ডায়মন্ড হারবার, 24 জানুয়ারি: সুন্দরবনের উন্নয়নের দাবিতে হেঁটে দিল্লি অভিযানের সুবর্ণ জয়ন্তী বর্ষে ফের জোরালো হল সুন্দরবনের উন্নয়নের দাবি। আজ থেকে ঠিক 50 বছর আগে আজকের দিনে সুন্দরবনের উন্নয়নের দাবিতে রায়দিঘীর কাশীনগর থেকে হেঁটে দিল্লি অভিযান করা হয়েছিল।
প্রয়াত অরবিন্দ সরকার, স্বপনকুমার দাশগুপ্ত, মণীন্দ্রকুমার বৈদ্য 34 দিন ধরে হেঁটে দিল্লি পৌঁছে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সঙ্গে দেখা করে সুন্দরবনের উন্নয়নের দাবি রাখেন। তার 50 বছর পর পিছিয়ে পড়া সুন্দরবনের জনজাতির উন্নয়নের দাবি নিয়ে আজ ফের ডায়মন্ড হারবারের রবীন্দ্রভবনে এক সভা করা হয়। উপস্থিত ছিলেন সুন্দরবনের উন্নতিতে কাজ করা বিভিন্ন কর্মী এবং গবেষকরা। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন গবেষক সঞ্জয় ঘোষ, সুন্দরবনোলজি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ইন্দ্রনীল বৈদ্য, বিশিষ্ট পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত চিকিৎসক অরুণোদয় মণ্ডল।
উপস্থিত সকলেই সুন্দরবনকে রক্ষা করার জন্য দৃঢ় সংকল্প হন। এ ছাড়াও এই অনুষ্ঠানের মঞ্চ থেকে ভবিষ্যতে সুন্দরবনকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করার সংকল্প নেন সবাই।