ETV Bharat / state

ক্যানিংয়ে গুলিবিদ্ধ পুলিশকর্মী - ক্যানিং

দুষ্কৃতীদের মধ্যে ঝামেলা থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ ৷ গুলিবিদ্ধ এক পুলিশকর্মী ৷ প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ওই পুলিশকর্মীকে ৷ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানন্তরিত করা হয় ৷

image
গুলিবিদ্ধ পুলিশ
author img

By

Published : Dec 11, 2019, 6:42 PM IST

ক্যানিং, 11 ডিসেম্বর : দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা থামাতে গিয়ে গুলিবিদ্ধ এক পুলিশকর্মী । জখম পুলিশ কর্মীর নাম সোম রাই টুডু । তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । অবস্থার অবনতি হওয়ায় কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানন্তরিত করা হয় ৷

গতরাতে ক্যানিং বাজার লাগোয়া সাত নম্বর দিঘির পাড় এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয় । তাতে নাম জড়ায় স্থানীয় দুষ্কৃতী বিপ্লব সেনের । খবর পেয়ে পুলিশ সেখানে গেলে বাইকে এসে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত বিপ্লব পলাতক

ঘটনার পর বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, ক্যানিংয়ের SDPO দেবী দয়াল কুণ্ডু ও পুলিশবাহিনী নিয়ে এলাকায় পৌঁছান ৷ তল্লাশি চালানো হয় সেখানে। এক জনকে গ্রেপ্তারও করা হয় । এর পাশাপাশি এলাকা থেকে দুটি মোটরবাইক উদ্ধার করা হয়ে ৷ যদিও এখনও পর্যন্ত পলাতক মূল অভিযুক্ত । ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ৷ ।

ক্যানিং, 11 ডিসেম্বর : দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা থামাতে গিয়ে গুলিবিদ্ধ এক পুলিশকর্মী । জখম পুলিশ কর্মীর নাম সোম রাই টুডু । তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । অবস্থার অবনতি হওয়ায় কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানন্তরিত করা হয় ৷

গতরাতে ক্যানিং বাজার লাগোয়া সাত নম্বর দিঘির পাড় এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয় । তাতে নাম জড়ায় স্থানীয় দুষ্কৃতী বিপ্লব সেনের । খবর পেয়ে পুলিশ সেখানে গেলে বাইকে এসে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত বিপ্লব পলাতক

ঘটনার পর বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, ক্যানিংয়ের SDPO দেবী দয়াল কুণ্ডু ও পুলিশবাহিনী নিয়ে এলাকায় পৌঁছান ৷ তল্লাশি চালানো হয় সেখানে। এক জনকে গ্রেপ্তারও করা হয় । এর পাশাপাশি এলাকা থেকে দুটি মোটরবাইক উদ্ধার করা হয়ে ৷ যদিও এখনও পর্যন্ত পলাতক মূল অভিযুক্ত । ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ৷ ।

Intro:পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ এক পুলিশ কর্মী। ক্যানিং বাজারের ঘটনা। গুরুতর জখম পুলিশ কর্মীর নাম সোম রাই টুডু। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। গত রাতে ক্যানিং বাজার লাগোয়া সাত নম্বর দীঘির পাড় এলাকায় একটা গন্ডগোল হয়। সেই ঘটনায় নাম জরায় স্থানীয় দুষ্কৃতী বিপ্লব সেনের। তাকে ধরার জন্য পুলিশ মঙ্গলবার রাতে সেখানে গেলে বাইকে করে এসে বিপ্লব পুলিশ কে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বিপ্লব।Body:ঘটনার পর বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু সহ ক্যানিং এসডিপিও দেবী দয়াল কুন্ডু ও ক্যানিং থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় তল্লাশি চালায়। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি এলাকা থেকে দুটি মোটরবাইক উদ্ধার করেছে। এখনো পর্যন্ত পলাতক মূল অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।Conclusion:Intro ও body তে কপি দিলাম
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.