ETV Bharat / state

করোনা বিধিনিষেধ নিয়ে সচেতন মানুষ, খুশি বারুইপুর পুলিশ

author img

By

Published : May 17, 2021, 2:12 PM IST

রাত 9 টা থেকে ভোট 5 টা পর্যন্ত কেউ যাতে না বেরোয় তার জন্য তৎপর বারুইপুর থানার পুলিশ ৷ পুলিশের বক্তব্য, বিধিভঙ্গের কোনও ঘটনা ঘটেনি ৷

নাইট কার্ফু সফল করতে রাস্তায় বারুইপুর পুলিশ
নাইট কার্ফু সফল করতে রাস্তায় বারুইপুর পুলিশ

বারুইপুর, 17 মে : রাজ্যের দৈনিক সংক্রমণে ও মৃতের সংখ্যায় রাশ টানতে গতকাল থেকে কার্যত লকডাউন বলবৎ করা হয়েছে ৷ কড়া বিধিনিষেধ মানতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি টহল চলেছে, পাশাপাশি ব়্যাফ নেমেছে পরিস্থিতি সামাল দিতে ৷ এছাড়াও বিভিন্ন জায়গায় রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত বাড়ির বাইরে অকারণে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ আর রাজ্য সরকারের এই নির্দেশিকা সফল করতে রবিবার রাতে রাস্তায় নামে বারুইপুর থানার পুলিশ ৷ এসডিপিও বারুইপুর অভিষেক মজুমদার ও আইসি দেব কুমার রায়ের নেতৃত্বে বারুইপুর রেল ওভারব্রিজ মোড়ে চলে পুলিশি অভিযান ৷

কার্যত লকডাউনের প্রথম রাত সফল করতে রাস্তায় অকারণে বের হওয়া গাড়ি দেখলেই চলছে পুলিশি জিজ্ঞাসাবাদ ৷ শুধু তাই নয়, প্রয়োজন ছাড়া যাতে রাস্তায় কেউ না বের হয় তার নির্দেশও দিচ্ছে পুলিশ ৷ গতরাতের পুলিশি অভিযানে সঙ্গ দিতে দেখা যায় বারুইপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য তথা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূলের ব্লক সভাপতি গৌতম দাসকে ৷

আরও পড়ুন : বিধিনিষেধ ভাঙলেই কান ধরে ওঠবোস ভাঙড়ে

প্রথম রাত বলে কারোর বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেয়নি ৷ বরং সতর্ক করে তাদের বাড়ির পথে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ কর্তব্যরত পুলিশের একটাই বার্তা, প্রথম দিন বলে ছাড় দেওয়া হয়েছে ৷ তবে এরপর যদি কেউ বেরনোর যথেষ্ট প্রমাণ না দিতে পারে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷

এবিষয়ে বারুইপুর থানার এসডিপিও বলেন, "মানুষ অনেকটাই সচেতন হয়েছেন ৷ আর যাঁরা বেরিয়েছেন তাঁরা প্রয়োজনেই বাড়ি থেকে বের হয়েছেন ৷ এদের মধ্যে প্রায় সকলেই হাসপাতালের দিকে যাচ্ছেন ৷ তবে কারোর মধ্যে বিধিভঙ্গের প্রবণতা দেখতে পাওয়া যায়নি ৷ যদি তেমন ঘটনা ঘটে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷"

পুলিশকে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন তৃণমূল নেতা গৌতম দাস ৷ তাঁর কথায়, "পুলিশ পুলিশের কাজ করবে ৷ সারা দিন ধরে পুলিশ যেভাবে কড়া পদক্ষেপ পালনে রত রয়েছে তা প্রশংসনীয় ৷"

বারুইপুর, 17 মে : রাজ্যের দৈনিক সংক্রমণে ও মৃতের সংখ্যায় রাশ টানতে গতকাল থেকে কার্যত লকডাউন বলবৎ করা হয়েছে ৷ কড়া বিধিনিষেধ মানতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি টহল চলেছে, পাশাপাশি ব়্যাফ নেমেছে পরিস্থিতি সামাল দিতে ৷ এছাড়াও বিভিন্ন জায়গায় রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত বাড়ির বাইরে অকারণে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ আর রাজ্য সরকারের এই নির্দেশিকা সফল করতে রবিবার রাতে রাস্তায় নামে বারুইপুর থানার পুলিশ ৷ এসডিপিও বারুইপুর অভিষেক মজুমদার ও আইসি দেব কুমার রায়ের নেতৃত্বে বারুইপুর রেল ওভারব্রিজ মোড়ে চলে পুলিশি অভিযান ৷

কার্যত লকডাউনের প্রথম রাত সফল করতে রাস্তায় অকারণে বের হওয়া গাড়ি দেখলেই চলছে পুলিশি জিজ্ঞাসাবাদ ৷ শুধু তাই নয়, প্রয়োজন ছাড়া যাতে রাস্তায় কেউ না বের হয় তার নির্দেশও দিচ্ছে পুলিশ ৷ গতরাতের পুলিশি অভিযানে সঙ্গ দিতে দেখা যায় বারুইপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য তথা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূলের ব্লক সভাপতি গৌতম দাসকে ৷

আরও পড়ুন : বিধিনিষেধ ভাঙলেই কান ধরে ওঠবোস ভাঙড়ে

প্রথম রাত বলে কারোর বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেয়নি ৷ বরং সতর্ক করে তাদের বাড়ির পথে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ কর্তব্যরত পুলিশের একটাই বার্তা, প্রথম দিন বলে ছাড় দেওয়া হয়েছে ৷ তবে এরপর যদি কেউ বেরনোর যথেষ্ট প্রমাণ না দিতে পারে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷

এবিষয়ে বারুইপুর থানার এসডিপিও বলেন, "মানুষ অনেকটাই সচেতন হয়েছেন ৷ আর যাঁরা বেরিয়েছেন তাঁরা প্রয়োজনেই বাড়ি থেকে বের হয়েছেন ৷ এদের মধ্যে প্রায় সকলেই হাসপাতালের দিকে যাচ্ছেন ৷ তবে কারোর মধ্যে বিধিভঙ্গের প্রবণতা দেখতে পাওয়া যায়নি ৷ যদি তেমন ঘটনা ঘটে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷"

পুলিশকে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন তৃণমূল নেতা গৌতম দাস ৷ তাঁর কথায়, "পুলিশ পুলিশের কাজ করবে ৷ সারা দিন ধরে পুলিশ যেভাবে কড়া পদক্ষেপ পালনে রত রয়েছে তা প্রশংসনীয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.