ETV Bharat / state

ফের ভবঘুরেদের খাওয়াল সোনারপুর GRP

author img

By

Published : Apr 4, 2020, 2:25 PM IST

Updated : Apr 14, 2020, 8:21 PM IST

লকডাউনের জেরে খেতে না পাওয়া ভবঘুরে মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করল সোনারপুর GRP র কর্মীরা ৷ বিভিন্ন ষ্টেশনে তাঁরা ভবঘুরেদের খাওয়াচ্ছেন বলে জানিয়েছেন সোনারপুর GRP র OC ঋকবেদ সাহা ৷ মানবিকতার আর ছবি দেখা গেল সোনারপুরের তেঘরিয়া এলাকায় ৷ সারমেয়দের খাওয়ানোর ব্যবস্থা করলেন তাঁরা

Police feeding poor people students are feeding street dog
ভবঘুরেদের খাওয়ালো পুলিশ, সারমেয়দের খাওয়াতে এগিয়ে এল ছাত্ররা

সোনারপুর,4 এপ্রিল : ফের ভবঘুরেদের খাওয়ানোর ব্যবস্থা করল সোনারপুর GRP ৷ স্টেশন চত্বরে থাকা ভবঘুরেদের বৄহস্পতিবার দুপুরে GRP র পক্ষ থেকে খাওয়ানো হয় ৷

লকডাউন শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই বিভিন্ন স্টেশনে তাঁরা ভবঘুরেদের খাওয়াচ্ছেন বলে জানিয়েছেন সোনারপুর GRP র OC ঋকবেদ সাহা ৷ GRP কর্মীরা নিজেরাই রান্না করে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও খাবার পরিবেশন করেন ৷ মাংস-ভাত খাওয়ানো হয় ৷

ভবঘুরেদের খাওয়াল সোনারপুর GRP


এদিকে নিজেদের জমানো সঞ্চয়কে কাজে লাগিয়ে ও কিছু চাঁদা তুলে এলাকার সারমেয়দের খাওয়ানোর ব্যবস্থা করলেন সোনারপুরের তেঘরিয়া এলাকার কয়েকজন যুবক ৷ তাঁরা বলেন, "লকডাউনের জেরে কার্যত না খেয়ে ছিল এইসব সারমেয় ৷ কারণ এলাকার সমস্ত খাওয়ার হোটেল বন্ধ ৷" বৄহস্পতিবার দুপুরে নিজেরাই রান্না করে ভ্যানে চাপিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সারমেয়দের খাওয়ানোর ব্যবস্থা করেন তাঁরা ৷

সোনারপুর,4 এপ্রিল : ফের ভবঘুরেদের খাওয়ানোর ব্যবস্থা করল সোনারপুর GRP ৷ স্টেশন চত্বরে থাকা ভবঘুরেদের বৄহস্পতিবার দুপুরে GRP র পক্ষ থেকে খাওয়ানো হয় ৷

লকডাউন শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই বিভিন্ন স্টেশনে তাঁরা ভবঘুরেদের খাওয়াচ্ছেন বলে জানিয়েছেন সোনারপুর GRP র OC ঋকবেদ সাহা ৷ GRP কর্মীরা নিজেরাই রান্না করে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও খাবার পরিবেশন করেন ৷ মাংস-ভাত খাওয়ানো হয় ৷

ভবঘুরেদের খাওয়াল সোনারপুর GRP


এদিকে নিজেদের জমানো সঞ্চয়কে কাজে লাগিয়ে ও কিছু চাঁদা তুলে এলাকার সারমেয়দের খাওয়ানোর ব্যবস্থা করলেন সোনারপুরের তেঘরিয়া এলাকার কয়েকজন যুবক ৷ তাঁরা বলেন, "লকডাউনের জেরে কার্যত না খেয়ে ছিল এইসব সারমেয় ৷ কারণ এলাকার সমস্ত খাওয়ার হোটেল বন্ধ ৷" বৄহস্পতিবার দুপুরে নিজেরাই রান্না করে ভ্যানে চাপিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সারমেয়দের খাওয়ানোর ব্যবস্থা করেন তাঁরা ৷

Last Updated : Apr 14, 2020, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.