ETV Bharat / state

ডাকাতির জন্য নেওয়া হত ভাড়া, গ্রেপ্তার ২ দুষ্কৃতী - south 24 paraganas

ডাকাতির তদন্ত করতে গিয়ে এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

উদ্ধার হওয়া অস্ত্র
author img

By

Published : Mar 20, 2019, 3:23 PM IST

জয়নগর, ২০ মার্চ : ডাকাতির তদন্ত করতে গিয়ে দুই দুষ্কৃতী সহতিনটি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার। মুুসা খান ও মইদুল্লা মোল্লা নামে ওই দুই দুষ্কৃতীকেবারুইপুর রেল কলোনি থেকে গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিশ। আজ ধৃতদের বারুইপুর আদালতে তোলা হচ্ছে।

১৯ ফেব্রুয়ারিজয়নগর থানা এলাকার একটি ইটভাটাতে গিয়ে মালিককে দু'লাখ টাকার জন্য শাসিয়ে এসেছিল একদল দুষ্কৃতী। টাকা দিতে না পারায়চলতি মাসের ৫তারিখ রাতে একদল দুষ্কৃতীইটভাটাতে গিয়ে ডাকাতি করে। সেই ঘটনায় ভাটার মালিক থানায় অভিযোগ করলেতদন্তে নামে পুলিশ।তারা কিছুদিন আগেই সাতজনকে গ্রেপ্তার করে। এরপর তাদের থেকে আরও দু'জনের খোঁজ পায়। আজ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই দু'জনকে বাইরের জেলার দুষ্কৃতীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়ডাকাতির জন্য ভাড়া নিত। এই ঘটনা সামনে আসায় হতবাক জয়নগর থানার পুলিশ। চলতি মাসের ডাকাতির ঘটনায় মোট ন'জনকে গ্রেপ্তার করলজয়নগর থানার পুলিশ।

জয়নগর, ২০ মার্চ : ডাকাতির তদন্ত করতে গিয়ে দুই দুষ্কৃতী সহতিনটি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার। মুুসা খান ও মইদুল্লা মোল্লা নামে ওই দুই দুষ্কৃতীকেবারুইপুর রেল কলোনি থেকে গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিশ। আজ ধৃতদের বারুইপুর আদালতে তোলা হচ্ছে।

১৯ ফেব্রুয়ারিজয়নগর থানা এলাকার একটি ইটভাটাতে গিয়ে মালিককে দু'লাখ টাকার জন্য শাসিয়ে এসেছিল একদল দুষ্কৃতী। টাকা দিতে না পারায়চলতি মাসের ৫তারিখ রাতে একদল দুষ্কৃতীইটভাটাতে গিয়ে ডাকাতি করে। সেই ঘটনায় ভাটার মালিক থানায় অভিযোগ করলেতদন্তে নামে পুলিশ।তারা কিছুদিন আগেই সাতজনকে গ্রেপ্তার করে। এরপর তাদের থেকে আরও দু'জনের খোঁজ পায়। আজ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই দু'জনকে বাইরের জেলার দুষ্কৃতীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়ডাকাতির জন্য ভাড়া নিত। এই ঘটনা সামনে আসায় হতবাক জয়নগর থানার পুলিশ। চলতি মাসের ডাকাতির ঘটনায় মোট ন'জনকে গ্রেপ্তার করলজয়নগর থানার পুলিশ।

পুরান ডাকাতির ঘটনার তদন্তে নেমে দুই ডাকতকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। ধৃতদের কাছে থেকে তিনটি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গত ফ্রেবুয়ারি মাসের ১৯ তারিখে জয়নগর থানা এলাকার একটি ইট ভাটাতে গিয়ে ভাটা মালিককে দু লাখ টাকার জন্য শাসিয়ে এসেছিল একদল দুষ্কৃতী। টাকা দিতে না পারায় সেই ঘটনার পর চলতি মাসের পাঁচ তারিখ রাতে একদল ডাকাত ইট ভাটাতে এসে ডাকাতি করে। সেই ঘটনার তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ সাত জন ডাকাতকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞেশাবাদ করে পুলিশ গত রাতে বারুইপুর থানার রেল কলনি এলাকা থেকে পুলিশ দুজনকে গ্রেফতার করে। পুলিশের গারিতে ধৃত একজনকে নিয়ে পুলিশ দুজনকে ধরতে পারে। গারিতে থাকা ধৃত ডাকাত দুজনকে চিনিয়ে দেই পুলিশকে। ধৃত দুজনের নাম মুসা খান এবং মইদুল মোল্লা। পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই দুজন পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলাতে ডাকাতির জন্য জেত। মুলত বাইরের জেলার দুষ্কৃতীরা এদের কে ডাকাতি করারা জন্য ভাড়া করে নিয়ে জেত। এই ঘটনা সামনে আশায় অবাক জয়নগর থানার পুলিশ। চলতি মাসের ডাকাতির ঘটনায় এই নিয়ে মোট নয়জনকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ।  আজ ধৃতদের বারুইপুর আদালতে তোলা হবে। তাদেরকে জিগেশাবাদ করে আরও ডাকাতির ঘটনার কিনারা হবে বলে দাবি জয়নগর থানার পুলিশ আধিকারিকেরা। 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.