ঘুটিয়ারি শরিফ, 14 জুন : মদের আসরে চলল গুলি । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফে । মৃত যুবকের নাম ফিরোজ মোল্লা (30) ৷ এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন ৷ তাঁর নাম মাজেদ শেখ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে ঘুটিয়ারি শরিফ রেল স্টেশনের কাছে বসে মদ খাচ্ছিলেন ছয়-সাত জন যুবক । তারপর হঠাৎ তাঁদের নিজেদের মধ্যে বচসা শুরু হয় ৷ কিছুক্ষণ বচসা চলার পর গুলি চলতে শুরু করে । কয়েক রাউন্ড গুলি চলে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি৷
আরও পড়ুন : মেরামতি চলাকালীন টানা বৃষ্টিতে ভাঙল মণি নদীর বাঁধ, আতঙ্কিত এলাকাবাসী
ওই ঘটনায় গুলিবিদ্ধ হন ফিরোজ মোল্লা । আশঙ্কাজনক অবস্থায় ঘুটিয়ারি শরিফ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে মাজেদ শেখকে নিয়ে যাওয়া হয়েছে একটি নার্সিংহোমে ৷ সেখানে তাঁর চিকিৎসা চলছে ।
এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ । দু’টি গুলির খোলও পাওয়া গিয়েছে ঘটনাস্থল থেকে ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে বেআইনি অস্ত্র বাড়ি থেকে নিয়ে এসেছিল ফিরোজ । তারপর মদের আসরে তাঁদের মধ্যে শুরু হয় বচসা । এরপর ফিরোজ গুলি চালাতে থাকে । প্রথমে গুলি লাগে মাজেদ শেখের গায়ে । তারপর ফিরোজ নিজের দিকে তাক করে গুলি চালিয়ে দেয় । মদের নেশা জেরেই এরকম এলোপাথাড়ি গুলি চালানো ঘটনা বলে অনুমান পুলিশের ।
আরও পড়ুন : দিদিকে হারালাম, রেডস্টার নেত্রী শর্মিষ্ঠা চৌধুরির প্রয়াণে শোকস্তব্ধ ভাঙড়বাসী
তবে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । গুলি চালানোর পেছনে অন্য কোনও কারণ আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ ফিরোজ নিজেই নিজের দিকে গুলি চালিয়েছে না অন্য কেউ তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে খুন করেছে, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ।