কাকদ্বীপ, 4 মে: সিসিটিভি ফুটেজ দেখে বজবজ শুটআউট কাণ্ডে 1 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম শেখ সইফুদ্দিন ওরফে আফ্রিদি ৷ অভিযুক্ত রবীন্দ্রনগর থানা এলাকার বাসিন্দা । বুধবার রাতে কাকদ্বীপ থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ।
ঠিক কী হয়েছিল বুধবার বজবজে ? একটি পুরনো মামলায় বুধবার আলিপুর আদালতে সাক্ষী দিতে যান বজবজের বিড়লাপুরের বাসিন্দা আলতাবউদ্দিন ওরফে হুলতাল । সাক্ষী দেওয়ার পর ট্রেনে চড়ে বজবজে পৌঁছন । তারপর বাইকে করে নোদাখালি থানার চণ্ডীপুরের উদ্দেশে রওনা হন । আলতাবউদ্দিনের এক সঙ্গীও ছিলেন ৷ এদিন দুপুরে বজবজ থানার কয়লাসড়ক মোড়ের কাছে আলতাবউদ্দিন ওরফে হুলতালের উপর হামলা চালায় শোবরাজ গাজি-সহ আরও কয়েকজন দুষ্কৃতী ৷
অভিযোগ, আলতাবউদ্দিনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। চোখে লেগে মাথার পিছন দিয়ে গুলি বেরিয়ে যায় বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় অটোয় চড়েন আলতাবউদ্দিন। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার আলতাবউদ্দিনকে নিয়ে যান তাঁর সঙ্গীই ৷ পরে সেখান থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয় তাঁকে। আলতাবউদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এমআরআইয়ে শরীরে কোনও গুলির সন্ধান পাওয়া যায়নি। এদিকে, এই ঘটনায় জখম আলতাবউদ্দিনের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ সইফুদ্দিন ওরফে আফ্রিদির নামে একটি এফআইআরও করা হয় ৷
আরও পড়ুন: আদালতে সাক্ষী দিয়ে ফেরার পথে ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, বজবজে চাঞ্চল্য
আহতের পরিবারের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ ঘটনার 24 ঘণ্টার মধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হল তারা ৷ কী কারণে সে গুলি চালিয়েছিল, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞসাবাদ শুরু করছে পুলিশ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান রাজনৈতিক রেষারেষির জেরেই শুট-আউটের ঘটনাটি ঘটেছে ৷
কয়েকদিন আগেই ভরদুপুরে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের টিটাগড় এলাকায় শুটআউট হয় ৷ নিহত হন আনোয়ার আলি নামে এক তৃণমূল কর্মী ৷ 28 এপ্রিল শুক্রবার দুপুর নামাজ পড়ে বেরনোর সময়েই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি করেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই আবারও শুটআউটের ঘটনা ৷