ETV Bharat / state

নাকা চেকিংয়ে দশ লক্ষ টাকা উদ্ধার - নাকা চেকিংয়ের সময় নগদ দশ লক্ষ টাকা উদ্ধার করল রায়দিঘি থানার পুলিশ

সামনে নির্বাচন, তাই নাকা চেকিং-এর জন্য কাশিনগরের শ্রীমতি মোড়ে নাকা চেকিংয়ের ব্যবস্থা করে প্রশাসন । রাস্তা দিয়ে সন্দেহভাজন যান চলাচল করলে তা তল্লাশি করে দেখা হচ্ছে ৷

নাকা চেকিংয়ে দশ লক্ষ টাকা উদ্ধার
নাকা চেকিংয়ে দশ লক্ষ টাকা উদ্ধার
author img

By

Published : Mar 21, 2021, 10:53 PM IST

রায়দিঘি, 21 মার্চ : নাকা চেকিংয়ের সময় নগদ দশ লক্ষ টাকা উদ্ধার করল রায়দিঘি থানার পুলিশ । এর আগেও নাকা চেকিংয়ের সময় উদ্ধার হয় লক্ষাধিক টাকা ৷ তবে গতবারের তুলনায় এবার আরও বেশি সংখ্যক টাকা উদ্ধার করল রায়দিঘি থানার পুলিশ ।

সামনে নির্বাচন, তাই নাকা চেকিং-এর জন্য কাশিনগরের শ্রীমতি মোড়ে নাকা চেকিংয়ের ব্যবস্থা করে প্রশাসন । রাস্তা দিয়ে সন্দেহভাজন যান চলাচল করলে তা তল্লাশি করে দেখা হচ্ছে ৷

প্রথমবার চেকিং এর সময় ধরা পড়ে 2 লক্ষ 99 হাজার টাকা ৷ সেই টাকা ট্রেজারি মারফত জমা হয়। এবারে ধরা পড়ে 10 লক্ষ টাকা ৷ অফিসার রাজেন্দ্র ঘটক বলেন, ‘‘আমরা এই নিয়ে দু’বার টাকা উদ্ধার করলাম । ভোটের সময় আরও কত কী উদ্ধার হতে পারে তা বলা কঠিন । এই দিক দিয়ে আমরা সবসময় তৎপরতার সঙ্গে কাজ করে যাব । "

রায়দিঘি, 21 মার্চ : নাকা চেকিংয়ের সময় নগদ দশ লক্ষ টাকা উদ্ধার করল রায়দিঘি থানার পুলিশ । এর আগেও নাকা চেকিংয়ের সময় উদ্ধার হয় লক্ষাধিক টাকা ৷ তবে গতবারের তুলনায় এবার আরও বেশি সংখ্যক টাকা উদ্ধার করল রায়দিঘি থানার পুলিশ ।

সামনে নির্বাচন, তাই নাকা চেকিং-এর জন্য কাশিনগরের শ্রীমতি মোড়ে নাকা চেকিংয়ের ব্যবস্থা করে প্রশাসন । রাস্তা দিয়ে সন্দেহভাজন যান চলাচল করলে তা তল্লাশি করে দেখা হচ্ছে ৷

প্রথমবার চেকিং এর সময় ধরা পড়ে 2 লক্ষ 99 হাজার টাকা ৷ সেই টাকা ট্রেজারি মারফত জমা হয়। এবারে ধরা পড়ে 10 লক্ষ টাকা ৷ অফিসার রাজেন্দ্র ঘটক বলেন, ‘‘আমরা এই নিয়ে দু’বার টাকা উদ্ধার করলাম । ভোটের সময় আরও কত কী উদ্ধার হতে পারে তা বলা কঠিন । এই দিক দিয়ে আমরা সবসময় তৎপরতার সঙ্গে কাজ করে যাব । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.