মহেশতলা, 2 জানুয়ারি : বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর আপ্ত সহায়কের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ-র।
সিআইটিইউ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর আপ্ত সহায়ক আসাদুল্লাহ গায়েনকে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রমণ করে বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার মহেশতলা এলাকায় এই ঘটনা ঘটে । এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ । তবে আক্রমণকারীরা যে শাসকদলের লোক তা স্পষ্ট করেছেন নিগৃহীত আসাদুল্লাহ । তারপর থেকেই ক্রমশ ক্ষোভ সৃষ্টি হয় রাজ্যের বিরোধী শিবিরে । ঘটনার নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । কেন এমন ঘটনা ঘটল, তার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ।
মহেশতলার আশুতি কালীতলা থানার অন্তর্গত চটাবাজারে আসাদুল্লাহ গায়েনের দোকান ঘর । অভিযোগ, আসাদুল্লাহ গায়েনের পৈতৃক দোকান দখল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা । দলের পার্টি অফিস তৈরি করার জন্য দোকান দখল বলে অভিযোগ । তাদের বাধা দিতে গিয়েই আক্রান্ত হন আসাদুল্লাহ । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, দিশাহীন রাজ্যের সরকার । ক্ষমতা হারাবার ভয় সাধারণ মানুষকে আক্রমণ করছে । শাসকদলের ঘর ভাঙছে সেই আতঙ্কে সাধারণ মানুষের বাড়ি দখল করে পার্টি অফিস করার চক্রান্ত তৃণমূল কংগ্রেসের ।
সমগ্র ঘটনার তীব্র নিন্দা করে সিআইটিইউর রাজ্য সম্পাদক অনাদি সাহু বলেন, রাজ্যের মানুষ শাসকদলের গুন্ডাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এদের ক্ষমতা থেকে টেনে নামাতে প্রস্তুত হচ্ছে বাম এবং ধর্মনিরপেক্ষ শক্তি । সিআইটিইউ রাজ্য কমিটি এই ঘটনার তীব্র নিন্দা করছে । অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ।