ETV Bharat / state

বারুইপুরে কোয়ারান্টাইন সেন্টারের প্রতিবাদে বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের - South 24 parganas

এলাকায় কোয়ারান্টাইন সেন্টার হলে স্থানীয়দেরও কোরোনা সংক্রমণের আশঙ্কা থাকতে পারে ৷ তাই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷

লাঠিচার্জ পুলিশের
লাঠিচার্জ পুলিশের
author img

By

Published : Apr 21, 2020, 8:15 PM IST

বারুইপুর, 21 এপ্রিল : এলাকায় কোয়ারান্টাইন সেন্টার করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । ঘটনাটি বারুইপুর থানা কৃষক বাজার এলাকাযর ।

রাস্তা অবরোধের খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থানে যায় । পুলিশের পাশাপাশি বারুইপুর ব্লকের BDO নিজে ঘটনাস্থানে পৌঁছান । গ্রামবাসীদের বারবার বোঝানোর চেষ্টা করেও অবরোধ তুলতে ব্যর্থ হয় পুলিশ । পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু । এলাকায় কোয়ারান্টাইন সেন্টার তৈরির প্রতিবাদে গ্রামবাসীরা কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে । পরে অবরোধ সরাতে লাঠিচার্জ করে পুলিশ । এলাকায় অবৈধ জমায়েত করায় কয়েকজনকে আটকও করা হয় ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় কোনওভাবেই কোয়ারান্টাইন সেন্টার করতে দেওয়া হবে না । কৃষক বাজারে অনেক সবজি থাকে । সেই সবজি বিভিন্ন জায়গায় যায় । ফলে এখানে বহিরাগতরা থাকলে তার থেকে এলাকার মানুষ কোরোনা আক্রান্ত হতে পারে । সেই আশঙ্কাতেই বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । যদিও পুলিশ সূত্রে খবর, গ্রামের মানুষ ভুল বুঝে রাস্তা অবরোধ করে । পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয় ।

বারুইপুর, 21 এপ্রিল : এলাকায় কোয়ারান্টাইন সেন্টার করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । ঘটনাটি বারুইপুর থানা কৃষক বাজার এলাকাযর ।

রাস্তা অবরোধের খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থানে যায় । পুলিশের পাশাপাশি বারুইপুর ব্লকের BDO নিজে ঘটনাস্থানে পৌঁছান । গ্রামবাসীদের বারবার বোঝানোর চেষ্টা করেও অবরোধ তুলতে ব্যর্থ হয় পুলিশ । পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু । এলাকায় কোয়ারান্টাইন সেন্টার তৈরির প্রতিবাদে গ্রামবাসীরা কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে । পরে অবরোধ সরাতে লাঠিচার্জ করে পুলিশ । এলাকায় অবৈধ জমায়েত করায় কয়েকজনকে আটকও করা হয় ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় কোনওভাবেই কোয়ারান্টাইন সেন্টার করতে দেওয়া হবে না । কৃষক বাজারে অনেক সবজি থাকে । সেই সবজি বিভিন্ন জায়গায় যায় । ফলে এখানে বহিরাগতরা থাকলে তার থেকে এলাকার মানুষ কোরোনা আক্রান্ত হতে পারে । সেই আশঙ্কাতেই বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । যদিও পুলিশ সূত্রে খবর, গ্রামের মানুষ ভুল বুঝে রাস্তা অবরোধ করে । পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.