রিল : রোজ বন্দুক কিংবা লাঠি হাতে দুর্বৃত্তদের সামলান । আজ অন্য ভুমিকায় পুলিশ । রেলের মহিলা পুলিশ কর্মীদের সহযোগিতায় প্লাটফর্মে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন এক মহিলা । ট্রেন দাঁড় করিয়ে প্রসব যন্ত্রণায় কষ্ট পাওয়া ওই মহিলাকে উদ্ধার করে রেল পুলিশ । মহিলাকে স্ট্রেচারে করে নামানোর সঙ্গে সঙ্গেই বারুইপুর স্টেশনের প্লাটফর্মে পুত্রসন্তানের জন্ম দেন তিনি ।
দক্ষিণ 24 পরগনার মাধবপুরের বাসিন্দা সুভাষ মণ্ডল পেশায় স্কুল শিক্ষক । তিনি তাঁর গর্ভবতী স্ত্রী পূজা মণ্ডলকে নিয়ে আপ লক্ষীকান্তপুর-শিয়ালদা ট্রেনে উঠেছিলেন কলকাতার শিশুমঙ্গল হাসাপাতালে নিয়ে আসার জন্য । যখন ট্রেনটি বারইপুর স্টেশন ঢোকে, তখনই প্রসব যন্ত্রণায় ছটপট করছিলেন ওই মহিলা ৷ পাশে থাকা রেল যাত্রীরা খবর দেন বারুইপুর জিআরপিতে । সঙ্গে সঙ্গেই বারুইপুর জিআরপি-র ওসি অর্ণব দত্তের উদ্যোগে মহিলা পুলিশ কর্মীরা পৌঁছে যান ওই কম্পার্টমেন্টে । অন্যদিকে, স্টেশন মাস্টারকে খবর দেওয়া হয় ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখার জন্য । তারপরে প্রসব যন্ত্রণায় ছটফট করা পৃজাদেবীকে স্ট্রেচারে করে নামাতেই প্লাটফর্মে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি ।
আরও পড়ুন : মানবিক মুখ পুলিশ অফিসারের, দুস্থদের হাতে তুলে দিলেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য
বারুইপুর জিআরপি দ্রুত সদ্যজাত পুত্রসন্তান ও তার মা-কে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । সেখানেই ওই মহিলা ও তাঁর সন্তানের চিকিৎসা চলছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন ৷ জিআরপি-র মানবিকতায় তাঁর স্ত্রী ও পুত্র দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন সদ্য পিতা হওয়া সুভাষ মণ্ডল ।