ETV Bharat / state

Pregnant Woman: গর্ভবতী মহিলাকে লাথি আত্মীয়ের, গ্রেফতার 3 অভিযুক্ত - মৃত সন্তান প্রসব মহিলার

দুই পরিবারের মধ্যে জমি নিয়ে অশান্তি ৷ অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ তাঁর কাকা ও পরিবারে লোকজনের বিরুদ্ধে (Relatives Kicked a Pregnant Woman) ৷ আহত গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন ৷

Relatives Kicked a Pregnant Woman
গর্ভবতী মহিলাকে লাথি আত্মীয়ের
author img

By

Published : Jul 30, 2022, 10:20 PM IST

ভাঙড়, 30 জুলাই: জমি নিয়ে পারিবারিক বিবাদ ৷ তার জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে ৷ গুরুতর আহত অবস্থায় জিরেনগাছা হাসপাতালে চিকিৎসাধীন আহত বধূ ৷ গৃহবধূর বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার 3 অভিযুক্ত (Three Man Accused To Kicked A Pregnant Woman) ৷

পুলিশ সূত্রে খবর, ভাঙড়ের কাশিপুর থানা এলাকার চালতাবেড়িয়া গ্রামে মণিরুল মল্লিক এবং আলাউদ্দিন মল্লিকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জায়গা সংক্রান্ত বিবাদ । অভিযোগ, শনিবার আলাউদ্দিন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মণিরুলের বাড়ির গিয়ে হম্বিতম্বি করতে শুরু করে ‌। সেইসময় মণিরুলের অন্তঃসত্ত্বা মেয়ে ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করে ৷ এরপর পরেই মণিরুলের আত্মীয়ারা তাঁর মেয়ের উপর চড়াও হয় ৷ তাঁর মেয়ের পেটে লাথি মারেন ৷ মারের চোটে গুরুতর আহত হয়ে পড়েন মণিরুলের মেয়ে ।

গর্ভবতী মহিলাকে লাথি আত্মীয়ের

আরও পড়ুন: দেগঙ্গায় মধ্যযুগীয় বর্বরতা, কন্যাসন্তানের জন্ম দেওয়ায় মহিলাকে মারধর স্বামীর !

গুরুতর আহত অবস্থায় মণিরুলের মেয়েকে জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মৃত সন্তান প্রসব করেন ওই মহিলা ৷ চিকিৎসকরা জানান, মারধরের জেরে অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্য়ু হয়েছে গর্ভস্থ সন্তানের ৷

ভাঙড়, 30 জুলাই: জমি নিয়ে পারিবারিক বিবাদ ৷ তার জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে ৷ গুরুতর আহত অবস্থায় জিরেনগাছা হাসপাতালে চিকিৎসাধীন আহত বধূ ৷ গৃহবধূর বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার 3 অভিযুক্ত (Three Man Accused To Kicked A Pregnant Woman) ৷

পুলিশ সূত্রে খবর, ভাঙড়ের কাশিপুর থানা এলাকার চালতাবেড়িয়া গ্রামে মণিরুল মল্লিক এবং আলাউদ্দিন মল্লিকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জায়গা সংক্রান্ত বিবাদ । অভিযোগ, শনিবার আলাউদ্দিন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মণিরুলের বাড়ির গিয়ে হম্বিতম্বি করতে শুরু করে ‌। সেইসময় মণিরুলের অন্তঃসত্ত্বা মেয়ে ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করে ৷ এরপর পরেই মণিরুলের আত্মীয়ারা তাঁর মেয়ের উপর চড়াও হয় ৷ তাঁর মেয়ের পেটে লাথি মারেন ৷ মারের চোটে গুরুতর আহত হয়ে পড়েন মণিরুলের মেয়ে ।

গর্ভবতী মহিলাকে লাথি আত্মীয়ের

আরও পড়ুন: দেগঙ্গায় মধ্যযুগীয় বর্বরতা, কন্যাসন্তানের জন্ম দেওয়ায় মহিলাকে মারধর স্বামীর !

গুরুতর আহত অবস্থায় মণিরুলের মেয়েকে জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মৃত সন্তান প্রসব করেন ওই মহিলা ৷ চিকিৎসকরা জানান, মারধরের জেরে অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্য়ু হয়েছে গর্ভস্থ সন্তানের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.