বকখালি, 27 সেপ্টেম্বর : ঘূর্ণিঝড় গুলাব ও ঘূর্ণাবর্তের জোড়া ফলাই বিধ্বস্ত সুন্দরবন। আশঙ্কা মতো ঘূর্ণিঝড় গুলাব শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ সোমবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি ৷ দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার বহু নদী বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ নদী তীরবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ব্লক প্রশাসনের তরফে বকখালি পর্যটন কেন্দ্র ইতিমধ্যেই পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে ৷ প্রশাসনের তরফে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নামখানার বিডিও ৷
স্থানীয় প্রশাসন ও উপকূল তীরবর্তী এলাকার মানুষজনকে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে ৷ ইতিমধ্যে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষকে নিরাপদ স্থান ফ্লাড সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে ৷ পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা প্রশাসন ৷ প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিনিধি দলকে। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দফতর থেকে কয়েকটি দলকে সুন্দরবনের প্রান্তিক এলাকায় পাঠানো হয়েছে ৷ জলস্ফীতি আশঙ্কা করছেন সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন : দুই মৎস্যজীবীর প্রাণ কাড়ল 'গুলাব', শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়
নিম্নচাপ ও টানা বৃষ্টির জেরে সুন্দরবনের একাধিক জায়গায় নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ স্থানীয় ব্লক প্রশাসনের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ চলছে। মজুত রাখা হয়েছে শুকনো খাবারও ৷ এদিন সকালে বকখালি সমুদ্র সৈকতে স্থানীয় প্রশাসন ও নৌ-বাহিনীর যৌথ উদ্যোগে পর্যটকদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করা হয় ৷ নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর বলেন, "সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে ৷ শুরু হয়েছে বৃষ্টির দাপট। ইতিমধ্যে দ্বীপ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে। পরিস্থিতির ওপর সর্বদা নজর রাখছে স্থানীয় প্রশাসন। খুলে দেয়া হয়েছে ফ্লাট সেন্টারগুলিকে ৷ মজুত রাখা হয়েছে শুকনো খাবারের।