ETV Bharat / state

অন্তঃসত্ত্বাকে খুনের কথা স্বীকার শওহরের - অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃতদেহ উদ্ধার

কুলতলিতে অন্তঃসত্ত্বার মৃতদেহ উদ্ধার ৷ খুনের অভিযোগ শওহরের বিরুদ্ধে ৷

image
খুন অন্তঃসত্ত্বা গৃহবধূ
author img

By

Published : Jun 23, 2020, 6:36 AM IST

কাঁকসা, 23 জুন : এক অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ উঠল তাঁর শওহরের বিরুদ্ধে। মৃতার নাম আয়েশা মণ্ডল । কুলতলির কাঁকসা এলাকার ঘটনা। অভিযোগ, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় তাঁকে খুন হতে হয়েছে।

মৃতার বাপেরবাড়ি পরিবারের অভিযোগ, শওহরের বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেন আয়েশা। তারপর থেকেই নানাভাবে তাঁর উপর অত্যাচার চলছিল শ্বশুরবাড়িতে । কয়েকবার তাঁকে নিয়ে আসার কথা বলেন বাপেরবাড়ির লোকজন ৷ কিন্তু দুই সন্তানের কথা ভেবে শওহরের বাড়িতেই থেকে যান আয়েশা ।

রবিবার সন্ধেয় আন্ধারিয়ায় একটি ভেড়ির কাছে আনা হয় তাঁকে। রাতে সেখানেই তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ আয়েশার আব্বার। সকালে গ্রামবাসীরা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় ৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । বেলা বাড়ার সাথে সাথে শওহর শুকুর আলি মণ্ডল থানায় এসে খুনের কথা স্বীকার করে ।

ঘটনায় কুলতলি থানায় শওহর, শ্বশুর, শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে আয়েশার পরিবার । এদিকে ঘটনার পর থেকে আয়েশার শাশুড়ি ও দেওর পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে ।

কাঁকসা, 23 জুন : এক অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ উঠল তাঁর শওহরের বিরুদ্ধে। মৃতার নাম আয়েশা মণ্ডল । কুলতলির কাঁকসা এলাকার ঘটনা। অভিযোগ, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় তাঁকে খুন হতে হয়েছে।

মৃতার বাপেরবাড়ি পরিবারের অভিযোগ, শওহরের বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেন আয়েশা। তারপর থেকেই নানাভাবে তাঁর উপর অত্যাচার চলছিল শ্বশুরবাড়িতে । কয়েকবার তাঁকে নিয়ে আসার কথা বলেন বাপেরবাড়ির লোকজন ৷ কিন্তু দুই সন্তানের কথা ভেবে শওহরের বাড়িতেই থেকে যান আয়েশা ।

রবিবার সন্ধেয় আন্ধারিয়ায় একটি ভেড়ির কাছে আনা হয় তাঁকে। রাতে সেখানেই তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ আয়েশার আব্বার। সকালে গ্রামবাসীরা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় ৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । বেলা বাড়ার সাথে সাথে শওহর শুকুর আলি মণ্ডল থানায় এসে খুনের কথা স্বীকার করে ।

ঘটনায় কুলতলি থানায় শওহর, শ্বশুর, শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে আয়েশার পরিবার । এদিকে ঘটনার পর থেকে আয়েশার শাশুড়ি ও দেওর পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.