ETV Bharat / state

Rabindranath Bera: অতিমারিতে কাজ হারিয়ে শিকল বন্দি ভারসাম্যহীন 'রবীন্দ্রনাথ'

কয়েকবছর আগেও সুস্থ জীবন কাটাতেন কশতলা গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ বেরা (Rabindranath Bera) ৷ কাজ হারিয়ে এখন মানসিক ভারসাম্যহীন তিনি ৷

Rabindranath Bera news
মানসিক ভারসাম্যহীন রবীন্দ্রনাথ বেরা
author img

By

Published : Jul 5, 2022, 10:50 PM IST

সাগর, 5 জুলাই: শিকল বন্দি হয়ে জীবন কাটাচ্ছেন সাগরের মানসিক ভারসাম্যহীন যুবক । পরিবারের চরম আর্থিক অনটন অর্থের অভাবে যুবকের চিকিৎসা করতে পারছেন না পরিবারের লোকজনেরা (Rabindranath Bera Is Living Is Life In Captivity)। কার্যত বাধ্য হয়েই শিকল দিয়ে বাঁধতে হয় যুবককে ৷ ওই যুবকের নাম রবীন্দ্রনাথ বেরা ৷ বয়স 21 বছর ৷ মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কশতলা গ্রামের বাসিন্দা ৷ বাবা তপন বেরা দিনমজুর ৷ কোনওরকম চলে সংসার ।

ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে বেড়ে ওঠা সেই জন্য পড়াশোনা বেশি দূর করা সম্ভব হয়নি রবীন্দ্রনাথের । পরিবারের হাল ফেলাতে খুব কম বয়সে কাজের জন্য ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছিলেন রবীন্দ্রনাথ । আস্তে আস্তে পরিবারের সচ্ছল অবস্থা ফিরে আসে ৷ পরে অতিমারির সময় কাজ হারিয়ে বাড়ি ফিরে আসেন রবীন্দ্রনাথ ৷ ধীরে ধীরে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন । অসুস্থ হতে শুরু করেন তিনি । দিনমজুর পরিবারের অতটাও আর্থিক সমর্থ্য ছিল না চিকিৎসা করানোর জন্য । কার্যত বাধ্য হয়েই বাড়িতে শিকল দিয়ে বেঁধে রেখেছেন ছেলেকে ।

শিকল বন্দি 'রবীন্দ্রনাথ'

আরও পড়ুন: হাতে-পায়ে শিকল, বন্দি দশাতেই জীবন কাটাচ্ছেন মিঠুন

তপন বাবু বলেন, "আমার তিন ছেলে তার মধ্যে রবীন্দ্রনাথ হচ্ছে মেজো ছেলে । চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছিল পরিবার । পরিবারের হাল ফেরাতে ভিন্ন রাজ্যে পাড়ি দেয় ছেলে । করোনার জেরে কাজ হারিয়ে বাড়িতে চলে আসে তারপর থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে । আমাদের পরিবারে নুন আনতে পান্তা ফুরোয় ।

সাগর বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, "আমরা ইতিমধ্যে খোঁজখবর নিচ্ছি । পরিবারের লোকজন স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিসে যোগাযোগ করেনি । আমরা আপনাদের মাধ্যমে জানলাম । আমরা পরিবারের সঙ্গে কথা বলছি, ও স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলছি । খুব দ্রুতই ওই যুবকের সরকারি সাহায্যের মাধ্যমে চিকিৎসা করা হবে ।"

সাগর, 5 জুলাই: শিকল বন্দি হয়ে জীবন কাটাচ্ছেন সাগরের মানসিক ভারসাম্যহীন যুবক । পরিবারের চরম আর্থিক অনটন অর্থের অভাবে যুবকের চিকিৎসা করতে পারছেন না পরিবারের লোকজনেরা (Rabindranath Bera Is Living Is Life In Captivity)। কার্যত বাধ্য হয়েই শিকল দিয়ে বাঁধতে হয় যুবককে ৷ ওই যুবকের নাম রবীন্দ্রনাথ বেরা ৷ বয়স 21 বছর ৷ মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কশতলা গ্রামের বাসিন্দা ৷ বাবা তপন বেরা দিনমজুর ৷ কোনওরকম চলে সংসার ।

ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে বেড়ে ওঠা সেই জন্য পড়াশোনা বেশি দূর করা সম্ভব হয়নি রবীন্দ্রনাথের । পরিবারের হাল ফেলাতে খুব কম বয়সে কাজের জন্য ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছিলেন রবীন্দ্রনাথ । আস্তে আস্তে পরিবারের সচ্ছল অবস্থা ফিরে আসে ৷ পরে অতিমারির সময় কাজ হারিয়ে বাড়ি ফিরে আসেন রবীন্দ্রনাথ ৷ ধীরে ধীরে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন । অসুস্থ হতে শুরু করেন তিনি । দিনমজুর পরিবারের অতটাও আর্থিক সমর্থ্য ছিল না চিকিৎসা করানোর জন্য । কার্যত বাধ্য হয়েই বাড়িতে শিকল দিয়ে বেঁধে রেখেছেন ছেলেকে ।

শিকল বন্দি 'রবীন্দ্রনাথ'

আরও পড়ুন: হাতে-পায়ে শিকল, বন্দি দশাতেই জীবন কাটাচ্ছেন মিঠুন

তপন বাবু বলেন, "আমার তিন ছেলে তার মধ্যে রবীন্দ্রনাথ হচ্ছে মেজো ছেলে । চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছিল পরিবার । পরিবারের হাল ফেরাতে ভিন্ন রাজ্যে পাড়ি দেয় ছেলে । করোনার জেরে কাজ হারিয়ে বাড়িতে চলে আসে তারপর থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে । আমাদের পরিবারে নুন আনতে পান্তা ফুরোয় ।

সাগর বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, "আমরা ইতিমধ্যে খোঁজখবর নিচ্ছি । পরিবারের লোকজন স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিসে যোগাযোগ করেনি । আমরা আপনাদের মাধ্যমে জানলাম । আমরা পরিবারের সঙ্গে কথা বলছি, ও স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলছি । খুব দ্রুতই ওই যুবকের সরকারি সাহায্যের মাধ্যমে চিকিৎসা করা হবে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.