ETV Bharat / state

Diamond Harbour Private Bus : জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেসরকারি বাস বন্ধ করলেন মালিকরা - Diamond Harbour Private Bus

কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, ডায়মন্ড হারবার রুটে বেসরকারি বাস চালানো বন্ধ করল বাস মালিকরা (Diamond Harbour Private Bus)। তাঁদের দাবি, অস্বাভাবিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বহু অবৈধ যানবাহনের দাপাদাপিতে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাঁরা ৷ ফলে বাধ্য় হয়েই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন ৷

Diamond Harbour Private Bus
ডায়মন্ড হারবার রুটের বেসরকারি বাস চালানো বন্ধ করল মালিকেরা
author img

By

Published : May 12, 2022, 10:07 PM IST

ডায়মন্ড হারবার, 12 মে : দিনের পর দিন অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হয়ে যাচ্ছে ৷ এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে বেসরকারি বাস মালিকরা (Diamond Harbour Private Bus)। তাছাড়াও রাস্তায় বহু অবৈধ যানবাহনের দাপাদাপিতে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বেসরকারি বাস মালিকদের । বারবার জেলা পরিবহণ আধিকারিককে জানিয়েও কোনওরকম সুরাহা হয়নি । বাধ্য হয়েই কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, ডায়মন্ড হারবার রুটের বেসরকারি বাস চালানো বন্ধ করল মালিকেরা ।

বৃহস্পতিবার সকাল থেকে কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বাস মালিক ও বেসরকারি বাসের শ্রমিক সংগঠনের কর্মীরা । রাস্তায় পর্যাপ্ত পরিমাণে বাস না-থাকায় কার্যত অসুবিধার মধ্যে পড়েছে নিত্যযাত্রীরা ।

আরও পড়ুন : সাঁতরাগাছিতে স্থানান্তর করা যাবে না বাবুঘাট বাসস্ট্যান্ড, দাবি বাস মালিকদের

রহিজ মোল্লা নামে বেসরকারি বাস মালিক সংগঠনের জেলা সভাপতি বলেন, "দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবার রুটে রাস্তার বেহাল দশা । বাস চালাতে গিয়ে কার্যত ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের । প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনওরকম সুরাহা হয়নি । এছাড়া দিনের পর দিন অবৈধ যানবাহনগুলির দাপাদাপি বেড়েই চলেছে । তার জেরে কার্যত মুখ থুবড়ে পড়েছে ব্যবসা । বারবার পরিবহণ দফতরের কাছে জানালেও কোনও রকম সুরাহা হয়নি । আমরা বহুবার বহু দফতরে আবেদন জানিয়েছি কিন্তু কোনও লাভ হয়নি । বাধ্য হয়ে আমরা বাস চালানো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলাম । যতদিন না পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হবে ততদিন পর্যন্ত এই সমস্ত রুটে বেসরকারি বাস নামবে না । বেসরকারি বাস মালিকদের সিদ্ধান্তে কার্যত বিপাকে পড়েছে যাত্রীরা ৷"

ডায়মন্ড হারবার, 12 মে : দিনের পর দিন অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হয়ে যাচ্ছে ৷ এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে বেসরকারি বাস মালিকরা (Diamond Harbour Private Bus)। তাছাড়াও রাস্তায় বহু অবৈধ যানবাহনের দাপাদাপিতে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বেসরকারি বাস মালিকদের । বারবার জেলা পরিবহণ আধিকারিককে জানিয়েও কোনওরকম সুরাহা হয়নি । বাধ্য হয়েই কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, ডায়মন্ড হারবার রুটের বেসরকারি বাস চালানো বন্ধ করল মালিকেরা ।

বৃহস্পতিবার সকাল থেকে কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বাস মালিক ও বেসরকারি বাসের শ্রমিক সংগঠনের কর্মীরা । রাস্তায় পর্যাপ্ত পরিমাণে বাস না-থাকায় কার্যত অসুবিধার মধ্যে পড়েছে নিত্যযাত্রীরা ।

আরও পড়ুন : সাঁতরাগাছিতে স্থানান্তর করা যাবে না বাবুঘাট বাসস্ট্যান্ড, দাবি বাস মালিকদের

রহিজ মোল্লা নামে বেসরকারি বাস মালিক সংগঠনের জেলা সভাপতি বলেন, "দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবার রুটে রাস্তার বেহাল দশা । বাস চালাতে গিয়ে কার্যত ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের । প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনওরকম সুরাহা হয়নি । এছাড়া দিনের পর দিন অবৈধ যানবাহনগুলির দাপাদাপি বেড়েই চলেছে । তার জেরে কার্যত মুখ থুবড়ে পড়েছে ব্যবসা । বারবার পরিবহণ দফতরের কাছে জানালেও কোনও রকম সুরাহা হয়নি । আমরা বহুবার বহু দফতরে আবেদন জানিয়েছি কিন্তু কোনও লাভ হয়নি । বাধ্য হয়ে আমরা বাস চালানো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলাম । যতদিন না পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হবে ততদিন পর্যন্ত এই সমস্ত রুটে বেসরকারি বাস নামবে না । বেসরকারি বাস মালিকদের সিদ্ধান্তে কার্যত বিপাকে পড়েছে যাত্রীরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.