মথুরাপুর, 30 জুলাই: পঞ্চসায়র থেকে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরের 4 জয়ী বিরোধী পঞ্চায়েত প্রার্থীর উধাওকাণ্ডে নয়া মোড় । ঘটনার দেড় দিন পরে বাড়ি ফিরে পুরো বয়ানই বদলে ফেলেছেন ওই চার জয়ী প্রার্থী । রবিবার তাঁদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ভয় দেখিয়ে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে নিয়ে গিয়েছিল ৷ তাঁদের আরও দাবি, এর আগে এক চিঠিতে তাঁদের অপহরণ করা হয়নি বলে যে দাবি তাঁরা করেছিলেন, তাও জোর করে বলানো হয়েছিল ৷ চার জয়ী বিরোধী পঞ্চায়েত প্রার্থীর এই দাবির পর ফের অভিযোগ উঠছে, পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে শাসক শিবির ।
উল্লেখ্য, গত 27 জুলাই, গভীর রাতে পঞ্চসায়র থেকে মথুরাপুরের বিজেপির তিন ও সিপিএম সমর্থিত এক নির্দল জয়ী পঞ্চায়েত প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই ঘটনায় পঞ্চসায়র থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় । আদালতেও মামলা হয় ৷ যদিও এরইমধ্যে পঞ্চসায়র থানায় আসে একটি ‘চিঠি’। যাতে ওই চার জয়ী প্রার্থী জানিয়েছিলেন, তাঁদের কেউ অপহরণ করেনি । তাঁরা স্বেচ্ছাতেই গিয়েছিলেন । এরইমধ্যে পুলিশ সূত্রে খবর মেলে, চারজনকে দক্ষিণ 24 পরগনায় দেখা গিয়েছে ।
যদিও এখন ওই 4 জয়ী প্রার্থীর দাবি জোর করে তাঁদের দিয়ে ওই বয়ান লিখিয়ে নেওয়া হয়েছিল । রবিবার সকালে কৃষ্ণচন্দ্রপুরের অন্ধমুনিতলা গ্রামের 56 নম্বর বুথের বিজেপি প্রার্থী পুজা ছাঁটুইয়ের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওই চার জয়ী প্রার্থী ৷ 27 তারিখ রাতের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে এদিন ফের একবার তৃণমূলের দিকেই আঙুল তোলেন তাঁরা । অপহৃতদের দাবি, 27 জুলাই রাতে কলকাতার এক গেস্ট হাউসে যখন তাঁরা খাওয়া দাওয়া করছিলেন সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী গাড়ি নিয়ে সেখানে ৷ এরপর জোর করে ভয় দেখিয়ে ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের গাড়িতে তোলা হয় ৷ গাড়ি চলতে শুরু করার 10 মিনিট পর একটা জায়গায় নিয়ে যাওয়া হয় তাঁদের ৷ সেখানে পঞ্চায়েতের বিদায়ী প্রধান বাপি হালদার দাঁড়িয়ে ছিলেন ৷
আরও পড়ুন: পঞ্চায়েতে জয়ী কৃষ্ণচন্দ্রপুরের চার প্রার্থীকে অপহরণের অভিযোগ, হাইকোর্টে সিপিএমের কান্তি
অপহৃতরা জানিয়েছেন, এরপর তাঁদের নদী পাড় করে অন্য এক জায়গায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে একটি ফ্ল্যাটে রাখা হয় তাঁদের ৷ এরপর বিষয়টি জানাজানি হতে তৃণমূলের বিরুদ্ধে সরব হয় বিজেপি ও সিপিএম ৷ পুলিশ তাঁদের উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় ৷ কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 15 আসনের মধ্যে তৃণমূল পেয়েছে 4টি আসন । বিজেপির খাতায় 6টি আসন গিয়েছে ৷ সিপিএম জিতেছে 3 আসনে ও সিপিএম সমর্থিত নির্দলদের খাতায় 2টি আসন গিয়েছে । অভিযোগ, ভোট গণনার পরেই শাসকদলের হুমকির মুখে পড়েন বিরোধী শিবিরের 11 জয়ী প্রার্থী । সকলেই ভয়ে এলাকা ছাড়েন । বোর্ড গঠনের কথা শুরু হতেই তাঁরা ঘরে ফেরার তোড়জোড় করছিলেন বলে শোনা যায় । এরইমধ্যে বিরোধী শিবিরের চার প্রার্থীকে অপহরণ করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । যদিও এই বিষয়ে তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি ।