ETV Bharat / state

আরব সাগরে ট্রলার ডুবে মৃত মৎস্যজীবী, নিখোঁজ 5 - দক্ষিণ ২৪ পরগনা

কেরালার সমুদ্রে মাছ ধরার সময় জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে মৃত্যু হল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এক মৎস্যজীবীর । দুর্ঘটনায় এখনও নিখোঁজ পাঁচ মৎস্যজীবী । নিখোঁজেরাও কাকদ্বীপের বাসিন্দা ।

আরব সাগরে ট্রলার ডুবে মৃত মৎস্যজীবী, নিখোঁজ 5
ট্রলার ডুবে মৃত ১ মৎস্যজীবী
author img

By

Published : Apr 16, 2021, 12:38 PM IST

কাকদ্বীপ, 16 এপ্রিল : জীবিকার জন্য কাকদ্বীপের মৎস্যজীবীরা পাড়ি দেয় কেরালা, দিঘা সহ একাধিক স্থানে। সেই জীবিকাই প্রাণ নিল এক ব্যক্তির ৷ গতকাল দুর্ঘটনার খবর আসে কাকদ্বীপে পবন দাসের বাড়িতে। কেরালার সমুদ্রে মাছ ধরার সময় জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে মৃত্যু হল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এই মৎস্যজীবীর । দুর্ঘটনায় এখনও নিখোঁজ পাঁচ মৎস্যজীবী । নিখোঁজেরাও কাকদ্বীপের বাসিন্দা ।

বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। কেরালার আরব সাগরের দেপুর বন্দরের কাছে ট্রলার নিয়ে মাছ ধরছিলেন 14 জন মৎস্যজীবী । সেইসময় জাহাজের ধাক্কায় ডুবে যায় ট্রলার । 14 জন সমুদ্রে তলিয়ে যায়। অন্য মৎস্যজীবীদের ট্রলার কয়েকজনকে উদ্ধার করে। উদ্ধার হয় পবন দাস নামে তেত্রিশ বছরের মৎস্যজীবীর দেহ। তাছাড়াও পাঁচজন মৎস্যজীবী এখনও নিখোঁজ ৷ মানিক দাস, মানিক চক্রবর্তী, উত্তম দাস সহ আরও দুই ব্যক্তি নিখোঁজ ৷

আরব সাগরে ট্রলার ডুবে মৃত মৎস্যজীবী, নিখোঁজ 5

ঘটনায় সুনীল দাস নামে এক মৎস্যজীবীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়৷ সুনীল দাসই বাকিদের পরিবারে দুর্ঘটনার কথা জানান৷

কাকদ্বীপ, 16 এপ্রিল : জীবিকার জন্য কাকদ্বীপের মৎস্যজীবীরা পাড়ি দেয় কেরালা, দিঘা সহ একাধিক স্থানে। সেই জীবিকাই প্রাণ নিল এক ব্যক্তির ৷ গতকাল দুর্ঘটনার খবর আসে কাকদ্বীপে পবন দাসের বাড়িতে। কেরালার সমুদ্রে মাছ ধরার সময় জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে মৃত্যু হল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এই মৎস্যজীবীর । দুর্ঘটনায় এখনও নিখোঁজ পাঁচ মৎস্যজীবী । নিখোঁজেরাও কাকদ্বীপের বাসিন্দা ।

বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। কেরালার আরব সাগরের দেপুর বন্দরের কাছে ট্রলার নিয়ে মাছ ধরছিলেন 14 জন মৎস্যজীবী । সেইসময় জাহাজের ধাক্কায় ডুবে যায় ট্রলার । 14 জন সমুদ্রে তলিয়ে যায়। অন্য মৎস্যজীবীদের ট্রলার কয়েকজনকে উদ্ধার করে। উদ্ধার হয় পবন দাস নামে তেত্রিশ বছরের মৎস্যজীবীর দেহ। তাছাড়াও পাঁচজন মৎস্যজীবী এখনও নিখোঁজ ৷ মানিক দাস, মানিক চক্রবর্তী, উত্তম দাস সহ আরও দুই ব্যক্তি নিখোঁজ ৷

আরব সাগরে ট্রলার ডুবে মৃত মৎস্যজীবী, নিখোঁজ 5

ঘটনায় সুনীল দাস নামে এক মৎস্যজীবীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়৷ সুনীল দাসই বাকিদের পরিবারে দুর্ঘটনার কথা জানান৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.