জয়নগর, ২০ মার্চ : ডাকাতির তদন্ত করতে গিয়ে দুই দুষ্কৃতী সহতিনটি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার। মুুসা খান ও মইদুল্লা মোল্লা নামে ওই দুই দুষ্কৃতীকেবারুইপুর রেল কলোনি থেকে গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিশ। আজ ধৃতদের বারুইপুর আদালতে তোলা হচ্ছে।
১৯ ফেব্রুয়ারিজয়নগর থানা এলাকার একটি ইটভাটাতে গিয়ে মালিককে দু'লাখ টাকার জন্য শাসিয়ে এসেছিল একদল দুষ্কৃতী। টাকা দিতে না পারায়চলতি মাসের ৫তারিখ রাতে একদল দুষ্কৃতীইটভাটাতে গিয়ে ডাকাতি করে। সেই ঘটনায় ভাটার মালিক থানায় অভিযোগ করলেতদন্তে নামে পুলিশ।তারা কিছুদিন আগেই সাতজনকে গ্রেপ্তার করে। এরপর তাদের থেকে আরও দু'জনের খোঁজ পায়। আজ তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই দু'জনকে বাইরের জেলার দুষ্কৃতীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়ডাকাতির জন্য ভাড়া নিত। এই ঘটনা সামনে আসায় হতবাক জয়নগর থানার পুলিশ। চলতি মাসের ডাকাতির ঘটনায় মোট ন'জনকে গ্রেপ্তার করলজয়নগর থানার পুলিশ।