ETV Bharat / state

সুন্দরবনে কাঁকড়া ধরতে যাওয়া মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ - সুন্দরবনে বাঘে নিয়ে গেল এক মৎস্যজীবীকে

গতকাল সকালে বন্ধুদের সঙ্গে কাঁকড়া ধরতে যান সুজিত । হঠাৎই তাঁর উপর হামলা চালায় একটি বাঘ । বন্ধুরা তাঁকে বাঁচাতে চেষ্টা করেন। কিন্তু পারেননি । ফিরে আসেন গ্রামে ।

sunderban
সুন্দরবন
author img

By

Published : Apr 30, 2020, 10:03 AM IST

সুন্দরবন, 30 এপ্রিল : সুন্দরবনের ঝিলা ৫ নম্বর জঙ্গলে গেছিলেন কাঁকড়া ধরতে। সেখান থেকে এক মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘে। গতকাল বছর 45-এর মৎস্যজীবী সুজিত মণ্ডলকে তুলে নিয়ে যায় বাঘটি।

লাহিড়ীপুরের বাসিন্দা সুজিত । গতকাল সকালে বন্ধুদের সঙ্গে কাঁকড়া ধরতে গেছিলেন । হঠাৎ তাঁর উপর হামলা চালায় একটি বাঘ । সঙ্গীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন । অগত্যা তাঁরা গ্রামে ফিরে আসেন। সঙ্গীরা জানান, তাঁরা নৌকার উপর থেকে কাঁকড়া ধরছিলেন । তখন জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ বেরিয়ে আসে এবং সুজিতের উপর ঝাঁপিয়ে পড়ে । ক্ষণিকের মধ্যে সুজিতকে জঙ্গলে টেনে নিয়ে চলে যায় ।

দীর্ঘক্ষণ সুন্দরবনের জঙ্গলে সুজিতকে খোঁজাখুঁজি করা হলেও তাঁর হদিস মেলেনি । সুজিতের বন্ধুরা লোকালয়ে ফিরে এসে বিষয়টি জানালে কান্নায় ভেঙে পড়ে পরিবার । ইতিমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে । বনকর্মীরা সুজিতের খোঁজ চালিয়ে যাচ্ছেন ।

সুন্দরবন, 30 এপ্রিল : সুন্দরবনের ঝিলা ৫ নম্বর জঙ্গলে গেছিলেন কাঁকড়া ধরতে। সেখান থেকে এক মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘে। গতকাল বছর 45-এর মৎস্যজীবী সুজিত মণ্ডলকে তুলে নিয়ে যায় বাঘটি।

লাহিড়ীপুরের বাসিন্দা সুজিত । গতকাল সকালে বন্ধুদের সঙ্গে কাঁকড়া ধরতে গেছিলেন । হঠাৎ তাঁর উপর হামলা চালায় একটি বাঘ । সঙ্গীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন । অগত্যা তাঁরা গ্রামে ফিরে আসেন। সঙ্গীরা জানান, তাঁরা নৌকার উপর থেকে কাঁকড়া ধরছিলেন । তখন জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ বেরিয়ে আসে এবং সুজিতের উপর ঝাঁপিয়ে পড়ে । ক্ষণিকের মধ্যে সুজিতকে জঙ্গলে টেনে নিয়ে চলে যায় ।

দীর্ঘক্ষণ সুন্দরবনের জঙ্গলে সুজিতকে খোঁজাখুঁজি করা হলেও তাঁর হদিস মেলেনি । সুজিতের বন্ধুরা লোকালয়ে ফিরে এসে বিষয়টি জানালে কান্নায় ভেঙে পড়ে পরিবার । ইতিমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে । বনকর্মীরা সুজিতের খোঁজ চালিয়ে যাচ্ছেন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.