ক্যানিং, 4 এপ্রিল: রাতের অন্ধকারে জামাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে (stabbed by wife in canning) । পুলিশ এই ঘটনায় চারজনকে আটক করেছে ৷ ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি বয়ার সিং এলাকায় ৷
জানা গিয়েছে, প্রায় 20 বছর আগে জীবনতলা থানার তাম্বুলদহ গ্রামের রোহিত লস্কর (37) বিয়ে করেন ক্যানিং থানার অন্তর্গত তালদি বয়ার সিং এলাকায় মাজেদা বিবির সঙ্গে। বিয়ের পর থেকে রোহিত শ্বশুরবাড়িতেই থাকতেন। জমি জায়গা নিয়ে রোহিত ও মাজেদাদের মধ্য়ে প্রায়ই অশান্তি লেগে থাকত ৷ এ নিয়ে স্থানীয়রা বহুবার মিটমাট করিয়ে দিতেন ৷ রবিবারও জমি সংক্রান্ত বিষয় নিয়ে দু'জনের মধ্য়ে বিবাদ শুরু হয় ৷ তখনকার মতো বিষয়টি মিটে গেলেও এদিন সন্ধ্য়ায় আবার তাঁদের মধ্য়ে অশান্তি বাধে ৷ প্রথমে কথা কাটাকাটি হয় ৷ পরে সেই অশান্তি চরম আকার ধারণ করে ৷ সেসময় আচমকা রোহিতকে বেধড়ক মারধর করে শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ ৷ মারধর করার পাশাপাশি ধারালো দাঁ দিয়ে রোহিতকে কোপায় স্ত্রী মাজেদা বিবি ও তার বাবা-মা। রোহিতও পাল্টা মারধর করে ৷ ঘটনায় মাজেদা বিবি ও তাঁর বা-মাও জখম হয়েছেন বলে খবর। পরে ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ৷ চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর চারজনকে ছেড়ে দেওয়া হয় ৷ চারজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।