ETV Bharat / state

বছর ঘুরে আমফানের স্মৃতি এখনও টাটকা, চোখ রাঙাচ্ছে যশ

author img

By

Published : May 20, 2021, 7:29 PM IST

আমফানের বছর কাটতে না কাটতে আরও একটা ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে । 23 থেকে 26 তারিখের মধ্যেই দিঘা-শঙ্করপুর উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ ৷ আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে ।

বছর ঘুরে আমফানের স্মৃতি এখনও টাটকা, চোখ রাঙাচ্ছে যশ
বছর ঘুরে আমফানের স্মৃতি এখনও টাটকা, চোখ রাঙাচ্ছে যশ

সুন্দরবন, 20 মে : দেশে তখন লকডাউন । করোনার প্রকোপ বাড়ছে দিন দিন ৷ মৃতের সংখ্যা বাড়ছে ৷ ততদিনে কাজ হারিয়েছেন অনেকে । খবরের কাগজ হোক কিংবা নিউজ় চ্যানেল ৷ বেশিরভাগ দিনই শোনা যেত মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু হচ্ছে পরিযায়ী শ্রমিকের ৷ এককথায় পরিস্থিতি তখন ভয়ঙ্কর ৷ ঠিক এই পরিস্থিতিতে আরও একটা বিপর্যয় ৷ বিপর্যয়ের নাম আমফান ৷ ঠিক একবছর আগে আজকের দিনে সাগরে আছড়ে পড়ে আমফান ৷ বাংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷ মৃত্যু হয় অনেকের ৷ আমফানের বছর কাটতে না কাটতে আরও একটা ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে । 23 থেকে 26 তারিখের মধ্যেই দিঘা-শঙ্করপুর উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ ৷

আজ থেকে ঠিক এক বছর আগে রাজ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান । গতিবেগ ছিল ঘণ্টায় 185 কিলোমিটার ৷ ওড়িশা ও পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় আমফান । সেইসময় দেশে করোনার প্রকোপ বাড়তে শুরু করে ৷ লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়েছিলেন বহু মানুষ । তার উপর আমফানের তাণ্ডবে প্রচুর ক্ষতি হয়ে যায় ৷ বিশেষ করে প্রভাব পড়ে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর, বকখালি, পাথরপ্রতিমা , নামখানা ,রায়দিঘি ও ডায়মন্ডহারবারের উপকূলবর্তী এলাকায় ৷ আমফানের ধ্বংসলীলায় প্রাণ হারান 72 জন। শয়ে শয়ে গাছ ভেঙে পড়ে ৷ বাসস্থানহীন হয়ে পড়েন বহু মানুষ ৷ কোথাও দিনের পর দিন বিদ্যুৎ নেই ৷ জল নেই ৷ উপকূলবর্তী এলাকা থেকে দু‘লাখ মানুষকে নিরাপদে উদ্ধার করে ত্রাণ শিবিরে আনা হয়েছিল ।

এর আগে আয়লা হয়েছে ৷ বুলবুল হয়েছে ৷ কিন্তু, আমফানের মতো বড় ঘূর্ণিঝড় এর আগে হয়নি ৷ এই আমফানের জেরে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ নদী বাঁধে ফাটল দেখা যায় ৷ ভেঙে যায় নদী বাঁধ ৷ নোনা জলে কয়েকশো বিঘা জমির ক্ষয়ক্ষতি হয় । রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্থ মানুষদের আর্থিক সাহায্য ঘোষণা করা হয় । আমফানে ক্ষতিপূরণের জন্য রাজ্যকে 100 কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র সরকার ।

এই আমফানকে কেন্দ্র করে রাজনীতিতে জলঘোলা কম হয়নি ৷ ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে ৷ 2021-র বিধানসভা নির্বাচনে এই ইস্যুকে হাতিয়ার করা হয় ৷ এই রাজনীতির কবলে পড়ে যান না খেতে পাওয়া সাধারণ মানুষগুলি ৷ অভিযোগ, রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে ক্ষতিপূরণ দিলেও এখনও বহু জায়গায় ক্ষতিপূরণের টাকা পাননি অনেকে ৷ বিশেষ করে সাগর, নামখানা ,কাকদ্বীপ ও বকখালি ।

বছর ঘুরে আমফানের স্মৃতি এখনও টাটকা তার মধ্যেই চোখ রাঙাচ্ছে যশ

আরও পড়ুন, যশ আসছে, সতর্ক প্রশাসন; নিষেধাজ্ঞা সুন্দরবনের মৎস্যবন্দরে

অনেকের অভিযোগ, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ নদী বাঁধগুলিতে মেরামতির কাজ করা হলেও কয়েক জায়গায় এখনও মেরামতির কাজ বাকি রয়েছে । কেউ বলছেন বাড়ি মেরামতের আশ্বাস দিলেও সেটা পূরণ হয়নি ৷ কোনওভাবে তাপ্পি দেওয়া অবস্থায় রয়েছে বাড়িগুলি ৷ আমফানের স্মৃতি যেন এখনও পর্যন্ত টাটকা ৷ মুখে চোখে লেগে আছে আতঙ্ক ৷

সেই আতঙ্ক কাটতে না কাটতেই আরও একটা ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে । 23 থেকে 26 তারিখের মধ্যেই দিঘা-শঙ্করপুর উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ ৷ আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে । যশের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখছে দুই মেদিনীপুর সহ দুই 24 পরগনা । আবার আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে ৷ অনেকে বলছেন, আমফানের ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি ৷ তার উপর আবার ঝড় হলে এবার মারাই পড়বেন ৷

এদিকে, রাজ্যে করোনা পরিস্থিতিও চিন্তা বাড়াচ্ছে ৷ সংক্রমণ কমতে শুরু করলেও রেকর্ড হারে মৃত্যু হচ্ছে ৷ তার মধ্যে আরও একটা ঘূর্ণিঝড় ৷ এবছরও তাহলে কি আরও একবার ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে রাজ্যবাসী ? আতঙ্ক বাড়ছে ৷

সুন্দরবন, 20 মে : দেশে তখন লকডাউন । করোনার প্রকোপ বাড়ছে দিন দিন ৷ মৃতের সংখ্যা বাড়ছে ৷ ততদিনে কাজ হারিয়েছেন অনেকে । খবরের কাগজ হোক কিংবা নিউজ় চ্যানেল ৷ বেশিরভাগ দিনই শোনা যেত মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু হচ্ছে পরিযায়ী শ্রমিকের ৷ এককথায় পরিস্থিতি তখন ভয়ঙ্কর ৷ ঠিক এই পরিস্থিতিতে আরও একটা বিপর্যয় ৷ বিপর্যয়ের নাম আমফান ৷ ঠিক একবছর আগে আজকের দিনে সাগরে আছড়ে পড়ে আমফান ৷ বাংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷ মৃত্যু হয় অনেকের ৷ আমফানের বছর কাটতে না কাটতে আরও একটা ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে । 23 থেকে 26 তারিখের মধ্যেই দিঘা-শঙ্করপুর উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ ৷

আজ থেকে ঠিক এক বছর আগে রাজ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান । গতিবেগ ছিল ঘণ্টায় 185 কিলোমিটার ৷ ওড়িশা ও পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় আমফান । সেইসময় দেশে করোনার প্রকোপ বাড়তে শুরু করে ৷ লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়েছিলেন বহু মানুষ । তার উপর আমফানের তাণ্ডবে প্রচুর ক্ষতি হয়ে যায় ৷ বিশেষ করে প্রভাব পড়ে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর, বকখালি, পাথরপ্রতিমা , নামখানা ,রায়দিঘি ও ডায়মন্ডহারবারের উপকূলবর্তী এলাকায় ৷ আমফানের ধ্বংসলীলায় প্রাণ হারান 72 জন। শয়ে শয়ে গাছ ভেঙে পড়ে ৷ বাসস্থানহীন হয়ে পড়েন বহু মানুষ ৷ কোথাও দিনের পর দিন বিদ্যুৎ নেই ৷ জল নেই ৷ উপকূলবর্তী এলাকা থেকে দু‘লাখ মানুষকে নিরাপদে উদ্ধার করে ত্রাণ শিবিরে আনা হয়েছিল ।

এর আগে আয়লা হয়েছে ৷ বুলবুল হয়েছে ৷ কিন্তু, আমফানের মতো বড় ঘূর্ণিঝড় এর আগে হয়নি ৷ এই আমফানের জেরে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ নদী বাঁধে ফাটল দেখা যায় ৷ ভেঙে যায় নদী বাঁধ ৷ নোনা জলে কয়েকশো বিঘা জমির ক্ষয়ক্ষতি হয় । রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্থ মানুষদের আর্থিক সাহায্য ঘোষণা করা হয় । আমফানে ক্ষতিপূরণের জন্য রাজ্যকে 100 কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র সরকার ।

এই আমফানকে কেন্দ্র করে রাজনীতিতে জলঘোলা কম হয়নি ৷ ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে ৷ 2021-র বিধানসভা নির্বাচনে এই ইস্যুকে হাতিয়ার করা হয় ৷ এই রাজনীতির কবলে পড়ে যান না খেতে পাওয়া সাধারণ মানুষগুলি ৷ অভিযোগ, রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে ক্ষতিপূরণ দিলেও এখনও বহু জায়গায় ক্ষতিপূরণের টাকা পাননি অনেকে ৷ বিশেষ করে সাগর, নামখানা ,কাকদ্বীপ ও বকখালি ।

বছর ঘুরে আমফানের স্মৃতি এখনও টাটকা তার মধ্যেই চোখ রাঙাচ্ছে যশ

আরও পড়ুন, যশ আসছে, সতর্ক প্রশাসন; নিষেধাজ্ঞা সুন্দরবনের মৎস্যবন্দরে

অনেকের অভিযোগ, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ নদী বাঁধগুলিতে মেরামতির কাজ করা হলেও কয়েক জায়গায় এখনও মেরামতির কাজ বাকি রয়েছে । কেউ বলছেন বাড়ি মেরামতের আশ্বাস দিলেও সেটা পূরণ হয়নি ৷ কোনওভাবে তাপ্পি দেওয়া অবস্থায় রয়েছে বাড়িগুলি ৷ আমফানের স্মৃতি যেন এখনও পর্যন্ত টাটকা ৷ মুখে চোখে লেগে আছে আতঙ্ক ৷

সেই আতঙ্ক কাটতে না কাটতেই আরও একটা ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে । 23 থেকে 26 তারিখের মধ্যেই দিঘা-শঙ্করপুর উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ ৷ আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে । যশের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখছে দুই মেদিনীপুর সহ দুই 24 পরগনা । আবার আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে ৷ অনেকে বলছেন, আমফানের ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি ৷ তার উপর আবার ঝড় হলে এবার মারাই পড়বেন ৷

এদিকে, রাজ্যে করোনা পরিস্থিতিও চিন্তা বাড়াচ্ছে ৷ সংক্রমণ কমতে শুরু করলেও রেকর্ড হারে মৃত্যু হচ্ছে ৷ তার মধ্যে আরও একটা ঘূর্ণিঝড় ৷ এবছরও তাহলে কি আরও একবার ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে রাজ্যবাসী ? আতঙ্ক বাড়ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.