ভাঙড়, 22 জুন : কোরোনা ভাইরাস আতঙ্কে বাজার বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা ভাঙড়ে । কলকাতা লেদার কমপ্লেক্স থানার ভোজেরহাট এলাকার ঘটনা ।
জানা যায়, ভোজেরহাট বাজারের পার্শ্ববর্তী ভাটিপোতা গ্রামের মসজিদের ইমাম COVID-19-এ আক্রান্ত । তাই ভোজেরহাট বাজারসহ গোটা এলাকা কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয় । সেকারণে গতকাল ভোজেরহাট বাজার কমিটির পক্ষ থেকে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । অভিযোগ, এরপর কয়েকটি দোকান প্রশাসনের মদতে খুলছিল । এদিকে গ্রামবাসীর দাবি, ভাটিপোতা মসজিদের ইমাম COVID-19 আক্রান্ত নন । মিথ্যা কথা বলে বাজার বন্ধ করে দিয়েছে ব্যাবসায়ী সমিতি । এই ঘটনার প্রতিবাদে আজ ব্যাপক বিক্ষোভ দেখায় গ্রামবাসী ।
বাজার কমিটির যুগ্ম সম্পাদক তথা স্থানীয় তৃণমূল নেতা অহেদ আলি শেখের দাবি, “গ্রামের মানুষকে ভুল বোঝানো হয়েছে । তাঁঁরা ভুল বুঝে এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছিলেন । পরে ভুল বুঝতে পেরে চলে যান ।” অন্যদিকে বাজার কমিটি যাতে ভুল স্বীকার তার জন্য বিক্ষোভ দেখায় গ্রামবাসী । প্রশাসন সূত্রে খবর, মসজিদের ইমাম কোরোনা আক্রান্ত । বর্তমানে তিনি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি আছেন । গ্রামবাসীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে পুলিশ ।